উইকিপিডিয়া:উইকিপ্রকল্প সিলেট
কিতা 'খবর, বালানি? | |
উইকিপ্রকল্প সিলেটের লক্ষ্য হচ্ছে সিলেটের মতো ঐতিহ্যবাহী স্থান সংশ্লিষ্ট নিবন্ধসমূহ সৃষ্টি ও সেগুলোতে পূর্ণতা দান। আপনি যে-ই হোন না কেন, আপনাকে সিলেটিই হতে হবে না, চাইলেই যেকোনো নিবন্ধে অবদান রাখতে পারেন। এই প্রকল্পে যাঁরা অবদান রাখতে আগ্রহী তাঁদেরকে নিজেদের নাম অংশগ্রহণকারী পাতায় যোগ করতে উৎসাহ দেয়া হচ্ছে। ভুলে গেলে চলবে না, সিলেটি ভাষা বিশ্বের ১০০টি শীর্ষ কথ্য ভাষার একটি যে ভাষায় ১কোটি ১৮ লাখ লোক কথা বলে। |
নিয়ম # ১: |
প্রয়োজনীয় তথ্য ও উপকরণাদি |
---|
সিলেট বিভাগের জেলা ও উপজেলাসমূহ |
সিলেটি ভাষা ও নাগরী লিপি |
উইকিপিডিয়ায় সিলেট সংশ্লিষ্ট নিবন্ধসমূহ |
উইকিমিডিয়াতে সিলেট সংক্রান্ত মিডিয়াসমূহ |
উইকিপ্রকল্প সিলেট টেমপ্লেট
[সম্পাদনা]উইকিপ্রকল্প সিলেট টেমপ্লেট {{উইকিপ্রকল্প বাংলাদেশ}} । {{উইকিপ্রকল্প বাংলাদেশ|ভূগোল=yes|সিলেট=yes}} এটি নিবব্ধের আলাপ পাতায় যুক্ত করুন।
উইকিপ্রকল্প বাংলাদেশ | ||||||||||||||
|
প্রয়োজনীয় নিবন্ধসমূহ
জনগণ
[সম্পাদনা]গোত্র
[সম্পাদনা]আদিবাসী
[সম্পাদনা]মণিপুরী, খাসিয়া, কুকি (উপজাতি)।
ইতিহাস ও ঐতিহ্য
[সম্পাদনা]প্রাচীন জনপদ
[সম্পাদনা]সমতট, পান্ডুয়া, লাউড় রাজ্য, জৈন্তিয়া, তরফ রাজ্য
মুক্তিযুদ্ধ
[সম্পাদনা]গণকবর
[সম্পাদনা]আদিত্যপুর গণহত্যা, কৃষ্ণপুর গণহত্যা, গালিমপুর গণহত্যা, ডলুরা গণকবর, নড়িয়া গণহত্যা, বুরুঙ্গা গণহত্যা, মাকালকান্দি গণহত্যা, সিলেটের যুদ্ধ, ২০০৪ শাহজালাল বোমা আক্রমণ ।
প্রাকৃতিক স্থান
[সম্পাদনা]জলপ্রপাত
[সম্পাদনা]মাধবকুণ্ড জলপ্রপাত, হাম হাম জলপ্রপাত, পরীকুন্ড ঝর্ণা।
হাওর, বিল, হ্রদ
[সম্পাদনা]হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, বাইক্কা বিল, মাধবপুর হ্রদ, হাইল হাওর।
নদী
[সম্পাদনা]পাবিজুড়ি নদী,
বড় গাং নদী,
পোড়া নদী,
লুভা নদী,
সারি গোয়াইন নদী
, সুনাই নদী,
লংলা নদী,
লাইন নদী,
কুশিয়ারা নদী,
মনু নদী,
বিজনা নদী,
যাদুকাটা নদী,
বাউলাই নদী,
মরা সুরমা নদী,
মহাসিং নদী,
সোমেশ্বরী নদী,
লাউরানজানি নদী,
পাটনাই নদী,
বটরখাল নদী,
পিয়াইন নদী,
পুরনো সুরমা নদী,
ভাবনা নদী,
বেতৈর নদী,
কাপনা নদী,
কামারখাল নদী,
কামারখালী নদী,
কালদাহার-কানিয়াকুল নদী,
কালনী নদী,
বরাক নদীর তিন মোহনা,
করিস নদী,
পিয়াইন নদী,
উমিয়াম নদী,
উপদাখালী নদী,
ইসদার নদী,
আমরি নদী,
আবুয়া নদী,
কোরাঙ্গী নদী,
খাজাচিং নদী,
খাসিমারা নদী,
খেপা নদী,
খোয়াই নদী,
গুমাই নদী,
ঘানুরা নদী,
চামতি নদী,
চেলা নদী,
জাফলং নদী
জালিয়া ছড়া নদী,
জালুখালি নদী,
জুরী নদী,
ডাউকা নদী,
ধলা নদী,
দোলতা নদী,
ধনু নদী,
ধলাই নদী,
নকলা-সুন্দ্রাকাশি নদী,
নলজুর নদী,
নয়াগাং নদী,
নয়া গাং নদী,
বিবিয়ানা নদী,
সুতাং নদী,
।
পাহাড়
[সম্পাদনা]জাতীয় উদ্যান ও ইকো-পার্ক
[সম্পাদনা]মাধবকুণ্ড ইকোপার্ক, সাতছড়ি জাতীয় উদ্যান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, খাদিমনগর জাতীয় উদ্যান।
জলাবন (সোয়াম্প ফরেস্ট)
[সম্পাদনা]অন্যান্য
[সম্পাদনা]জাফলং, গোলাপগঞ্জ বোটানিক্যাল গার্ডেন, ভোলাগঞ্জ, লালাখাল, পাংতুমাই, লোভাছড়া, পর্যটন মোটেল, জাকারিয়া সিটি, ড্রিমল্যান্ড পার্ক, ওসমানী শিশু পার্ক, মনিপুরী রাজবাড়ি, মনিপুরী মিউজিয়াম, জিতু মিয়ার বাড়ী।
শাক-সব্জি
[সম্পাদনা]ফল
[সম্পাদনা]সাতকরা, ডেফল, তিতকরা, শরিফা, সফেদা।
পশু-পাখি
[সম্পাদনা]পাখি
[সম্পাদনা]ব্যক্তিত্ব
[সম্পাদনা]আওলিয়া ও দরবেশ
[সম্পাদনা]শাহ জালাল [রহ.], শাহপরাণ [রহ.], শাহ আরেফিন (রঃ), গাজী বুরহান উদ্দীন [রহ.]। সৈয়দ নাসির উদ্দীন শাহ মখদুম, শাহজালালের সফরসঙ্গী, আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী, আছিম শাহ , আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী
ইতিহাসবেত্তা
[সম্পাদনা]অচ্যুতচরণ চৌধুরী তত্ত্বনিধি, সৈয়দ মুর্তাজা আলী, সৈয়দ মোস্তফা কামাল, আসাদ্দর আলী, ।
বিজ্ঞানী ও গবেষক
[সম্পাদনা]মোহাম্মদ আতাউল করিম, সিতেশ রঞ্জন দেব, ছদরুদ্দিন আহমেদ চৌধুরী(পদার্থবিদ)।
আইনবিদ
[সম্পাদনা]প্রকৃতিবিদ
[সম্পাদনা]লেখক
[সম্পাদনা]সৈয়দ মুজতবা আলী, মোহাম্মদ মজলুম খান, সতিকান্থ গুহ, জিয়া হায়দার রহমান, সালাহ উদ্দিন শোয়েব চৌধুরী।
খেলোয়াড়/ক্রিড়াবিদ
[সম্পাদনা]রাণী হামিদ, হাসিবুল হোসেন শান্ত, রাজিন সালেহ, তাপস বৈশ্য, অলোক কাপালি, আবুল হাসান, কায়সার হামিদ, আলফাজ আহমদ, * শফিউল আলম চৌধুরী নাদেল - (ক্রীড়াসংগঠক, পরিচালক বিসিবি), জুম্মন লুসাই (হকি খেলোয়াড়), আলি জ়াক।
রাজনীতিবিদ ও আন্দোলনকর্মী
[সম্পাদনা]আব্দুস সামাদ আজাদ, সাইফুর রহমান, শাহ এ এম এস কিবরিয়া, আবুল মাল আব্দুল মুহিত, নুরুল ইসলাম নাহিদ, সুরঞ্জিত সেন গুপ্ত, মাহবুব আলী খান, লীলা নাগ, সুহাসিনী দাস, হুমায়ুন রশীদ চৌধুরী, সুলতান মোঃ মনসুর আহমদ, আতাউর রহমান আতা (ব্রিটেনের লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর), জালাল উদ্দিন রাজন (ব্রিটেনের লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর), এনামুল হক মোস্তফা শহীদ, মোখলেসুর রহমান চৌধুরী, মাহমুদ আলী।
অভিনয়শিল্পী
[সম্পাদনা]সালমান শাহ, ইনাম আহমেদ, রেজওয়ান হুসেইন, ।
সংগীতশিল্পী ও সঙ্গীতজ্ঞ
[সম্পাদনা]বিজিত লাল দাস, হিমাংসু বিশ্বাস, সুবীর নন্দী, সেলিম চৌধুরী, শুভ্র দেব, ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, ক্বারী আমীর উদ্দিন আহমেদ।
মরমী সাধক
[সম্পাদনা]হাসন রাজা, শাহ আবদুল করিম, দুর্বিন শাহ, রাধা রমন দত্ত, শেখ ভানু, কামাল উদ্দিন, শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া, সৈয়দ সুলতান, রামকানাই দাশ, ক্বারী আমীর উদ্দিন আহমেদ
শিক্ষাবিদ
[সম্পাদনা]নাইয়ার সুলতানা - ঢাকা কলেজের প্রথম মহিলা প্রিন্সিপাল (১৯৯৬-৯৮), মুবশ্বির আলী - রাষ্ট্রপতি পদকধারি, ১৯৬৯, মোহাম্মদ আবদুর রব (শিক্ষাবিদ), ইকবাল মাহমুদ।
মুক্তিযোদ্ধা
[সম্পাদনা]আতাউল গণি ওসমানী, মোহাম্মদ আবদুর রব, সফিক উদ্দিন আহমদ (বড়লেখা) (বীর প্রতীক), নুরুল হক (ক্যাপ্টেন), চিত্ত রঞ্জন দত্ত ।
ব্যবসায়ী এবং সমাজসেবক
[সম্পাদনা]রামকুমার রায় পুরকায়স্থ, রাগীব আলী, ফয়ছল হোসেন চৌধূরী, মামুন রশিদ চৌধুরী, বজলুর রশিদ, সৈয়দ আহমেদ,
অন্যান্য
[সম্পাদনা]ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আব্দুর রব (সাবেক বিজিবি মহাপরিচালক), এ. এন. এম. হামিদুল্লাহ, আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, হাসান শাহরিয়ার, আবুলকালাম আব্দুল মোমেন (অর্থনীতিবিদ এবং কূটনীতিবিদ), আল্লামা শেখ মোহাম্মদ আব্দুল করিম সিরাজনগরী, ডা. মোহাম্মদ আলী প্রতিষ্ঠাতাঃ বাংলাদেশ লিভার ফাউন্ডেশন
ভাষা ও সাহিত্য
[সম্পাদনা]ভাষা ও লিপি
[সম্পাদনা]সাহিত্য
[সম্পাদনা]চন্দরাজা, তিলাইরাজা, কালুদুলাই, মনিবিবি, রংগমালা, চুরতজান বিবি (১৯৬৬ সালে লাছুমিয়ার কাছ থেকে সংগ্রহ), আলিফজান সুন্দরী (১৯৬৫ সালে আব্দুল মালিকের কাছ থেকে সংগ্রহ), দেওয়ানা মদিনা, আলাল দুলাল , আধুয়া সুন্দরী চুরত জামাল, দেওয়ান কটুমিয়া, ধনাই সাধু (সংগ্রাহক আশরাফ হোসেন), পলোক জালুয়া (সংগ্রাহক আশরাফ হোসেন), মধু মালা (সংগ্রাহক আশরাফ হোসেন)
সাহিত্যিক
[সম্পাদনা]রাধারমণ দত্ত,
মুনশি আশরাফ হোসেন
মোহনী মোহন দাস,
অচ্যুতচরণ চৌধুরী,
শাহ আবদুল করিম,
দেওয়ান মুহাম্মদ আজরফ,
চৌধুরী গোলাম আকবর,
মুহাম্মদ আসাদ্দর আলী,
দিলওয়ার,
সৈয়দ মুজতবা আলী,
সৈয়দ মুর্তাজা আলী ,
শাহেদ আলী,
সৈয়দ মঞ্জুরুল ইসলাম,
মোহাম্মদ সাদিক,
ভীষ্মদেব চৌধুরী,
ঝর্না দাশ পুরকায়স্থ,
মঞ্জুশ্রী চৌধুরী,
শাহ মোহাম্মদ ইসকন্দর মিয়া,
সৈয়দ সুলতান,
কামাল উদ্দিন,
সুখময় চৌধুরী,
শেখ ভানু,
শিতালং শাহ,
সৈয়দ শাহনুর,
ব্রজেন্দ্র নারায়ণ চৌধুরী,
সৈয়দা শাহার বানু,
দুর্বিন শাহ
ক্বারী আমীর উদ্দিন আহমেদ ।
স্থান
[সম্পাদনা]শিল্প
[সম্পাদনা]ভারি শিল্প
[সম্পাদনা]কুটির শিল্প
[সম্পাদনা]শক্তি ও জ্বালানী
[সম্পাদনা]হরিপুর গ্যাসক্ষেত্র,কৈলাশটিলা গ্যাসফিল্ড, ছাতক গ্যাসক্ষেত্র, বিয়ানীবাজার গ্যাসক্ষেত্র, হবিগঞ্জ গ্যাসক্ষেত্র, ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্র, মৌলভীবাজার গ্যাসক্ষেত্র।
স্থাপনা
[সম্পাদনা]আলী আমজদের ঘড়ি,
ক্বীন ব্রীজ,
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর,
শাহী ঈদগাহ (সিলেট),
শাহ পরাণের মাজার,
শ্রী চৈতন্য মন্দির, ঢাকা দক্ষিণ,
সিলেটের রোম্যান ক্যাথোলিক বিশপের এলাকা,
ইরাবতী পান্থশালা,
উচাইল মসজিদ,
ওসমানী জাদুঘর,
গায়েবী দিঘি মসজিদ,
জয়েন্তশ্বরী বাড়ি,
জিতু মিয়ার বাড়ী,
তিন মন্দির,
পাইল গাও এর জমিদার,
বিথাঙ্গল বড় আখড়া,
মেগালিথ সমাধি সৌধ,
শংকরপাশা শাহী মসজিদ,
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার,
সিলেট রেলওয়ে স্টেশন,
সিলেট জেলা স্টেডিয়াম,
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম,
হাওলি জমিদার বাড়ি,
গাজী বুরহান উদ্দীনের মাজার
গৌরারং জমিদার বাড়ি
সুখাইড় জমিদার বাড়ী
প্রতিষ্ঠান ও সংগঠন
[সম্পাদনা]সরকারি প্রতিষ্ঠান
[সম্পাদনা]শিক্ষা প্রতিষ্ঠান
[সম্পাদনা]সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ,
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ,
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়,
মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট,
এমসি কলেজ,
রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ,
লিডিং ইউনিভার্সিটি,
নর্থ ইষ্ট ইউনিভার্সিটি, সিলেট,
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
মদনমোহন কলেজ
বাণিজ্যিক প্রতিষ্ঠান
[সম্পাদনা]পূবালী ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড।
সেবামূলক প্রতিষ্ঠান
[সম্পাদনা]সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, সিলেট মহিলা মেডিকেল কলেজ।
সংগঠন
[সম্পাদনা]সংস্কৃতি
[সম্পাদনা]উৎসব
[সম্পাদনা]ভোলা সংক্রান্তি/ভোলাভুলি, রথযাত্রা।
প্রথা
[সম্পাদনা]রন্ধনশৈলী
[সম্পাদনা]আখনী পোলাও, আলুর চপ, চুঙ্গাপুড়া পিঠা, টেঙ্গা/খাট্টা (বড়ই টেঙ্গা, টমেটোর টেঙ্গা, হাতকড়ার টেঙ্গা), বাইঙ্গন ভর্তা (বেগুন ভর্তা) , মাছ ভর্তা, মাংসর হাতকড়া, হুটকি শিরা (মুকির হুটকি শিরা)
তালিকাভুক্ত অবদানকারী
[সম্পাদনা]উইকিপ্রকল্প সিলেট-এ কাজ করতে আগ্রহী উইকিপিডিয়ানগণ নিচে * {{ব্যবহারকারী ৪|উইকিপিডিয়া ব্যবহারকারী নাম}}
কোডটি কপি করে আপনার উইকিপিডিয়া ব্যবহারকারী নামটি যুক্ত করুন। এটা বাধ্যতামূলক নয় যে, আপনাকে সিলেটিই হতে হবে।
- Mayeenul Islam (আলাপ · অবদান · ইমেইল) — স্বেচ্ছাসেবক, আহ্বায়ক ও সমন্বয়কারী
- Ashiq Shawon (আলাপ · অবদান · ইমেইল) — স্বেচ্ছাসেবক
- বলরাম (আলাপ · অবদান · ইমেইল) — স্বেচ্ছাসেবক
- Ashrafcu (আলাপ · অবদান · ইমেইল) — স্বেচ্ছাসেবক
- Tahmidazuwad (আলাপ · অবদান · ইমেইল) — কন্ট্রিবিউটর
- দীপংকর চক্রবর্ত্তী (আলাপ · অবদান · ইমেইল)— স্বেচ্ছাসেবক
- এম আবু সাঈদ (আলাপ · অবদান · ইমেইল)— স্বেচ্ছাসেবক
- Sajibur (আলাপ · অবদান · ইমেইল)— স্বেচ্ছাসেবক
- Mdyusufmiah (আলাপ · অবদান · ইমেইল)— স্বেচ্ছাসেবক
- Foysol3195 (আলাপ · অবদান · ইমেইল)— স্বেচ্ছাসেবক
- M.NABIL (আলাপ · অবদান · ইমেইল)— স্বেচ্ছাসেবক
- নবাব (আলাপ · অবদান · ইমেইল)— সেচ্ছাসেবক
- Finkai1 (আলাপ · অবদান · ইমেইল); কোন কিছু না সামান্য অবদান করি
- Finkai1 (আলাপ · অবদান · ইমেইল)
- Meghmollar2017 (আলাপ · অবদান · ইমেইল)
- মো. তামিম আহমদ (আলাপ · অবদান · ইমেইল); সিলেট বিভাগের ব্যক্তিবর্গদের নিয়ে উইকিপিডিয়াতে কাজ করছি
- Abazizfahad (আলাপ · অবদান · ইমেইল)
- ꠢꠣꠍꠘ ꠞꠣꠎꠣ (আলাপ · অবদান · ইমেইল)— সেচ্ছাসেবক