একটি রাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একটি রাত
পরিচালকচিত্ত বসু
প্রযোজকএইচ.এন.সি প্রোডাকশন
শ্রেষ্ঠাংশেউত্তম কুমার
সুচিত্রা সেন
অনুপ কুমার
ভানু বন্দ্যোপাধ্যায়
সুরকারঅনুপম ঘটক
মুক্তি১১ মে ১৯৫৬
দেশভারত
ভাষাবাংলা

একটি রাত হল একটি জনপ্রিয় হাসির বাংলা চলচ্চিত্র যা পরিচালনা করেন চিত্ত বসু[১] এবং হরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় প্রযোজনা করেন। বাঙালি উপন্যাসিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভীমপলশ্রী গল্প অবলম্বনে নির্মিত হয়েছিল। এই চলচ্চিত্রটি ১১ মে ১৯৫৬ সালে এইচ.এন.সি প্রোডাকশন ব্যানারে মুক্তি পেয়েছিল এবং সংগীত পরিচালনা করেছেন অনুপম ঘটক[২][৩] এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন সুচিত্রা সেন, উত্তম কুমার, অনুপ কুমার, ভানু বন্দ্যোপাধ্যায় এবং তুলসী চক্রবর্তী[১] নব্বইয়ের দশকে, একই কাহিনীর ভিত্তিতে একটি টেলিভিশন ধারাবাহিক মানুষ প্রকাশিত হয়েছিল।

কাহিনী সংক্ষেপ[সম্পাদনা]

এই ছবিতে দেখানো হয়েছে হঠাৎ করে একটা বিপদের রাতে স্বামী-স্ত্রী না হয়েও কীভাবে ব্যতিক্রমধর্মী সময়টা কাটিয়ে দেয়া যায় বা তার মধ্যে থেকে দর্শক কে ভিন্নধর্মী আনন্দ দান করা যায় তারই বহিঃপ্রকাশ।

এখানে উত্তমকুমারকে দেখা যায় একজন সৎ নিষ্ঠাবান ও আত্মপ্রত্যয়ী পুরুষ হিসাবে। সুচিত্রা সেন নিজেকে প্রকাশ করে অন্য রকম একজন বুদ্ধিমতী, দাম্ভিক, হাসি-খুশি এবং আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসেবে।

শ্রেষ্ঠাংশে[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mukhopadhyay, Suman (১৮ জানুয়ারি ২০১৪)। "Uttam-Suchitra & Us"The Telegraph। India। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৯ 
  2. "Ekti Raat"। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮ 
  3. Harris M. Lentz III। "Obituaries in the Performing Arts, 2014"। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]