একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে একটি রবীন্দ্রসঙ্গীত। এটি ১৩৪৬ বঙ্গাব্দের ৯ পৌষ (২৫ ডিসেম্বর ১৯৩৯) রচিত। এটির স্বরলিপিকার হলেন শৈলজারঞ্জন মজুমদার[১][২] রবীন্দ্রনাথ ঠাকুর জীবিতকালে তাঁর স্বরচিত যে গানগুলো গ্রামোফোনে রেকর্ড করেছিলেন সেগুলোর মধ্যে এটি অন্যতম।[৩]

"একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে"
রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক সঙ্গীত
ভাষাবাংলা
রচিত৯ পৌষ ১৩৪৬ বঙ্গাব্দ (২৫ ডিসেম্বর ১৯৩৯)
ধারারবীন্দ্রসঙ্গীত
গান লেখকরবীন্দ্রনাথ ঠাকুর

গানের কথা[সম্পাদনা]

একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে

                      রাজার দোহাই দিয়ে

                এ যুগে তারাই জন্ম নিয়েছে আজি,

                মন্দিরে তারা এসেছে ভক্ত সাজি–

                      ঘাতক সৈন্যে ডাকি

                      ‘মারো মারো’ ওঠে হাঁকি ।

                গর্জনে মিশে পূজামন্ত্রের স্বর–

                মানবপুত্র তীব্র ব্যথায় কহেন, হে ঈশ্বর !

                এ পানপাত্র নিদারুণ বিষে ভরা

                দূরে ফেলে দাও, দূরে ফেলে দাও ত্বরা ।।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Rabindranath Tagore - Songs - আনুষ্ঠানিক সংগীত - একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে (ekdin jara merechhilo tare giye)"www.tagoreweb.in। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪ 
  2. "Song ekdin jara merechhilo | Lyric and History"www.geetabitan.com। সংগ্রহের তারিখ ২০২২-০৯-০৪ 
  3. "রেকর্ডে কবিকণ্ঠ", রবীন্দ্ররচনাভিধান, ১৭শ খণ্ড, পৃ. ৩৭-৩৯