এ এইচ এম জেহাদুল করিম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
এ এইচ এম জেহাদুল করিম
উপাচার্য
কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
২০ অক্টোবর ২০০৮ – ২২ নভেম্বর ২০০৯
পূর্বসূরীগোলাম মাওলা
উত্তরসূরীআমির হোসেন খান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1949-09-01) ১ সেপ্টেম্বর ১৯৪৯ (বয়স ৭৪)
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
লেকহেড বিশ্ববিদ্যালয়, কানাডা
সিরাকিউজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এ এইচ এম জেহাদুল করিম (জন্ম: ১ সেপ্টেম্বর ১৯৪৯) একজন বাংলাদেশী শিক্ষাবিদ। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য।[১]

জন্ম[সম্পাদনা]

তিনি ১৯৪৯ সালের ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষাজীবন[সম্পাদনা]

এ এইচ এম জেহাদুল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে ১৯৬৯ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৭০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয়েও তিনি এক বছর এমএ স্তরে সমাজবিজ্ঞান অধ্যয়ন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের সিরাকিউজ বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে নৃবিজ্ঞানে এমএ এবং ১৯৮৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

জেহাদুল করিম ১৯৭২ সালে রাজশাহী কলেজে সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক ও প্রতিষ্ঠাতা প্রধান হিসেবে যোগ দেন। ১৯৭৪ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ১৯৯২ সালে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৯৮ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যাপক ও প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে যোগ দেন এবং ২০১১ সালে স্বেচ্ছা-অবসর গ্রহণ করেন। এছাড়াও দেশ ও বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তার।

কর্মজীবনে অধ্যাপনার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সিনেট সদস্য এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।[১][২]

এ এইচ এম জেহাদুল করিম ২০০৮ সালের ২০ অক্টোবর থেকে ২০০৯ সালের ২২ নভেম্বর পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।[৪][৫]

প্রকাশনা[সম্পাদনা]

জেহাদুল করিম একাধিক গ্রন্থের প্রণেতা। এছাড়া দেশি-বিদেশি জার্নালে তার উল্লেখযোগ্য সংখ্যক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।[১]

সদস্যপদ[সম্পাদনা]

তিনি বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "নিয়োগ/যোগদান - অধ্যাপক ড. এ. এইচ. এম. জেহাদুল করিম" (পিডিএফ)জগন্নাথ বিশ্ববিদ্যালয় বার্তা। নং ৩৭। জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ৮। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২ 
  2. "Dr. A.H.M.Zehadul Karim" [ড. এ. এইচ. এম. জেহাদুল করিম]। www.drzehadulkarim.com (ইংরেজি ভাষায়)। ১৪ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২ 
  3. করিম, প্রফেসর ড. এ. এইচ. এম. জেহাদুল (২০১৬)। বঙ্গবন্ধু এবং বাংলাদেশ: সমসাময়িক সমাজ ও রাজনীতি প্রসঙ্গে। ঢাকা: শ্রাবণ প্রকাশনী। আইএসবিএন 9789849201670 
  4. "কুমিল্লা বিশ্ববিদ্যালয় - উপাচার্যের পদ খালি হচ্ছে আজ, প্রত্যাশী পাঁচজন"প্রথম আলো। ২২ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২ 
  5. "Vice Chancellors of the University Since 2006" [২০০৬ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ]। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০২২