বিষয়বস্তুতে চলুন

ওপেন বাংলা কিবোর্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওপেন বাংলা কিবোর্ড
মূল উদ্ভাবকমুমিনুল হক
উন্নয়নকারীমুমিনুল হক এবং অন্যান্য অবদানকারী
প্রাথমিক সংস্করণ৮ সেপ্টেম্বর, ২০১৬
স্থিতিশীল সংস্করণ
২.০ / ২ অক্টোবর, ২০২০
যে ভাষায় লিখিতসি++, সিমেক, শেল, কিউমেক
অপারেটিং সিস্টেমলিনাক্স (Rpm, Deb)
উপলব্ধবাংলা
ধরনকী-বোর্ড সফটওয়্যার
লাইসেন্সজিপিএল ৩
ওয়েবসাইটhttps://openbangla.github.io/

ওপেন বাংলা কিবোর্ড হল মুমিনুল হক কর্তৃক বিকশিত লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য মুক্ত ও উন্মুক্ত উৎসের একটি গ্রাফিক্যাল কী-বোর্ড সফটওয়্যার। এটি লিনাক্সের জন্য বিনামূল্যের ইউনিকোড যুক্ত বাংলা কীবোর্ড ইন্টারফেস যা ৮ সেপ্টেম্বর, ২০১৬ সালে মুক্তি পায়। লিনাক্সে আইবাস অভ্র পাওয়া গেলেও মূল অভ্র কিবোর্ডটি পাওয়া যায় না। মূলত অভ্র কিবোর্ড থেকে উৎসাহিত হয়ে ওপেন বাংলা কিবোর্ডটি বিকশিত হয়।

ওপেন বাংলা কীবোর্ডে স্থির কীবোর্ড লেআউট এবং "অভ্র ফোনেটিক" নামের ফোনেটিক লেআউট রয়েছে যা রোমানীকৃত প্রতিবর্ণকরণ ব্যবহারের মাধ্যমে বাংলা টাইপ করার সুবিধা প্রদান করে। লিনাক্সের জন্য এই সফটওয়ারটির .deb ও .rpm প্যাকেজ রয়েছে। [][]

বৈশিষ্ট্যসমূহ []

[সম্পাদনা]

ওপেন বাংলা কিবোর্ড সফটওয়্যারে বাংলা লেখার জনপ্রিয় সকল পদ্ধতিই যুক্ত করা হয়েছে। এর নিম্নরূপ বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান।

  • অভ্র কিবোর্ডের মত টপ বার, কনফিগারেশন হাতের কাছেই।
  • লেআউট প্রদর্শন উইন্ডো
  • ফোনেটিক কিবোর্ড লেআউট (অভ্র ফোনেটিক)
    • অভ্র ফোনেটিক টাইপিং পদ্ধতির সঙ্গে শতভাগ সামঞ্জস্যপূর্ণ।
    • ডিকশনারি ফিচারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাব কাছাকাছি উচ্চারণের অন্যান্য শব্দ সঠিক বানানসহ প্রদর্শন করে।
    • প্রচুর প্রচলিত ইংরেজি শব্দসমূহও প্রদর্শন করে (যেমন “ফেসবুক”, “ডাউনলোড”)।
    • অটোকারেক্ট ফিচারের সাহায্যে প্রচুর সাধারণ ভুল বানানের সঠিক রূপটি প্রদর্শন করে।
    • ব্যবহারকারী নিজের পছন্দমত অটোকারেক্ট শব্দ যোগ করতে পারেন।
    • মূল টাইপ করা শব্দের সম্ভাব্য বিকল্প বা কাছাকাছি বানানের শব্দসমূহ প্রিভিউ উইন্ডোতে প্রদর্শন করে।
  • ফিক্সড কিবোর্ড লেআউট
    • ওপেনবাংলা কিবোর্ডে প্রভাত মুনীর অপ্টিমা, অভ্র ইজি, বর্ণনা, জাতীয় কিবোর্ড লেআউট অন্তর্ভূক্ত আছে।
    • অভ্র কিবোর্ড লেআউট ফাইল ফরম্যাট ৫ম সংস্করণ) সমর্থন করে।
  • স্বয়ংক্রিয় টাইপিং সংশোধন সুবিধাসমূহ
    • স্বয়ংক্রিয় স্বরবর্ণ স্থাপন।
    • পুরাতন রীতির রেফ।
    • পূর্বপ্রচলিত কার সংযোগ রীতি।
    • চন্দ্রবিন্দুর অবস্থান সংশোধন।

ওপেন বাংলা কিবোর্ডে অন্তর্ভুক্ত বাংলা লেআউট সমূহ []

[সম্পাদনা]

ওপেন বাংলা কিবোর্ডের সাম্প্রতিকতম সংস্করণে যেসব বাংলা লেআউট পাওয়া যাবে।

  • অভ্র ইজি (ওমিক্রন ল্যাব প্রকাশিত সহজ একট লেআউট)
  • অভ্র ফনেটিক
  • বর্ণ
  • মুনির অপটিমা
  • জাতীয়
  • প্রভাত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "OpenBangla Keyboard (OBK)"। ২০২১-১২-১৪। 
  2. Huque, Muhammad Mominul। "OpenBangla Keyboard 1.0.0: Provat Released!"OpenBangla Keyboard (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-১২-১৬