বেনোয়া মারি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বেনোয়া মারি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম বেনোয়া মারি
জন্ম (1992-12-26) ২৬ ডিসেম্বর ১৯৯২ (বয়স ৩১)
জন্ম স্থান সেশেলস
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
কোত দর
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২– কোত দর
জাতীয় দল
২০১৩– সেশেলস ৪৬ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:০২, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০২, ২২ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

বেনোয়া মারি (ফরাসি: Benoit Marie; জন্ম: ২৬ ডিসেম্বর ১৯৯২) হলেন একজন সেইশেলি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে সেইশেলি ক্লাব কোত দর এবং সেশেলস জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২]

২০১২–১৩ মৌসুমে, সেইশেলি ক্লাব কোত দরের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। বেনোয়া ২০১৩ সালে সেশেলসের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সেশেলসের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

বেনোয়া মারি ১৯৯২ সালের ২৬শে ডিসেম্বর তারিখে সেশেলসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০১৩ সালের ৮ই জুলাই তারিখে, ২০ বছর, ৬ মাস ও ১২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী বেনোয়া নামিবিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৩ কোসাফা কাপের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে সেশেলসের হয়ে অভিষেক করেছেন।[৩] উক্ত ম্যাচের ৭৬তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় র‍্যানডলফ লাবলাচের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচটি নামিবিয়া ২–৪ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] সেশেলসের হয়ে অভিষেকের বছরে বেনোয়া সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২২ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
সেশেলস ২০১৩
২০১৪
২০১৫ ১১
২০১৬
২০১৭
২০১৮
২০১৯ ১০
সর্বমোট ৪৬

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Unmasking Seychelles: Set pieces could be key vs. Nigeria"ESPN.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৭ 
  2. "Seychelles players juggle jobs and football"ESPN.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৯-১৭ 
  3. "Namibia - Seychelles 4:2 (Friendlies 2013, July)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২০-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২১-১০-২২ 
  4. Strack-Zimmermann, Benjamin (২০১৩-০৭-০৮)। "Namibia vs. Seychelles (4:2)"National Football Teams। সংগ্রহের তারিখ ২০২১-১০-২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]