কলকাতার মহানাগরিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কলকাতার প্রথম মেয়র দেশবন্ধু চিত্তরঞ্জন দাস

কলকাতার মহানাগরিক বা কলকাতার মেয়র হচ্ছেন কলকাতা পৌরসংস্থার নগরপ্রধান। মহানাগরিকের নির্দেশেই কলকাতার পৌর প্রশাসনের যাবতীয় কার্য সম্পাদন করা হয়ে থাকে। প্রত্যেক পৌরনির্বাচনের পর পৌরসংস্থার প্রথম অধিবেশনে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজন পাঁচ বছরের জন্য মহানাগরিক নির্বাচিত হন। ইনি মেয়র-পরিষদের সভায় পৌরহিত্য করেন এবং মুখ্য রাজনৈতিক পরিচালক হিসেবে মেয়র-পারিষদদের দফতর ও ক্ষমতা বণ্টন করে দেন। কলকাতার বর্তমান মহানাগরিক হলেন ফিরহাদ হাকিম।

ইতিহাস[সম্পাদনা]

১৯২৩ সালে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন পাস হয়। এই আইনবলে কলকাতার পৌরপ্রশাসনের গণতন্ত্রীকরণ এবং পৌরসংস্থার উপর সরকারি নিয়ন্ত্রণের পরিমাণ হ্রাস করা হয়। ১৯২৪ সালে চিত্তরঞ্জন দাশ কলকাতা পৌরসংস্থার প্রথম মেয়র নির্বাচিত হন। ১৯২৪ সাল থেকে ১৯৪৮ সাল পর্যন্ত মোট চব্বিশ জন কলকাতার মেয়র হয়েছিলেন। ১৯২৩ সালের আইন অনুযায়ী কলকাতার সর্বশেষ মেয়র ছিলেন সুধীরচন্দ্র রায়চৌধুরী। ১৯৪৮ সালের মার্চ থেকে ১৯৫২ সালের ৩০ এপ্রিল পর্যন্ত কলকাতার মেয়র পদটির কোনো অস্তিত্বই ছিল না। ১৯৫১ সালে নতুন করে কলকাতা পৌরসংস্থা আইন পাস হলে ১৯৫২ সালে নির্মলচন্দ্র চন্দ্র উক্ত আইন অনুযাইয়ী প্রথম মহানাগরিক নির্বাচিত হন। ১৯৫২ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত মোট বারো জন কলকাতার মহানাগরিক পদে অধিষ্ঠিত ছিলেন; এঁদের মধ্যে আটজনই এক বছরের জন্য মেয়র নির্বাচিত হয়েছিলেন। এই আইন মোতাবেক কলকাতার শেষ মহানাগরিক হলেন শ্যামসুন্দর গুপ্ত। ১৯৭২ সালের ২২ মার্চ থেকে ১৯৮৫ সালের অগস্ট পর্যন্ত পুনরায় কলকাতার মহানাগরিকের পদটি অকার্যকর করে রাখা হয়। কলকাতা পৌরসংস্থা আইন, ১৯৮০ কার্যকর হয় ১৯৮৪ সালের ৪ জানুয়ারি। এই আইন অনুযায়ী, কলকাতার মহানাগরিক পদের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়। এই আইন অনুযায়ী কলকাতার প্রথম মহানাগরিক হন কমল কুমার বসু। ১৯৮৫ সালে বর্তমান কাল পর্যন্ত কলকাতায় মোট চার জন মেয়র পদে অধিষ্ঠিত হয়েছেন।[১]

তালিকা[সম্পাদনা]

কলকাতার মহানাগরিকদের তালিকা
ক্র. নং নাম ছবি কার্যকাল[২] দল
চিত্তরঞ্জন দাস Chittaranjan Das 2.jpg ১৬ এপ্রিল ১৯২৪ ১৭ জুলাই ১৯২৫ ১ বছর, ৯২ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস
যতীন্দ্রমোহন সেনগুপ্ত Deshpriya Jatindra Mohan Sengupta.jpg ১৭ জুলাই ১৯২৫ ৪ ফেব্রুয়ারি ১৯২৮ ২ বছর, ২০২ দিন
বিজয় কুমার বসু ৪ ফেব্রুয়ারি ১৯২৮ ১০ এপ্রিল ১৯২৯ ১ বছর, ৬৫ দিন
(২) যতীন্দ্রমোহন সেনগুপ্ত Deshpriya Jatindra Mohan Sengupta.jpg ১০ এপ্রিল ১৯২৯ ২২ আগস্ট ১৯৩০ ১ বছর, ১৩৪ দিন
সুভাষচন্দ্র বসু Subhas Chandra Bose NRB.jpg ২২ আগস্ট ১৯৩০ ১৫ এপ্রিল ১৯৩১ ২৩৬ দিন
বিধান চন্দ্র রায় Dr. Bidhan Chandra Roy in 1943 (cropped).jpg ১৫ এপ্রিল ১৯৩১ ৯ এপ্রিল ১৯৩৩ ১ বছর, ৩৫৯ দিন
সন্তোষ কুমার বসু ৯ এপ্রিল ১৯৩৩ ৪ জুলাই ১৯৩৪ ১ বছর, ৮৬ দিন
নলিনীরঞ্জন সরকার ৪ জুলাই ১৯৩৪ ৩০ এপ্রিল ১৯৩৫ ৩০০ দিন
আবুল কাশেম ফজলুল হক A k fazlul hoque.jpg ৩০ এপ্রিল ১৯৩৫ ২৯ এপ্রিল ১৯৩৬ ৩৬৫ দিন কৃষক প্রজা পার্টি
হরিশংকর পল ২৯ এপ্রিল ১৯৩৬ ২৮ এপ্রিল ১৯৩৭ ৩৬৪ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস
১০ সনাত কে. রায়চৌধুরী ২৮ এপ্রিল ১৯৩৭ ২৯ এপ্রিল ১৯৩৮ ১ বছর, ১ দিন
১১ এ কে এম জাকারিয়া ২৯ এপ্রিল ১৯৩৮ ২৬ এপ্রিল ১৯৩৯ ৩৬২ দিন
১২ নিশীথ চন্দ্র সেন ২৬ এপ্রিল ১৯৩৯ ২৪ এপ্রিল ১৯৪০ ৩৬৪ দিন
১৩ আবদুর রহমান সিদ্দিকী ২৪ এপ্রিল ১৯৪০ ২৮ এপ্রিল ১৯৪১ ১ বছর, ৪ দিন নিখিল ভারত মুসলিম লীগ
১৪ ফণীন্দ্র নাথ ব্রহ্ম ২৮ এপ্রিল ১৯৪১ ২৯ এপ্রিল ১৯৪২ ১ বছর, ১ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস
১৫ হেম চন্দ্র নস্কর ২৯ এপ্রিল ১৯৪২ ৩০ এপ্রিল ১৯৪৩ ১ বছর, ১ দিন
১৬ সৈয়দ বদরুদ্দোজা ৩০ এপ্রিল ১৯৪৩ ২৬ এপ্রিল ১৯৪৪ ৩৬২ দিন নিখিল ভারত মুসলিম লীগ
১৭ আনন্দী লাল পোদ্দার ২৬ এপ্রিল ১৯৪৪ ২৭ এপ্রিল ১৯৪৫ ১ বছর, ১ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস
১৮ দেবেন্দ্র নাথ মুখোপাধ্যায় ২৭ এপ্রিল ১৯৪৫ ২৯ এপ্রিল ১৯৪৬ ১ বছর, ২ দিন
১৯ সৈয়দ মোহাম্মদ উসমান ২৯ এপ্রিল ১৯৪৬ ২৯ এপ্রিল ১৯৪৭ ১ বছর, ০ দিন কৃষক প্রজা পার্টি
২০ সুধীর চন্দ্র রায় চৌধুরী ২৯ এপ্রিল ১৯৪৭ ১৯৪৮ ২৪৭ দিন প্রজা সমাজতান্ত্রিক দল
২১ নির্মলচন্দ্র চন্দ্র ০১ মে ১৯৫২ ০৬ মার্চ ১৯৫৩ ৩০৯ দিন ভারতীয় জাতীয় কংগ্রেস
২২ নরেশ নাথ মুখার্জি ০৬ মার্চ ১৯৫৩ ২৫ এপ্রিল ১৯৫৫ ২ বছর, ৫০ দিন
২৩ সতীশ চন্দ্র ঘোষ ২৫ এপ্রিল ১৯৫৫ ২৯ এপ্রিল ১৯৫৭ ২ বছর, ৪ দিন
২৪ ত্রিগুণা সেন ২৯ এপ্রিল ১৯৫৭ ০৮ এপ্রিল ১৯৫৯ ১ বছর, ৩৪৪ দিন
২৫ বিজয় কুমার ব্যানার্জি ০৮ এপ্রিল ১৯৫৯ ০৬ এপ্রিল ১৯৬০ ৩৬৪ দিন
২৬ কেশবচন্দ্র বসু ০৬ এপ্রিল ১৯৬০ ২৮ এপ্রিল ১৯৬১ ১ বছর, ২২ দিন
২৭ রাজেন্দ্রনাথ মজুমদার ২৮ এপ্রিল ১৯৬১ ০৮ এপ্রিল ১৯৬৩ ১ বছর, ৩৪৫ দিন
২৮ চিত্তরঞ্জন চট্টোপাধ্যায় ০৮ এপ্রিল ১৯৬৩ ২৬ এপ্রিল ১৯৬৫ ২ বছর, ১৮ দিন
২৯ প্রীতি কুমার রায় চৌধুরী ২৬ এপ্রিল ১৯৬৫ ২৪ এপ্রিল ১৯৬৭ ১ বছর, ৩৬৩ দিন
৩০ গোবিন্দ চন্দ্র দে ২৪ এপ্রিল ১৯৬৭ ১৩ জুন ১৯৬৯ ২ বছর, ৫০ দিন
৩১ প্রশান্তচন্দ্র শূর Prasanta Sur - Calcutta 1995-06-15 019.jpg ১৩ জুন ১৯৬৯ ২৩ এপ্রিল ১৯৭১ ২ বছর, ৫০ দিন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩২ শ্যাম সুন্দর গুপ্ত ২৩ এপ্রিল ১৯৭১ ১৯৭২ ২ বছর, ২৫৩ দিন নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক
৩৩ কমলকুমার বসু ৩০ জুলাই ১৯৮৫ ৩০ জুলাই ১৯৯০ ৫ বছর, ০ দিন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩৪ প্রসন্ত চ্যাটার্জী ৩০ জুলাই ১৯৯০ ১২ জুলাই ২০০০ ৯ বছর, ৩৪৮ দিন
৩৫ সুব্রত মুখোপাধ্যায় ১২ জুলাই ২০০০ ০৫ জুলাই ২০০৫ ৪ বছর, ৩৫৮ দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
৩৬ বিকাশ রঞ্জন ভট্টাচার্য্য ০৫ জুলাই ২০০৫ ১৬ জুন ২০১০ ৪ বছর, ৩৪৬ দিন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী)
৩৭ শোভন চট্টোপাধ্যায় Sovan Chatterjee - Kolkata 2015-10-22 6615.JPG ১৬ জুন ২০১০ ২২ নভেম্বর ২০১৮ ৮ বছর, ১৫৯ দিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস
৩৮ ফিরহাদ হাকিম Firhad Hakim.jpg ২২ নভেম্বর ২০১৮ চলমান ৪ বছর, ১১৩ দিন

পাদটীকা[সম্পাদনা]

  1. Mayors of Kolkata: A Brief Chronology; ed. Amalendu Bhattacharya; Information and Public Relations Department, Kolkata Municipal Corporation; Kolkata, 2009, p. 5
  2. "Official Website of Kolkata Municipal Corporation"