ওয়ারেন মেলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওয়ারেন মেলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওয়ারেন মেলি
জন্ম (1994-10-01) ১ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান ভিক্তোরিয়া, সেশেলস
উচ্চতা ১.৯৩ মিটার (৬ ফুট ৪ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফরেস্টার্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৪ সেশেলস মার্কেটিং বোর্ড
২০১৪–২০১৮ নর্দার্ন ডায়নামো
২০১৮–২০১৯ রেড স্টার
২০১৯– ফরেস্টার্স
জাতীয় দল
২০১৭– সেশেলস ১৭ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:০৩, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:০৩, ১৪ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ওয়ারেন মেলি (ইংরেজি: Warren Mellie; জন্ম: ১ অক্টোবর ১৯৯৪) হলেন একজন সেইশেলি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সেইশেলি ক্লাব ফরেস্টার্স এবং সেশেলস জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৩–১৪ মৌসুমে, সেইশেলি ক্লাব সেশেলস মার্কেটিং বোর্ডের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; সেশেলস মার্কেটিং বোর্ডের হয়ে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর ২০১৪–১৫ মৌসুমে তিনি নর্দার্ন ডায়নামোয় যোগদান করেছেন। নর্দার্ন ডায়নামোয় চার মৌসুম অতিবাহিত করার পর রেড স্টারের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি সেইশেলি ক্লাব ফরেস্টার্সে যোগদান করেছেন।

মেলি ২০১৭ সালে সেশেলসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সেশেলসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৭ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ওয়ারেন মেলি ১৯৯৪ সালের ১লা অক্টোবর তারিখে সেশেলসের ভিক্তোরিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০১৭ সালের ২৯শে এপ্রিল তারিখে, ২২ বছর, ৬ মাস ও ২৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মেলি মরিশাসের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সেশেলসের হয়ে অভিষেক করেছেন।[১] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি সেশেলস ১–১ গোলে ড্র করেছিল।[২] সেশেলসের হয়ে অভিষেকের বছরে মেলি সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ বছর ও ১ মাস পর, সেশেলসের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৩] ২০১৮ সালের ২৯শে মে তারিখে, মাদাগাস্কারের বিরুদ্ধে ম্যাচের ৩৫তম মিনিটে বেনোয়া মারির অ্যাসিস্ট হতে সেশেলসের হয়ে গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৪][৫] ২০২০ সালের ১৮ই জানুয়ারি তারিখে, প্রীতি ম্যাচে বুরুন্ডির বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে তিনি সেশেলসের হয়ে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পালন করেছেন,[৬] ম্যাচটি বুরুন্ডি ১–৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল, যেখানে তিনি ৯০ মিনিট খেলেছিলেন।[৭]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১৪ নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
সেশেলস ২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১
সর্বমোট ১৭

আন্তর্জাতিক গোল[সম্পাদনা]

গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
২৯ মার্চ ২০১৮ সেশেগো স্টেডিয়াম, পলোকওয়ানে, দক্ষিণ আফ্রিকা  মাদাগাস্কার –১ ১–১ ২০১৮ কোসাফা কাপ [৩][৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Seychelles - Mauritius 1:1 (Friendlies 2017, April)"worldfootball.net। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  2. Strack-Zimmermann, Benjamin (২৯ এপ্রিল ২০১৭)। "Seychelles vs. Mauritius (1:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  3. "Seychelles - Madagascar 1:1 (Friendlies 2018, May)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  4. Strack-Zimmermann, Benjamin (২৯ মে ২০১৮)। "Seychelles vs. Madagascar (1:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  5. "Seychelles vs. Madagascar - 29 May 2018"Soccerway। ২৯ মে ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  6. "Burundi - Seychelles, Jan 18, 2020 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ১৮ জানুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  7. "Burundi - Seychelles 3:1 (Friendlies 2020, January)"worldfootball.net। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]