বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Jawata Afnan Roza

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: ARI কর্তৃক ১ মাস আগে "বক্তৃতা ব্যাধি" অনুচ্ছেদে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

আপনার নিবন্ধ জাপান অধ্যয়নের জন্য আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


তথ্য আইকন স্বাগতম এবং উইকিপিডিয়ায় জাপান অধ্যয়নের জন্য আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র নিবন্ধটি যোগ করে অবদান রাখার জন্য ধন্যবাদ। লক্ষ্য করুন, যদিও আপনি বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করছেন, তবে আপনার নিবন্ধটি বাংলায় লিখিত নয়। আমরা আপনাকে এই নিবন্ধটি বাংলায় অনুবাদ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটি আপাতত অনুবাদ করা প্রয়োজন এইরূপ তালিকায় অন্তর্ভুক্ত আছে, কিন্তু যদি নিবন্ধটি দুই সপ্তাহের মধ্যে অনুবাদ করা না হয়, তবে এটি অপসারণের জন্যও বিবেচিত হতে পারে। ধন্যবাদ। মো. জনি হোসেন (আলাপ) ০৮:১৯, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ধন্যবাদ। Jawata Afnan Roza (আলাপ) ১২:২৮, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

পক্ষীবিদ্যার জন্য ইয়ামাশিনা ইনস্টিটিউট --> ইয়ামাশিনা পক্ষিবিজ্ঞান ইনস্টিটিউট এর স্থানান্তর বিজ্ঞপ্তি

[সম্পাদনা]

পক্ষীবিদ্যার জন্য ইয়ামাশিনা ইনস্টিটিউট পাতাটি তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু বাংলা প্রমিত বানানরীতি অনুযায়ী পক্ষিবিদ্যা/পক্ষিবিজ্ঞান হবে সঠিক বানান। উইকিপিডিয়ায় পক্ষিবিজ্ঞানই ব্যবহৃত হয়। আমি নিবন্ধটি শিরোনামের নীতিমালা অনুযায়ী ইয়ামাশিনা পক্ষিবিজ্ঞান ইনস্টিটিউট শিরোনামে স্থানান্তর করে দিয়েছি। অনুগ্রহ করে পরবর্তী সকল সম্পাদনা নতুন নতুন নামেই করার অনুরোধ করছি। -Aishik Rehman (আলাপ) ০৭:৩১, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত। আমি এই নিবন্ধটি আর সম্পাদনা করব না। আলোচনা ছাড়া কোনো নিবন্ধ সরানোকে আমি সমর্থন করি না। Jawata Afnan Roza (আলাপ) ০৭:৩৪, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Jawata Afnan Roza নাম পরিবর্তন হলে আপনার কোনো সম্পাদনাই হারিয়ে যায় না। নিবন্ধটি এখনও আপনার নামেই রয়েছে, তাই এতে হতাশ হবার কিছু নেই। নতুন নিবন্ধের শিরোনাম ভুল হলে সংশোধনের জন্য তেমন আলোচনা করা হয় না, সারাংশে উল্লেখ করলেই হয়। যাইহোক, নতুন শিরোনামে কাজ করতে কোনো বাধা নেই।-- Aishik Rehman (আলাপ) ০৭:৩৮, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি শুধু একটি অংশের কথা বলেছেন; কিন্তু পুরো নামটিই আপনি বদলেছেন। পক্ষীবিদ্যা বানানটিও সঠিক - ডিকশনারি দেখে নেবেন। যাই হোক, আমি এই নিবন্ধটি আর সম্পাদনা করতে আগ্রহ বোধ করছি না। Jawata Afnan Roza (আলাপ) ০৮:০৪, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Jawata Afnan Roza আপনি কাজ না করলে সেটা একান্তই আপনার ইচ্ছে, এ ব্যাপারে আমার কিছু করার থাকে না। কিন্তু এরকম ছোটো বিষয়ে আহত হবেন না, তাহলে উইকিযাত্রা বেশ বন্ধুর হবে। পক্ষীবিদ্যা সঠিক বা বেঠিক তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমরা পক্ষিবিজ্ঞান ব্যবহার করি। এর পেছনের কারণটা হলো -
  • বাংলা একাডেমির English-Bengali Dictionaryর জুন ২০১৫ সংস্করণের পৃষ্ঠা ৪৯৬-এ বলছে পক্ষিবিজ্ঞান
  • বাংলাদেশ সরকারের অভিগম্য অভিধান বলছে পক্ষিবিজ্ঞান
  • বাংলা উইকির বিষয়শ্রেণী, নিবন্ধসহ অসংখ্যা পাতার শিরোনামে পক্ষীবিজ্ঞান/পক্ষিবিজ্ঞান
  • আনন্দবাজার, যুগান্তর, দেশ রূপান্তর, সময় টিভিডয়েচ ভেলেতে পক্ষীবিজ্ঞান/পক্ষিবিজ্ঞান
  • আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী বইয়ে পক্ষিবিজ্ঞান তবে সত্যচরণ লাহা তার পাখীর কথায় পক্ষিতত্ত্ব ব্যবহার করেছেন!
  • সংসদ বাংলা অভিধান বলছে পক্ষিবিদ্যা
  • ইংলিশ-বাংলা.কম বাংলা একাডেমির বরাত দিয়ে বলছে পক্ষিবিজ্ঞান, পক্ষিতত্ত্ব
  • অভিধান.অর্গ বলছে পক্ষিবিজ্ঞান
  • glosbe.com বলছে পক্ষীবিজ্ঞান
  • bdword.com বলছে পক্ষীবিজ্ঞান
  • শব্দকোষ.কম বলছে পক্ষিতত্ব, পক্ষিবিদ্যা, পক্ষিবিজ্ঞান
  • uptoword.com বলছে পক্ষীবিদ্যা
তাই অনুরোধ থাকবে, ক্ষুদ্র বিষয়কে বড় না করে দেখার জন্য। আরেকটি কথা হলো আমরা শিরোনামে "জন্য" যথাসম্ভব ব্যবহার করি। কারণ শিরোনামে এসব আসলে খুব একটা অর্থ দেয় না। আমাদের বাংলাদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দেখলেই তা ধরতে পারবেন আশা করি। -Aishik Rehman (আলাপ) ০৮:১৫, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
কেউ যদি নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজে এসে ঝামেলা করে তাহলে তার অবশ্যই সমস্যা হবে - এটি আমি বুঝি। পক্ষী বানান আপনার সূত্রগুলিতেই সঠিক দেখাচ্ছে। বিদ্যা বানানও সঠিক। পুরো বানানটাও সঠিক দেখাচ্ছে নেটে। যাই হোক, আমি এই বিষয়ে আর কথা বলতে আগ্রহী নই। আমাকে আর বিরক্ত করবেন না। Jawata Afnan Roza (আলাপ) ০৮:২৭, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা দ্বন্দ্ব ঘটলে পরামর্শ

[সম্পাদনা]

মাঝে মাঝে আমারও একই ঘটে যে, আমি কাজ করছি ও এর মাঝে অন্য কেউ সম্পাদনা করল, আমি সম্পাদনা প্রকাশ করতে গেলাম, তখন সম্পাদনা প্রকাশ না হয়ে সম্পাদনা দ্বন্দ্ব দেখায় ও সম্পাদনা প্রকাশ হয় না। আপনারও সম্ভবত এটি হয়েছে। ভবিষ্যতে যদি সম্পাদনা দ্বন্দ্ব ঘটে, তবে তখন ঐ পৃষ্ঠাটি পুনঃলোড করবেন না, বন্ধ করবেন না। আপনি যে লেখা প্রকাশ করতে যাচ্ছিলেন, তা ঐ পাতার একদম শেষে একটি বাক্সে খুঁজে পাবেন (ওখানে তখন দুটি বাক্স থাকে, প্রথম বাক্সে আপনার আগের জনের সম্পাদিত লেখা ও দ্বিতীয় বাক্সে আপনি যে লেখা প্রকাশ করতে যাচ্ছিলেন সেই লেখা)। ঐ দ্বিতীয় বাক্সের লেখাগুলি কপি করে নিন। তারপর পৃষ্ঠা পুনঃলোড করে, সম্পাদনা ক্লিক করে, ঐ লেখা প্রকাশ করে নিন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৫, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। Jawata Afnan Roza (আলাপ) ২০:৩২, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

[সম্পাদনা]

প্রিয় Jawata Afnan Roza,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনি এখনও ফর্মটিতে আপনার তথ্য প্রদান করেননি। অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব ফরমটি পূরণ করে আমাদেরকে সনদ প্রদানে সহযোগিতা করুন। -- Aishik Rehman (আলাপ) ১৮:২৬, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
জ্বি আচ্ছা, দিলাম। - Jawata Afnan Roza (আলাপ) ১৯:০৮, ১৮ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় Jawata Afnan Roza,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। আমি অংশ নেবো। Jawata Afnan Roza (আলাপ) ২০:৩৩, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Wikipedia Asian Month 2023 Barnstar

[সম্পাদনা]

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

[সম্পাদনা]
বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪" এডিটাথনে অংশ নিন!

[সম্পাদনা]
বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৪ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪
১২:৫০, ৪ নভেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় Jawata Afnan Roza,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ০৭:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বৃহত্তর পোল্যান্ডের ডাচি

[সম্পাদনা]

নিবন্ধটি মোটামুটি পর্যালোচনা করে আমি দেখেছি প্রচুর স্থানে সংশোধন করতে হবে। বিশেষত শাসকদের নামের দিকে বেশি মনযোগ দিতে হবে। পাশাপাশি কিছু ক্ষেত্রে বাক্যগঠনেও পরিবর্তন আনা জরুরি। আপনি সংশোধন করে আমার আলাপ পাতায় (কিংবা এই থ্রেডে আমাকে মেনশন করে) জানালে আমি আবার পর্যালোচনা করে সব ঠিকঠাক পেলে গ্রহণ করে নেবো। মেহেদী আবেদীন ১৭:২৭, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin
আমার চখে যা যা ভুল লেগেছে সংশোধন করেছি। Jawata Afnan Roza (আলাপ) ১৮:৩১, ৬ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

পরিশ্রুতন

[সম্পাদনা]

পরিশ্রুতন নিবন্ধের "উদাহরণসমূহ" অনুচ্ছেদে File: Small stationary Bauer HP compressor installation DSC09403.JPG চিত্রের আগে থাকা কয়েকটি অংশ অনুবাদ করা হয়নি বা দেখা যাচ্ছেনা। অংশগুলো ইংরেজি পাতা থেকে অনুবাদ করে যুক্ত করে আমাকে মেনশন করলে পর্যালোচনা শুরু করবো। মেহেদী আবেদীন ১৮:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@Mehedi Abedin ঠিক আছে ভাইয়া করে দিয়েছি। Jawata Afnan Roza (আলাপ) ০৮:৩৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

একুশে নিবন্ধ প্রতিযোগিতা

[সম্পাদনা]

@Jawata Afnan Roza, আপনাকে অভিনন্দন। আপনার জমা দেওয়া বব উডওয়ার্ড নিবন্ধটি গৃহীত হয়েছে। আপনার আরো বেশ কয়েকটি নিবন্ধ গৃহীত হয়েছে সম্ভবত। নিবন্ধের বাক্যগুলোর মধ্যে অনেক সময় অপ্রয়োজনীয় কমা ব্যবহার চলে এসেছে। এইদিকে একটু লক্ষ্য রাখবেন। ধন্যবাদ। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাইয়া।
ঠিক আছে কমার বিষয়টা মাথায় রাখবো এখন থেকে। Jawata Afnan Roza (আলাপ) ০৯:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ক্রিয়ার নীতি

[সম্পাদনা]

@Jawata Afnan Roza একুশে নিবন্ধ প্রতিযোগিতার ক্রিয়ার নীতি নিবন্ধে বেশ সমস্যা দেখতে পাচ্ছি। যাইহোক, আমি সেগুলো পরিবর্তন করে দিয়েছি, এবং নিবন্ধটি গ্রহণ করা হলো। ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ১৭:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ ভাইয়া।। Jawata Afnan Roza (আলাপ) ০২:১৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

যান্ত্রিকতা

[সম্পাদনা]

ফাউন্টেনে দেখুন। যান্ত্রিক অনুবাদ এবং অপ্রয়োজনীয় কমার ব্যবহার এবং অস্বাভাবিক জটিল ও যৌগিক বাক্য থাকায় মধ্য প্রশান্ত মহাসাগরীয় রেলপথ, একটি ক্যাম্পাসে ধর্ষণ, দ্য টেল অব দ্য বডি থিফ, বব উডওয়ার্ড নিবন্ধগুলো গ্রহণ করা হয়নি। সংশোধন করে জানানোর অনুরোধ করছি। ≈  MS Sakib  📩 ·📝 ০০:২৬, ৩ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বার্তা

[সম্পাদনা]

আপনি বর্তমানে যে নিবন্ধ নতুন করে তৈরী করছেন সেটা ইতিমধ্যে কোরা (গোত্র) নামে উইকিপিডিয়ায় বিদ্যমান। চাইলে বিদ্যমান নিবন্ধটির মানন্নোয়ন করতে পারেন :) Syrus257 (আলাপ) ০৭:১৮, ৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বুঝলাম না কী হয়েছে...? Jawata Afnan Roza (আলাপ) ১১:২১, ৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫ এর অংশ হিসেবে আপনি যে কোড়া (নৃগোষ্ঠী) পাতাটি তৈরী করেছেন সেই পাতাটি অন্য আরেকজন বাংলা উইকিপিডিয়ায় আগে থেকে তৈরী করে রেখেছেন। পাতাটির নাম কোরা (গোত্র)। উইকিপিডিয়ায় একই বিষয়ের ওপর হুবহু দুইটি নিবন্ধ রাখা হয়না। বিষয়টা বুঝতে পারবেন যখন আপনি উইকিডাটায় নিবন্ধটির আন্তঃভাষা সংযোগ দিতে যাবেন তখন। এধরনের পরিস্থিতিতে সাধারণত কোন প্রশাসক নতুন নিবন্ধটির সাথে পুরনো নিবন্ধটি একত্র (merge) করে দেন। নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৫-এর নিয়মানুযায়ী যেহেতু শুধুমাত্র ২০২৫ সালের ১লা ফেব্রুয়ারি থেকে ৩১শে মার্চের মধ্যে তৈরী করা নিবন্ধই গৃহীত হয়, সম্প্রসারণ বা মানোন্নয়নকৃত নিবন্ধ গৃহীত হয়না, তাই আমার মনে হয় আপনার এই নিবন্ধটি সম্ভবত গৃহীত হবে না। এখনও না বুঝলে দয়া করে প্রতিযোগীতার কোন জুরি মেম্বারের সাথে বিষয়টা আলাপ করুন। Syrus257 (আলাপ) ১৬:৩০, ৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন
ওওও এখন বুঝতে পারছি...ঠিক আছে দেখছি কী করা যায়...ধন্যবাদ🥰 Jawata Afnan Roza (আলাপ) ১৬:৪৫, ৬ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৫-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

[সম্পাদনা]

সুধী, উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৫ অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনার বিশেষ অবদানের স্বীকৃতির জন্যে ডিজিটাল সনদপত্র প্রদান করা হবে। এই উদ্দেশ্যে আপনাকে একটি ফর্ম পূরণের জন্য অনুরোধ করা হলো। আশা করি আপনার সম্পাদনার সফর শুভ হক।

সংগঠকের পক্ষ হতে

Dolon Prova (আলাপ) ১৫:০৯, ১২ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৫ পদক

[সম্পাদনা]
WikiWomen 2025
WikiWomen 2025

প্রিয় উইকিপিডিয়ান,
সাম্প্রতিক উইকিপিডিয়া:আন্তর্জাতিক নারী দিবস/অনলাইন সম্পাদনা সভা ২০২৫-এ অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনার অবদানের জন্য ধন্যবাদ হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। বিশেষ এডিটাথনে অংশগ্রহণ করে এডিটাথনের পাশাপাশি সার্বিকভাবে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি উইকিপিডিয়ায় আপনার যাত্রা শুভ হবে।

উইকিনন্দিনীর পক্ষ থেকে,
SamihaRahman (আলাপ) ১৩:৫৮, ১৪ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

একুশে নিবন্ধ প্রতিযোগিতা

[সম্পাদনা]

@Jawata Afnan Roza আপনার কিছু নিবন্ধে সমস্যা থাকার কারণে সেগুলো গৃহীত হয়নি, সেসব সমস্যাগুলো আপনি কি সমাধান করছেন? ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৬:১৫, ১৭ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

@DeloarAkram জি, ঠিক করেছি। Jawata Afnan Roza (আলাপ) ১২:৪৪, ১৭ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

ব্রায়ারক্লিফ কলেজ

[সম্পাদনা]

সুধী, ব্রায়ারক্লিফ কলেজ নিবন্ধের "শ্রেণি" অনুচ্ছেদে একটি অংশ নেই, অনুবাদ অসম্পূর্ণ রয়ে গেছে। পাশাপাশি "উল্লেখযোগ্য বক্তি" অনুচ্ছেদে একজনের নাম অনুপস্থিত। এই বিষয়গুলো ঠিক করে জানালে নিবন্ধটি পর্যালোচনা শুরু করবো। মেহেদী আবেদীন ১৫:১১, ২১ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ - ফরম পূরণ করুন

[সম্পাদনা]

সুপ্রিয় Jawata Afnan Roza,

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ তৈরি করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ। প্রতিযোগিতাটির ফলাফল প্রকাশিত হয়েছে এবং আপনি সেরা দশজনের একজন হয়েছেন। আয়োজক দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি! পুরস্কার প্রদানের জন্য আমাদের আপনার কিছু তথ্য দরকার। অনুগ্রহ করে ১০ এপ্রিলের মধ্যে এই ফর্মটি পূরণ করুন। ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, Yahya (আলাপ) ১৩:৪৬, ২৭ মার্চ ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

"উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫" প্রতিযোগিতায় অংশ নিন এবং পুরস্কার জিতুন!

[সম্পাদনা]

প্রিয় Jawata Afnan Roza,

আশা করি এই ভ্যাপসা গরমেও খোশমেজাজে আছেন। পরসমাচার এই যে, বেশ কয়েকটি উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলা উইকিপিডিয়াতেও আজ থেকে শুরু হয়েছে উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ শীর্ষক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার লক্ষ্য হলো লিঙ্গ, যৌন ও সম্পর্ক বৈচিত্র্য এবং সংশ্লিষ্ট সংস্কৃতি, ইতিহাস, অধিকার, সংগ্রাম ও ইতিবাচক অবদান সম্পর্কিত বিষয়বস্তু উইকিপিডিয়াতে নথিভুক্ত করা। আপনি নতুন নিবন্ধ তৈরি বা অনুবাদ করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন।

📅 আয়োজনের খুঁটিনাটি
  • সময়সীমা: ১০ জুন ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত।
  • পুরস্কার: শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত জানতে এবং অংশ নিতে এখানে দেখুন

প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক উপেক্ষিত বিষয়বস্তুকে বাংলা উইকিপিডিয়ায় তুলে ধরার মাধ্যমে বৈচিত্র্যময় জ্ঞানভাণ্ডার সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আমন্ত্রণ জানাচ্ছি।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান (Aishik Rehman)
আয়োজক, উইকি বৈচিত্র্য ভালোবাসে ২০২৫ (বাংলা উইকিপিডিয়া)
০৬:২৬, ১৩ জুন ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ আমন্ত্রণ!

[সম্পাদনা]
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"
এডভার্ড মুঙ্খ অঙ্কিত ১৮৩২ সালের চিত্রকর্ম "আর্তনাদ"

সুপ্রিয় Jawata Afnan Roza!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ উপলক্ষে বাংলা উইকিপিডিয়ায় দ্বিতীয়বারের মতো ৫ – ১১ অক্টোবর ২০২৫, সপ্তাহব্যাপী অনলাইন সম্পাদনাসভা আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো মানসিক অসুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সংশ্লিষ্ট বিষয়ের উপর নিবন্ধ তৈরি ও উন্নত করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করে তোলা। উন্মুক্ত এই সম্পাদনাসভায় অংশ নিয়ে আপনিও বাংলা উইকিপিডিয়ার জ্ঞানভাণ্ডার সম্প্রসারণে মূল্যবান অবদান রাখতে পারেন। আপনার অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হবে সনদপত্র ও উইকিপদক

বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য দেখুন: আয়োজনের মূল পাতা

আপনার সম্পাদনা শুভ হোক!

শুভেচ্ছান্তে,
মহীন
আয়োজক, মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫
১১:৪৫, ৩ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

বক্তৃতা ব্যাধি

[সম্পাদনা]

সুধী @Jawata Afnan Roza, "বক্তৃতা ব্যাধি" নিবন্ধটির অনুবাদ করার জন্য আপনাকে ধন্যবাদ। তবে, নিবন্ধটি পর্যালোচনার পর দেখা গেছে যে নিবন্ধে কিছু সম্পাদনা প্রয়োজন।

উইকিলিঙ্কগুলো ঠিকঠাক অনুবাদ করা হয়নি এবং কিছু ক্ষেত্রে ভুল শব্দ ব্যবহার করা হয়েছে।

  • [[communication disorder|যোগাযোগজনিত ব্যাধি]][[যোগাযোগজনিত ব্যাধি]]
    [[stuttering|গলগল করা]][[তোতলানো]] (Stuttering অর্থ তোতলানো)
  • কিছু বাক্যের গঠন আরও স্বাভাবিক ও সাবলীল করা প্রয়োজন।
    বক্তৃতা একটি জটিল প্রক্রিয়া, যা সঠিক সময়, স্নায়ু ও পেশীর নিয়ন্ত্রণ প্রয়োজন, তাই এটি ব্যাধির প্রবণ।বক্তৃতা একটি জটিল প্রক্রিয়া, যার জন্য সঠিক সময়জ্ঞান এবং স্নায়ু ও পেশীর যথাযথ নিয়ন্ত্রণ প্রয়োজন। ফলস্বরূপ, এই প্রক্রিয়াটিতে ত্রুটি বা প্রতিবন্ধকতা দেখা দেওয়ার ঝুঁকি থাকে।

অনুগ্রহ করে উপরের বিষয়গুলো সংশোধন করে এখানে "উত্তর দিন" অপশন ব্যবহার করে "@" টাইপ করে আমার নাম (ARI) লিখে আমাকে মেনশন করে আপনার উত্তর যোগ করুন (মেনশন না করলে আমি আপনার বার্তার বিজ্ঞপ্তি পাবো না)। আপনার জানানোর পর, আমি পাতাটি আবার পর্যালোচনা করে কোনো সমস্যা না পেলে গ্রহণ করে নেব।

ধন্যবাদান্তে, ― ᱚᱨᱤᱡᱤᱛ ০৩:২০, ৭ অক্টোবর ২০২৫ (ইউটিসি)উত্তর দিন

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা পদক ২০২৫!

[সম্পাদনা]
মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ পদক ২০২৫
সুপ্রিয় Jawata Afnan Roza!

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫-এ অংশগ্রহণপূর্বক আপনার অসাধারণ অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার নিষ্ঠা, গবেষণাশীলতা এবং সক্রিয় অবদানের স্বীকৃতিস্বরূপ এই উইকিপদক প্রদান করা হল। আশা করি, ভবিষ্যতেও বাংলা উইকিপিডিয়ায় আপনার গুরুত্বপূর্ণ অবদান অব্যাহত থাকবে।

মানসিক অসুস্থতা সচেতনতা সপ্তাহ সম্পাদনাসভা ২০২৫ আয়োজক দল
বৃহস্পতিবার ১৭:৪৩, ৩০ অক্টোবর ২০২৫ (ইউটিসি)