কল্যাণী কাজী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কল্যাণী কাজী
ছবিতে কল্যাণী কাজী
জন্ম১৯৩৬
মৃত্যু১২ মে ২০২৩(2023-05-12) (বয়স ৮৬–৮৭)
জাতীয়তাবাঙালি
নাগরিকত্বভারত
পেশাসঙ্গীত শিল্পী
দাম্পত্য সঙ্গীকাজী অনিরুদ্ধ (বি. ১৯৫৫ - মৃ .১৯৭৪)
সন্তানকাজী অনির্বাণ (পুত্র), কাজী অরিন্দম (পুত্র), অনিন্দিতা কাজী (কন্যা)
আত্মীয়কাজী নজরুল ইসলাম (শ্বশুর)
প্রমীলা দেবী(শাশুড়ী মাতা)
পুরস্কারসঙ্গীত মহাসম্মান[১]

কল্যাণী কাজী (১৯৩৬[২] – ১২ মে ২০২৩) ছিলেন একজন ভারতীয় বাঙালী গায়িকা। তিনি নজরুলগীতির গায়িকা হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধের স্ত্রী।[৩][৪][৫]

কল্যাণী কলকাতার বেথুন স্কুলের ছাত্রী ছিলেন। অল্প বয়সেই তিনি খোলেন মেয়েদের অর্কেস্ট্রা দল। সেই দলে তিনি ছিলেন প্রধান তবলাবাদক। তিনি কাজী নজরুল ইসলামের গানের স্বরলিপির শুদ্ধতা রক্ষার প্রয়াসী ছিলেন। তিনি মঞ্চে একক গানের শিল্পী না হয়ে বৃন্দগানের পরিচালক হিসাবে পরিচিত হতে চেয়েছিলেন।[৬]

১৫ কিংবা ১৬ বছর বয়সে ভারতের তৎকালীন বিহার রাজ্যের রাঁচী বেড়াতে গিয়ে আকস্মিকভাবে কাজী অনিরুদ্ধের সঙ্গে পরিচিত হবার পর, তিনি তাঁর সঙ্গে প্রেমে পড়েন। শেষে, প্রমীলা দেবীর ঐকান্তিক প্রচেষ্টায় কল্যাণী কাজীর ১৮ বছর বয়সে কাজী অনিরুদ্ধের সঙ্গে তাঁর বিয়ের কাজ সুসম্পন্ন হয়।[৭] তিনি 'অন্তরঙ্গ অনিরুদ্ধ' নামে পারিবারিক স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করেন।[৮]

২০১৫ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে 'সঙ্গীত মহাসম্মান' পুরস্কারে ভূষিত করে। তিনি পশ্চিমবঙ্গ কাজী নজরুল ইসলাম আকাদেমির উপদেষ্টা পরিষদের সদস্যা ছিলেন।[৯][৩][৪]

তিনি ১২ মে ২০২৩ তারিখে ৮৭ বছর বয়সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন।[৯] মৃৃত্যুকালে তিনি দুইজন পুত্র (কাজী অনির্বাণ, কাজী অরিন্দম) ও একজন কন্যা (অনিন্দিতা কাজী) সন্তান রেখে যান।[৪][১০]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিশেষ সঙ্গীতসম্মান, সঙ্গীত মহাসম্মান প্রাপক তালিকা" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৩ 
  2. নজরুল ইসলামের পুুত্রবধূ কল্যাণী কাজী প্রয়াত, ১৩ মে ২০২৩, দ্বিতীয় পৃৃষ্ঠা, দৈনিক সংবাদ
  3. "প্রয়াত কাজী নজরুল ইসলামের পুত্রবধূ, কল্যাণীর মৃত্যুতে শোকের ছায়াসংগীত জগতে"এই সময়। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৩ 
  4. "Eminent singer Kalyani Kazi dies at 87 in Kolkata"www.telegraphindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৩ 
  5. "প্রয়াত হলেন কাজী নজরুল ইসলামের পুত্রবধূ কল্যাণী কাজী, শোকবার্তা মু্খ্যমন্ত্রীর"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৩ 
  6. "কলকাতার কড়চা - 'সুকল্যাণী'"আনন্দবাজার পত্রিকা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২০ 
  7. "এ সপ্তাহের সাক্ষাৎকার: কল্যাণী কাজী"বিবসি বাংলা। ২০১৪-০৪-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২১ 
  8. ডেস্ক, স্টার অনলাইন (২০২৩-০৫-১২)। "জাতীয় কবির পুত্রবধূ কল্যাণী কাজী মারা গেছেন"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-২০ 
  9. "প্রয়াত কাজী নজরুল ইসলামের বউমা, কল্যাণী কাজীর মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর"হিন্দুস্থান টাইমস বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৩ 
  10. "ঢাকায় থাকার জায়গা চান জাতীয় কবির নাতনি"ঢাকা টাইমস। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-১৯