বিষয়বস্তুতে চলুন

উইকিপিডিয়া আলোচনা:ভূগোল ও ভূবিজ্ঞান পরিভাষা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: TawsifRabby কর্তৃক ৪ বছর পূর্বে "তত্ত্ব, বিদ্যা না বিজ্ঞান" অনুচ্ছেদে

এই পরিভাষার নিবন্ধটা শুরু করলাম। অনুবাদ করার সময় ভূগোল সংক্রান্ত term গুলো এখান থেকে দেখে নিন। কোনো শব্দ না থাকলে যোগ করুন। ধন্যবাদ। --Ragib ০২:৫৫, ৭ জুন ২০০৬ (ইউটিসি)উত্তর দিন

Ragib ভাই, ক্ষয়জাত পর্বত, স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত, গ্রস্ত উপত্যকা এদের ইংরেজী কি?

Cabtian mountains,mountain,trees,mountain,mountain,the mountain.


দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমি ভুগোলের msc মাগার কিছুই মনে নাই- .. এই আমগো পড়াশোনা --Mamun2a ০৫:১৮, ১১ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

স্তূপ পর্বত হল block mountain or horst, গ্রস্ত উপত্যকা হল graben --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৮:০৭, ১১ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

epoch = যুগ হিসেবে দেখে আসছি, এরা আবার টাইম স্কেল এর মধ্যে পড়ে। আমার মনে হয় ..cene গুলা যুগের অধীনে থাকাই ভাল --Mamun2a ০৯:৩২, ১১ ফেব্রুয়ারি ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

জীবাস্ম > জীবাশ্ম হবে ।

তত্ত্ব, বিদ্যা না বিজ্ঞান

[সম্পাদনা]

কয়েকটি পরিভাষা নিয়ে বেশ সমস্যায় আছি। অভিধানে দেখলাম petrology মানে শিলাতত্ত্ব। আবার sedimentology মানে পললবিজ্ঞান। climatology মানে জলবায়ুবিজ্ঞান। কখন বিজ্ঞান আর কখন তত্ত্ব ব্যবহার করবো? নাকি পেট্রোলজির বাংলাও শিলাবিজ্ঞান করবো। এখানে নিশ্চিত করুন:

  1. Climatology -
  2. Petrology -
  3. Sedimentology -

তত্ত্ব, বিদ্যা ও বিজ্ঞানের মধ্য মীমাংসা হওয়া দরকার। -- মুহাম্মদ ১৪:০২, ১১ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

আলোচ্য ক্ষেত্রে -তত্ত্ব/-বিদ্যা পুরনো, -বিজ্ঞান নতুন --- এটাই মূলত পার্থক্য। জিনিস একই। আগে যে বিষয়গুলিকে তত্ত্ব বলা হত, সেগুলো বর্তমান সবগুলিই বিজ্ঞানের এক একটি ক্ষেত্র হিসেবে পরিচিত। তবে ভাষা চলে তার নিজের গতিতে। তাই অনেক বিজ্ঞানের বেলায় আজও -তত্ত্ব দিয়ে লেখা হয়। সেটাতে দোষের কিছু নেই। শিলাতত্ত্ব = শিলাবিজ্ঞান, পললতত্ত্ব = পললবিজ্ঞান, জলবায়ুতত্ত্ব = জলবায়ুবিজ্ঞান। আমি ব্যক্তিগতভাবে -বিজ্ঞান ব্যবহারের আর -তত্ত্বগুলিকে redirect করে দেওয়ার পক্ষপাতী। তবে ঢালাওভাবে নয়। অনেক সময় -তত্ত্ব ও -বিজ্ঞান ভিন্ন ভিন্ন জিনিস নির্দেশ করে, যেমন ধ্বনিবিজ্ঞানধ্বনিতত্ত্ব। তাই case by case basis-এ চলাই ভাল। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:১৪, ১৩ সেপ্টেম্বর ২০০৭ (ইউটিসি)উত্তর দিন

1,2,3 TawsifRabby (আলাপ) ২১:০৯, ২০ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

নতুন সংযোজন

[সম্পাদনা]

বেশ কিছু শব্দ যোগ করলাম। কারো কোনো শব্দার্থ জানার থাকলে এখানে বলতে পারেন; আমি চেষ্টা করবো উত্তর দেবার। - Ashiq Shawon (আলাপ) ০৫:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১২ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া বাংলা

[সম্পাদনা]

এটি একটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ যেখানে ব্যাবহারকারীরা নিজেরাই এটি গঠন করতে সুযোগ পাচ্ছে। আধুনিক পৃথিবীতে কাগজে মুদ্রিত পাঠ্য বই সমূহের এই ক্রান্তিলগ্নে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী এবং ভাষার নানা বিধ আন্ঞ্চলিক শব্দ গুলো যদি সংরক্ষণ করা না যায় তবে গনগ্রন্থাগার গুলোর মত এগুলো ও অপ্রচলিত হয়ে ইতিহাস থেকে হারিয়ে যাবে। যেটা আমাদের কাম্য নয়। তাই ধন্যবাদ জ্ঞাপন করছি সংশ্লিষ্ট সবাইকে যারা এই উদ্যোগ এর পথপ্রদর্শক। Md Ahsan Habib Shobuj (আলাপ) ১১:৩৬, ১৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় @Md Ahsan Habib Shobuj:, বিশ্বকোষ গঠনের এ বিশাল কর্মযজ্ঞে আপনাকেও আমন্ত্রণ। বাংলা ভাষায় জ্ঞানকে সমৃদ্ধ করতে আপনিও অবদান রাখতে পারেন। শুভ কামনা। —ইয়াহিয়াবলুন...১২:০১, ১৫ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

volcanic arc এর বাংলা

[সম্পাদনা]

babuyan islands এর geology অংশে volcanic arc এর বাংলা কী হবে?Bengalipotatoeater (আলাপ) ০৭:১০, ১৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

township এর বাংলা

[সম্পাদনা]

township এর সঠিক বাংলা কী হবে? Firuz Ahmmed (আলাপ)