বিষয়বস্তুতে চলুন

এডাটা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এডাটা টেকনোলজি কোম্পানি লিমিটেড
স্থানীয় নাম
威剛科技股份公司
শিল্পকম্পিউটার ডাটা স্টোরেজ
কম্পিউটার মেমোরি
প্রতিষ্ঠাকাল২০০১
প্রতিষ্ঠাতাসিমন চ্যান
সদরদপ্তর
পণ্যসমূহফ্লাশ মেমোরি কার্ড
ইউএসবি ফ্লাশ ড্রাইভ
এক্সটারনাল হার্ড ড্রাইভ
ডিআরএএম
সলিড স্টেট ড্রাইভ
মোবাইল সামগ্রী
DDR4 DRAM Module
শিল্প
এলইডি লাইটিং
পাওয়ার ব্যাংক
ওয়েবসাইটhttp://www.adata.com/
এডাটা এসএসডি (with mounting bracket)

এডাটা টেকনোলজি কোম্পানি লিমিটেড (ঐতিহ্যবাহী চাইনিজ ভাষা: 威剛科技股份公司) হচ্ছে তাইওয়ানের একটি মেমোরি এবং কম্পিউটার ডাটা স্টোরেজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, এটি প্রতিষ্ঠিত হয় মে ২০০১-এ এবং এর প্রতিষ্ঠাতা সিমন চ্যান (ঐতিহ্যবাহী চাইনিজ ভাষা: 陳立白)। এর প্রধান উৎপাদিত পণ্য হচ্ছে ডিআরএএম মডিউলস, ইউএসবি ড্রাইভ,ইউএসবি,হার্ড ড্রাইভ এবং মেমোরি কার্ড। বাজারের অন্যান্য ক্ষেত্রেও এর পদাপর্ন রয়েছে, যেমন: ডিজিটাল ফ্রেম,সলিড স্টেট ড্রাইভ এবং এক্সপ্রেক্স কার্ড। ২০০৭-এ এডাটা ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ডিআরএম উৎপাদনকারী এবং বাজারে এর শেয়ার ছিল ৭.৬%[] এবং বিশ্বের ৪র্থ বৃহত্তম ফ্লাশ পণ্য উৎপাদনকারী। ২০০৮-এর হিসেবে এডাটার আর্থিক মূলধন ছিলো $৫৫.৫৫ মিলিয়ন মার্কিন ডলার এবং বাজার মূলধন $৩০৫.১৬ মিলিয়ন ডলার।[তথ্যসূত্র প্রয়োজন] এটি ব্যাবসায় বিস্তৃত করেছে ইউরোপ এবং আমেরিকায়,যখন কিনা এটি এশিয়ায় স্যামসাংয়ের সঙ্গে তীব্র প্রতিযোগিতা করছে এবং মার্কেট শেয়ারের ৭.১% অংশ নিয়ে এটি হয়ে উঠেছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ডিআরএম মডিউলের সরবরাহকারী।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Thomas Kretschmann: iSuppli: Kingston ist die Nummer 1 [১][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (in German)
2. Technology Fast 500 Asia Pacific 2004 Winners Report
3. Top Taiwan Global Brands 2007 Winners announced

বহি:সংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:প্রবেশধার