এমাদউদ্দীন আহমদ
খান বাহাদুর এমাদউদ্দীন আহমদ | |
---|---|
জন্ম | ১৮৭৫ রাজারামপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ব্রিটিশ ভারত |
মৃত্যু | মে ৭, ১৯৩৬ |
পেশা | রাজনীতিক, আইনজীবী |
পরিচিতির কারণ | বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল সদস্য, ডেপুটি স্পিকার |
উল্লেখযোগ্য কর্ম | রাজশাহী জেলা বোর্ড ও পৌরসভার প্রথম মুসলমান চেয়ারম্যান |
খান বাহাদুর এমাদউদ্দীন আহমদ (১৮৭৫-১৯৩৬) বাংলাদেশের একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯২২ সালে তিনি খান বাহাদুর উপাধিতে ভূষিত হন। তিনি বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]এমাদউদ্দীন আহমদ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষা জীবন
[সম্পাদনা]এমাদউদ্দীন আহমদ রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে এনট্রান্স পাস করেন। তিনি এফ.এ পাস করেন রাজশাহী কলেজ থেকে।[২] রাজশাহী কলেজ থেকেই তিনি বি.এ ডিগ্রি লাভ করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এল ডিগ্রি লাভ করেন।[৩]
কর্ম জীবন
[সম্পাদনা]কর্ম জীবনের শুরুতে তিনি রাজশাহী জজকোর্টে আইন ব্যবসায় যোগদান করেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]- রাজশাহী মোহামেডান অ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সম্পাদক
- বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য
- রাজশাহী জেলা বোর্ডের প্রথম নির্বাচিত চেয়ারম্যান
- রাজশাহী পৌরসভার নির্বাচিত প্রথম মুসলমান বেসরকারি চেয়ারম্যান
- ১৯৩০ সালে আইনসভার সদস্য নির্বাচিত
- ডেপুটি স্পিকার এর পদ লাভ
অর্জন
[সম্পাদনা]তার নামানুসারে রাজশাহীর একটি রাস্তার নামকরণ করা হয় খান বাহাদুর এমাদউদ্দীন রোড। ১৯২২ সালে তাকে তার কর্মদক্ষতা এবং ব্যক্তিত্বের স্বীকৃতি স্বরূপ খানবাহাদুর উপাধিতে ভূষিত করা হয়।
মৃত্যু
[সম্পাদনা]১৯৩৬ সালের ৭ মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আহমদ, এমাদউদ্দীন"। বাংলাপিডিয়া। বাঙ্গিলা একাডেমী। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Brief History (Bengali)"। রাজশাহী কলেজ। Rajshahi College। ২৯ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "রাজশাহী কলেজ"। রাজশাহী জেলা। রাজশাহী জেলা প্রশাসন। ৭ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭।