উসমানীয় সাম্রাজ্যের সংসদ
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
সাধারণ পরিষদ মজলিস ই উমামি | |
---|---|
![]() | |
ধরন | |
ধরন | |
হাউস | সিনেট চেম্বার অব ডেপুটি |
ইতিহাস | |
শুরু | ২৩ নভেম্বর ১৮৭৬ ২৩ জুলাই ১৯০৮ |
বিলুপ্তি | ১৩ ফেব্রুয়ারি ১৮৭৮ ৫ এপ্রিল ১৯২০ |
উত্তরসূরী | গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি |
গঠন | |
সভাস্থল | |
দলমাবাচ প্রাসাদ, কনস্টান্টিনোপল |
উসমানীয় সাম্রাজ্যের সংসদ (তুর্কী: Meclis-i Umumî, Genel Parlamento) ছিল উসমানীয় সাম্রাজ্যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রথম প্রচেষ্টা।[১] এটি ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যা উচ্চকক্ষ (সিনেট, মজলিস ই আয়ান) ও নিম্নকক্ষ (চেম্বার অব ডেপুটি, মজলিস ই মেবুসান) নামক ভাগে বিভক্ত ছিল। ১৮৭৬ খ্রিষ্টাব্দে এটি প্রথমবার গঠিত হয় এবং ১৮৭৬ পর্যন্ত তা বহাল থাকে। এসময় দ্বিতীয় আবদুল হামিদ সংসদ বিলুপ্ত করেন। দ্বিতীয় সাংবিধানিক যুগে তা কিছু সংস্কারের মাধ্যমে পুনরায় যাত্রা শুরু করে এবং মিত্রপক্ষের ইস্তানবুল অধিকারের সময় ধরে ১৯২২ এ সাম্রাজ্য বিলুপ্ত হওয়া পর্যন্ত তা বজায় ছিল। এর উত্তরাধিকারী হিসেবে সাবেক উসমানীয় আইনসভার সদস্যদের গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলি গঠিত হয়।
আরও দেখুন[সম্পাদনা]
- উসমানীয় সাম্রাজ্যের সিনেট, উচ্চকক্ষ
- উসমানীয় সাম্রাজ্যের চেম্বার অব ডেপুটি, নিম্নকক্ষ
- উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস
- ১৮৭৬-এর উসমানীয় সংবিধান
- দ্বিতীয় সাংবিধানিক যুগ