বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:Jawata Afnan Roza

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বাংলা উইকিপিডিয়ায় স্বাগতম

[সম্পাদনা]

আপনার নিবন্ধ জাপান অধ্যয়নের জন্য আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র

[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



তথ্য আইকন স্বাগতম এবং উইকিপিডিয়ায় জাপান অধ্যয়নের জন্য আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র নিবন্ধটি যোগ করে অবদান রাখার জন্য ধন্যবাদ। লক্ষ্য করুন, যদিও আপনি বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা করছেন, তবে আপনার নিবন্ধটি বাংলায় লিখিত নয়। আমরা আপনাকে এই নিবন্ধটি বাংলায় অনুবাদ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এটি আপাতত অনুবাদ করা প্রয়োজন এইরূপ তালিকায় অন্তর্ভুক্ত আছে, কিন্তু যদি নিবন্ধটি দুই সপ্তাহের মধ্যে অনুবাদ করা না হয়, তবে এটি অপসারণের জন্যও বিবেচিত হতে পারে। ধন্যবাদ। মো. জনি হোসেন (আলাপ) ০৮:১৯, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে ধন্যবাদ। Jawata Afnan Roza (আলাপ) ১২:২৮, ২৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।

পক্ষীবিদ্যার জন্য ইয়ামাশিনা ইনস্টিটিউট --> ইয়ামাশিনা পক্ষিবিজ্ঞান ইনস্টিটিউট এর স্থানান্তর বিজ্ঞপ্তি

[সম্পাদনা]

পক্ষীবিদ্যার জন্য ইয়ামাশিনা ইনস্টিটিউট পাতাটি তৈরির জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু বাংলা প্রমিত বানানরীতি অনুযায়ী পক্ষিবিদ্যা/পক্ষিবিজ্ঞান হবে সঠিক বানান। উইকিপিডিয়ায় পক্ষিবিজ্ঞানই ব্যবহৃত হয়। আমি নিবন্ধটি শিরোনামের নীতিমালা অনুযায়ী ইয়ামাশিনা পক্ষিবিজ্ঞান ইনস্টিটিউট শিরোনামে স্থানান্তর করে দিয়েছি। অনুগ্রহ করে পরবর্তী সকল সম্পাদনা নতুন নতুন নামেই করার অনুরোধ করছি। -Aishik Rehman (আলাপ) ০৭:৩১, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

দুঃখিত। আমি এই নিবন্ধটি আর সম্পাদনা করব না। আলোচনা ছাড়া কোনো নিবন্ধ সরানোকে আমি সমর্থন করি না। Jawata Afnan Roza (আলাপ) ০৭:৩৪, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Jawata Afnan Roza নাম পরিবর্তন হলে আপনার কোনো সম্পাদনাই হারিয়ে যায় না। নিবন্ধটি এখনও আপনার নামেই রয়েছে, তাই এতে হতাশ হবার কিছু নেই। নতুন নিবন্ধের শিরোনাম ভুল হলে সংশোধনের জন্য তেমন আলোচনা করা হয় না, সারাংশে উল্লেখ করলেই হয়। যাইহোক, নতুন শিরোনামে কাজ করতে কোনো বাধা নেই।-- Aishik Rehman (আলাপ) ০৭:৩৮, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনি শুধু একটি অংশের কথা বলেছেন; কিন্তু পুরো নামটিই আপনি বদলেছেন। পক্ষীবিদ্যা বানানটিও সঠিক - ডিকশনারি দেখে নেবেন। যাই হোক, আমি এই নিবন্ধটি আর সম্পাদনা করতে আগ্রহ বোধ করছি না। Jawata Afnan Roza (আলাপ) ০৮:০৪, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Jawata Afnan Roza আপনি কাজ না করলে সেটা একান্তই আপনার ইচ্ছে, এ ব্যাপারে আমার কিছু করার থাকে না। কিন্তু এরকম ছোটো বিষয়ে আহত হবেন না, তাহলে উইকিযাত্রা বেশ বন্ধুর হবে। পক্ষীবিদ্যা সঠিক বা বেঠিক তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আমরা পক্ষিবিজ্ঞান ব্যবহার করি। এর পেছনের কারণটা হলো -
  • বাংলা একাডেমির English-Bengali Dictionaryর জুন ২০১৫ সংস্করণের পৃষ্ঠা ৪৯৬-এ বলছে পক্ষিবিজ্ঞান
  • বাংলাদেশ সরকারের অভিগম্য অভিধান বলছে পক্ষিবিজ্ঞান [১]
  • বাংলা উইকির বিষয়শ্রেণী, নিবন্ধসহ অসংখ্যা পাতার শিরোনামে পক্ষীবিজ্ঞান/পক্ষিবিজ্ঞান
  • আনন্দবাজার, যুগান্তর, দেশ রূপান্তর, সময় টিভিডয়েচ ভেলেতে পক্ষীবিজ্ঞান/পক্ষিবিজ্ঞান [২][৩][৪][৫] [৬]
  • আচার্য্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রবন্ধ ও বক্তৃতাবলী বইয়ে পক্ষিবিজ্ঞান [৭] তবে সত্যচরণ লাহা তার পাখীর কথায় পক্ষিতত্ত্ব ব্যবহার করেছেন!
  • সংসদ বাংলা অভিধান বলছে পক্ষিবিদ্যা [৮]
  • ইংলিশ-বাংলা.কম বাংলা একাডেমির বরাত দিয়ে বলছে পক্ষিবিজ্ঞান, পক্ষিতত্ত্ব [৯]
  • অভিধান.অর্গ বলছে পক্ষিবিজ্ঞান [১০]
  • glosbe.com বলছে পক্ষীবিজ্ঞান [১১]
  • bdword.com বলছে পক্ষীবিজ্ঞান [১২]
  • শব্দকোষ.কম বলছে পক্ষিতত্ব, পক্ষিবিদ্যা, পক্ষিবিজ্ঞান [১৩]
  • uptoword.com বলছে পক্ষীবিদ্যা [১৪]
তাই অনুরোধ থাকবে, ক্ষুদ্র বিষয়কে বড় না করে দেখার জন্য। আরেকটি কথা হলো আমরা শিরোনামে "জন্য" যথাসম্ভব ব্যবহার করি। কারণ শিরোনামে এসব আসলে খুব একটা অর্থ দেয় না। আমাদের বাংলাদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দেখলেই তা ধরতে পারবেন আশা করি। -Aishik Rehman (আলাপ) ০৮:১৫, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
কেউ যদি নিজের কাজ বাদ দিয়ে অন্যের কাজে এসে ঝামেলা করে তাহলে তার অবশ্যই সমস্যা হবে - এটি আমি বুঝি। পক্ষী বানান আপনার সূত্রগুলিতেই সঠিক দেখাচ্ছে। বিদ্যা বানানও সঠিক। পুরো বানানটাও সঠিক দেখাচ্ছে নেটে। যাই হোক, আমি এই বিষয়ে আর কথা বলতে আগ্রহী নই। আমাকে আর বিরক্ত করবেন না। Jawata Afnan Roza (আলাপ) ০৮:২৭, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা দ্বন্দ্ব ঘটলে পরামর্শ

[সম্পাদনা]

মাঝে মাঝে আমারও একই ঘটে যে, আমি কাজ করছি ও এর মাঝে অন্য কেউ সম্পাদনা করল, আমি সম্পাদনা প্রকাশ করতে গেলাম, তখন সম্পাদনা প্রকাশ না হয়ে সম্পাদনা দ্বন্দ্ব দেখায় ও সম্পাদনা প্রকাশ হয় না। আপনারও সম্ভবত এটি হয়েছে। ভবিষ্যতে যদি সম্পাদনা দ্বন্দ্ব ঘটে, তবে তখন ঐ পৃষ্ঠাটি পুনঃলোড করবেন না, বন্ধ করবেন না। আপনি যে লেখা প্রকাশ করতে যাচ্ছিলেন, তা ঐ পাতার একদম শেষে একটি বাক্সে খুঁজে পাবেন (ওখানে তখন দুটি বাক্স থাকে, প্রথম বাক্সে আপনার আগের জনের সম্পাদিত লেখা ও দ্বিতীয় বাক্সে আপনি যে লেখা প্রকাশ করতে যাচ্ছিলেন সেই লেখা)। ঐ দ্বিতীয় বাক্সের লেখাগুলি কপি করে নিন। তারপর পৃষ্ঠা পুনঃলোড করে, সম্পাদনা ক্লিক করে, ঐ লেখা প্রকাশ করে নিন। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৫, ৮ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। Jawata Afnan Roza (আলাপ) ২০:৩২, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩-এর সনদপত্রের জন্য তথ্য প্রদানের অনুরোধ

[সম্পাদনা]

প্রিয় Jawata Afnan Roza,
আশা করি এই হালকা শীতের সূচনালগ্নে বেশ ভালো আছেন। চলতি বছরের গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর জুড়ে বাংলা উইকিপিডিয়ায় আয়োজিত উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩ এডিটাথনে এশিয়ার বিভিন্ন অঞ্চল সম্পর্কে নিবন্ধ লিখনের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার তথ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করতে আপনার অমূল্য প্রয়াসের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।

এই আয়োজনের একজন অংশগ্রহণকারী হিসেবে আপনার প্রাপ্য ডিজিটাল সনদপত্রটি প্রদানের জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। অনুগ্রহ করে এই ফর্মটি পূরণ করে আমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে সহযোগিতা করুন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২১ - ২০২৩
০৯:৫৭, ৯ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনি এখনও ফর্মটিতে আপনার তথ্য প্রদান করেননি। অনুগ্রহ করে যত দ্রুত সম্ভব ফরমটি পূরণ করে আমাদেরকে সনদ প্রদানে সহযোগিতা করুন। -- Aishik Rehman (আলাপ) ১৮:২৬, ১৩ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
জ্বি আচ্ছা, দিলাম। - Jawata Afnan Roza (আলাপ) ১৯:০৮, ১৮ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

[সম্পাদনা]

সুপ্রিয় Jawata Afnan Roza,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। আমি অংশ নেবো। Jawata Afnan Roza (আলাপ) ২০:৩৩, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

Wikipedia Asian Month 2023 Barnstar

[সম্পাদনা]

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

[সম্পাদনা]
বাংলা উইকিসম্মেলন ২০২৪
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন