এম কে ইন্দিরা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এম কে ইন্দিরা
জন্মমন্দাগদ্দে কৃষ্ণরাও ইন্দিরা
(১৯১৭-০১-০৫)৫ জানুয়ারি ১৯১৭
তীর্থহাল্লি, মহীশূর রাজ্য, ব্রিটিশ ভারত
মৃত্যু১৫ মার্চ ১৯৯৪(1994-03-15) (বয়স ৭৭)
পেশালেখক
জাতীয়তাভারতীয়
দাম্পত্যসঙ্গীকৃষ্ণা রাও

মন্দাগদ্দে কৃষ্ণরাও ইন্দিরা (কন্নড়: ಮಂಡಗದ್ದೆ ಕೃಷ್ಣರಾವ್ ಇಂದಿರ; ৫ই জানুয়ারি ১৯১৭ – ১৫ই মার্চ ১৯৯৪) কন্নড় ভাষার একজন সুপরিচিত ভারতীয় ঔপন্যাসিক ছিলেন। তাঁর লেখার মধ্যে একটি হলো ফানিয়াম্মা, যেটি বিভিন্ন পুরস্কার জিতেছে। তিনি পঁয়তাল্লিশ বছর বয়সে উপন্যাস লেখা শুরু করেন।[১] তাঁর কিছু উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি করা হয়েছে।

প্রাথমিক জীবন এবং শিক্ষা[সম্পাদনা]

ইন্দিরা ১৯১৭ সালের ৫ই জানুয়ারি ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের তীর্থহাল্লিতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন সমৃদ্ধ কৃষিবিদ টি সূর্যনারায়ণ রাও এবং মা বনশঙ্করাম্মা। তাঁদের আদি গ্রাম ছিল চিকমাগালুর জেলার নরসিংহরাজপুর

তাঁর আনুষ্ঠানিক শিক্ষা স্থায়ী হয়েছিল মাত্র সাত বছর, এরপর বারো বছর বয়সে এম কৃষ্ণ রাওয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়ে যায়। তিনি কন্নড় কবিতা অধ্যয়ন করেছিলেন এবং হিন্দি সাহিত্য সম্পর্কেও তাঁর ভাল জ্ঞান ছিল।[১] তাঁর একটি বইতে বলা হয়েছে, ইন্দিরা যখন মাণ্ড্যতে ছিলেন তখন প্রখ্যাত লেখক ত্রিবেণীর সাথে তাঁর দেখা হয়েছিল। ত্রিবেণী তাঁর লেখার দক্ষতার প্রশংসা করেছিলেন, যা তাঁকে গল্প ও উপন্যাস লিখতে এবং তারপর ছাপার অক্ষরে প্রকাশ করতে অনুপ্রাণিত করেছিল। তিনি ৪৫ বছর বয়সে উপন্যাস লেখার উদ্যোগ নেন।

কর্মজীবন[সম্পাদনা]

তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস তুঙ্গভদ্রা, ১৯৬৩ সালে প্রকাশিত হয়। এর পরে প্রকাশ পায়সদানন্দ (১৯৬৫), গেজ্জে পুজে (১৯৬৬) এবং নবরত্ন (১৯৬৭)। তাঁর সবচেয়ে সুপরিচিত লেখা ছিল ফানিয়াম্মা, যেটি ১৯৭৬ সালে মুক্তি পেয়েছিল। ফানিয়াম্মা একটি বাল্য বিধবার জীবনের উপর ভিত্তি করে একটি উপন্যাস যাকে ইন্দিরা তাঁর শৈশবকালে জানতেন। সেই বিধবা ইন্দিরার মায়ের কাছে ঘটনাটি বর্ণনা করলে ইন্দিরা ঘটনাটি শুনেছিলেন।[২] এই উপন্যাসটি নারীবাদ সম্পর্কিত অনেক বইয়ে আলোচনার বিষয়বস্তু হয়েছে। ইন্দিরা পঞ্চাশটিরও বেশি উপন্যাস লিখেছেন।

১৯৬৯ সালে পরিচালক পুত্তন কানাগল গেজ্জে পুজে থেকে একটি চলচ্চিত্র নির্মান করেন। পরিচালক প্রেমা কারান্থ ফানিয়াম্মাকে একটি চলচ্চিত্রে রূপ দেন। এটি বহু আন্তর্জাতিক পুরস্কার জিতেছিল।[৩] ইন্দিরার অন্যান্য উপন্যাসগুলি হল হুবানা (মুত্থু ওন্ডু মুত্থু), গিরিবালে, মুসুকু এবং পূর্বপরা

সম্মান ও পুরস্কার[সম্পাদনা]

ইন্দিরার উপন্যাস, তুঙ্গভদ্রা, সদানন্দ, নবরত্ন এবং ফানিয়াম্মা কন্নড় সাহিত্য আকাদেমি পুরস্কার জিতেছে।[১] এই বার্ষিক পুরস্কারটি দেওয়া হয় বছরের সেরা কন্নড় সাহিত্যিকদের জন্য। তেজস্বিনী নিরঞ্জনা ফানিয়াম্মা -কেইংরেজিতে অনুবাদ করেছেন। এই অনুবাদটি ভারতের সাহিত্য একাডেমি পুরস্কার এবং আরও অনেক পুরস্কার জিতেছে। সাহিত্যে তাঁর অবদানের পরিপ্রেক্ষিতে, ইন্দিরার নামে একটি পুরস্কার গঠন করা হয়েছে, যেটি সেরা নারী লেখকদের দেওয়া হয়।[৪]

উপন্যাস ও ছোটগল্প[সম্পাদনা]

  • সদানন্দ
  • তুঙ্গভদ্রা
  • গেজ্জে পুজে
  • ফানিয়াম্মা
  • গিরিবেল
  • মধুবন
  • মন তুম্বিদা মাদাদি
  • হেন্নিনা আকাংশে
  • থাপাদিন্দা থামপিগে
  • ব্রহ্মচারী
  • কালদর্শী
  • শান্তিধাম
  • নবরত্ন
  • অম্বরদা অপ্সরে
  • নাগবেকু
  • নবজীবন
  • পাওয়াদা
  • কল্পনা বিলাস
  • দশাবতার
  • সুস্বাগত
  • বাদিগেগে
  • কাঠেগড়া
  • আভরণ
  • মানে কোট্টু নোদি
  • কন্যাকুমারী
  • রসবাহিনী
  • নাগবীণা
  • আত্মসখী
  • ডাক্তার
  • তপোবনদল্লি
  • চিদবিলাসা
  • যাঠি কেত্তাভালু
  • সুখান্ত
  • ইয়ারু হিথাভারু
  • হুবানা
  • পুত্তনা কানাগল
  • বর্ণলীলে
  • হাসিভু
  • বিদিগে চন্দ্রমা ডনকু
  • কুপা
  • কুচু ভট্টা
  • জালা
  • গুণ্ডা
  • মুসুকু
  • কাভালু
  • মোহনমালে
  • অনুভব কুঞ্জ
  • নুরন্দু বাগিলু
  • তাগিনা মানে সিঠে
  • পূর্বপাড়া
  • হামসাগানা
  • থালিদাভারু
  • মনোমন্দির
  • বিচিত্র প্রেম
  • ওন্দে নিমিশা
  • পূর্ণামী
  • ভাবা বন্ধন

 

ইন্দিরার উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র[সম্পাদনা]

সিনেমা ভাষা ভিত্তি করা উপন্যাস
গেজ্জে পুজে কন্নড় গেজে পুজে
সদানন্দ কন্নড় সদানন্দ
ফানিয়াম্মা কন্নড় ফানিয়াম্মা
মুথু ওন্ডু মুথু কন্নড় হুবানা
জালা কন্নড় জালা
গিরিবালে কন্নড় গিরিবালে
মুসুকু কন্নড় মুসুকু
নুরন্দু বাগিলু কন্নড় নুরন্দু বাগিলু
কল্যাণ মণ্ডপম তেলুগু গেজ্জে পুজে
আহিস্তা আহিস্তা হিন্দি গেজ্জে পুজে
লাগা চুনারি মে দাগ হিন্দি গেজ্জে পুজে
থালিয়া সলঙ্গাইয়া তামিল গেজে পুজে
পূর্বপাড়া কন্নড় পূর্বপাড়া

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

এম কে ইন্দিরা ৭৭ বছর বয়সে মারা যান। তিনি সাংবাদিক টিএস রামচন্দ্র রাও-এর ছোট বোন, রামচন্দ্র চুবানার (কন্নড়: ಛೂಬಾಣ) টিএসআর নামে পরিচিত।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Susie J. Tharu, Ke Lalita (1991), p138
  2. Barbara Koenig Quart (1988) p251
  3. "Theatre personality Prema Karanth dead"The Hindu। Chennai, India। ২০০৭-১০-৩০। ২০০৭-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১১-২৭ 
  4. "Literary awards"Online Edition of The Deccan Herald, dated 2007-02-12। ২০১১-০৫-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১১-২৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]