একাই একশো
অবয়ব
একাই একশো | |
---|---|
পরিচালক | বাবু রায় |
প্রযোজক | বেঙ্গল ফিল্ম ২০০৪ |
চিত্রনাট্যকার | স্বপন সাহা |
শ্রেষ্ঠাংশে | প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সন্ধ্যা রায় |
সুরকার | বাপ্পী লাহিড়ী |
চিত্রগ্রাহক | সুপ্রিয় রায় |
সম্পাদক | স্বপন গুহ |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
একাই একশো হলো ২০০৬ সালের বাবু রায় পরিচালিত এবং বেঙ্গল ফিল্ম ২০০৪ প্রযোজিত একটি বাংলা চলচ্চিত্র। এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রচনা ব্যানার্জী। এই ছবির সঙ্গীত করেছেন বাপ্পী লাহিড়ী।
অভিনয়ে
[সম্পাদনা]- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রতন (অটো চালক)
- রচনা ব্যানার্জী, ঝিলিক রায় (প্রদীপের মেয়ে)
- সন্ধ্যা রায়, রতনের মা
- দীপঙ্কর দে, প্রদীপ রায় (একজন অসাধু এমএলএ)
- মৃণাল মুখোপাধ্যায়, সিরাজ চাচা (গ্যারেজের মালিক)
- পুষ্পিতা মুখোপাধ্যায়, রুমু (রতনের বোন)
- রাজেশ শর্মা, নচে চৌধুরী (স্থানীয় গুন্ডা)
- ভরত কউল, তপন (রতনের ভাই)
- রাজা চট্টোপাধ্যায়, স্বপন (রতনের ভাই)
- সুদীপ মুখোপাধ্যায়, ওসি, প্রদীপ রায়ের গোলাম
- তাথৈ দেব
- মৌসুমি সাহা, একটি পুরাতন অনাথ আশ্রমের শিক্ষক এবং তত্ত্বাবধায়ক।
তথ্যসূত্র
[সম্পাদনা]বাংলা চলচ্চিত্র বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |