উইকিপিডিয়া আলোচনা:সম্পাদনার সংখ্যা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
যেভাবে তালিকা হালনাগাদ করবেন
  1. https://quarry.wmcloud.org/query/28174 থেকে কোড আপনার অ্যাকাউন্ট দিয়ে ফর্ক করুন। এবার ফর্ক করা উপাত্ত চালান ও Download data থেকে Wikitable ক্লিক করুন কিংবা নতুন ট্যাবে তা খুলুন।
  2. পুরো উইকি টেবিলটি অনুলিপি করুন।
  3. সম্পাদনা সংরক্ষণ করুন।

আমার নাম পাচ্ছিনা[সম্পাদনা]

আমার জানা মতে আমি ২৫০ এর অধিক সম্পাদনা করেছি তবুও এখানে আমি নিজের নাম খুজে পাইনি ।

শিরোনাম[সম্পাদনা]

@সাজিদ রেজা করিম: শিরোনামটি "সম্পাদনার সংখ্যা অনুযায়ী উইকিপিডিয়ানদের তালিকা" করলে মনে ভাল হত। --কায়সার আহমাদ (আলাপ) ০৭:৪১, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে--সাজিদ রেজা করিম ০৭:৪৭, ৭ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকা হালনাগাদকাল[সম্পাদনা]

তালিকা হালনাগাদের সর্বশেষ সময় এবং তারিখ উল্লেখ থাকলে ভালো হতো বলে মনে হয়। ফের দৌস ০৬:০৬, ৫ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকার শুরুতে সময় ও তারিখ উল্লেখ করা আছে প্রথম থেকেই। ---- নাসির খান সৈকতআলাপ ০৫:২৭, ৮ আগস্ট ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকাটি হালনাগাদ করা হোক[সম্পাদনা]

"তালিকাটি উইকিপিডিয়ার সর্বোচ্চ সম্পাদনাকারীদের একটি সারাংশ মাত্র। তালিকায় প্রদত্ত তথ্যগুলো সবসময় সঠিক নাও হতে পারে এবং তালিকাটি কোনো সম্পাদকের মান যাচাই করতে ব্যবহার করা উচিত নয়। বিভিন্ন কারণে সর্বোচ্চ সম্পাদনাকারী সম্পাদক সেরা মানের সম্পাদককে নির্দেশ করে না।" তবু, যেহেতু একটা তালিকা প্রণীত হয়েছে, সেটি নিয়মিত আপডেট করাই উচিৎ। দেখতে পাচ্ছি, তালিকায় উল্লেখিত সংখ্যা অনেকক্ষেত্রেই "xtools" এর তথ্যের সাথে মেলেনা। সুতরাং তালিকাটি আপডেট করার অবেদন করছি। --ইমন রেজা (আলাপ) ০৭:৪৫, ২৭ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

হালনাগাদ[সম্পাদনা]

তালিকা হালনাগাদ করতে এটি থেকে অনুলিপি করে ছকে বসিয়ে দিলেই হবে। --আফতাব (আলাপ) ২৩:৪৬, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন তালিকা পেতে Fork বোতামে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে Fork করে Submit Query ক্লিক করতে হবে। --আফতাব (আলাপ) ২৩:৪৮, ১১ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

তালিকায় ভূল তথ্য।[সম্পাদনা]

আমার সম্পাদনা সংখ্যা অনুযায়ী এই তালিকায় সম্পদনা সংখ্যা কম দেখাচ্ছে। সাদি (আলাপ) ০৯:৫৫, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

এটা লাইভ পরিসংখ্যান নয়। সর্বশেষ ২৯ ফেব্রুয়ারি হালনাগাদ করা হয়েছে। তালিকাটি কাউকে না কাউকে ম্যানুয়ালি হালনাগাদ করতে হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৯, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

বটের সম্পাদনা[সম্পাদনা]

@Nokib Sarkar: নকিববট দ্বারা হালনাগাদের জন্য স্ক্রিপ্টে পরিবর্তন আনতে হবে। তালিকায় Mediawiki message delivery ও commons delinker এর সম্পাদনা যথাক্রমে ৩৩ ও ৪৪ নং এ রয়েছে, যেটা আগে ছিলো না। এই দুইটা বাদ দেন৷ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৭:৫৫, ২ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

রিয়াজ ভাই, আসলে এই দুটো বটের নামের মধ্যে 'বট' বা 'Bot' শব্দটি নেই। তাই টেকনিক্যালি একটু কঠিন। তবে ব্যাপার না। আমি দেখছি কী করা যায়। তবে স্ক্রিপ্টটি বন্ধ করছি না। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০২:২৫, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: হ্যা, আমি সেটাই ধারণা করেছিলাম। স্ক্রিপ্ট বন্ধ করার প্রয়োজন নেই তবে, user group = bot বাদ দেওয়ার মতো সিস্টেম করা যায় কিনা দেখতে পারেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৩৭, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আল রিয়াজ উদ্দীন, তাও লাভ নেই। Commons delinker এর বটাধিকার হরণ করা হয়েছে সম্ভবত। নকীব সরকার বলুন... ০৫:৪৮, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ওহ, তাহলে অন্য কোনো উপায় দেখুন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৫১, ৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Nokib Sarkar: এখানে ওয়ারাকা ভাইয়ের জন্য সংখ্যা ১,০৭,০৫৮ না এসে ১০৭,০৫৮ এসেছে। এটা সম্ভব হলে ঠিক করিও। -- আফতাবুজ্জামান (আলাপ) ২১:৫৮, ২৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
এখন KanikBot হালনাগাদ করছে, Mediawiki message delivery ও CommonsDelinker বাদ দিয়েছি। পুরোনো অনেক বটে বট অধিকার না থাকায় শুধু user group = bot কাজ করবে না। সব বটের নামে সহজ কোনো বিন্যাস না থাকায় রেজেক্স দিয়ে বট খোঁজাও নির্ভুল নয়। যেমন EmperorOfBotswana ও Orbot1 অ্যাকাউন্টদুটির মধ্যে একটি বট আরেকটি নয়। এই তালিকায় কোনো বট চলে আসলে জানাবেন, সেগুলো আলাদাভাবে বাদ দেয়া হবে। — AKanik 💬 ১০:৩৭, ২৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]