উইকিপিডিয়া আলোচনা:উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সংগঠক[সম্পাদনা]

@Moheen: ভাই, এশীয় মাস ২০১৯-এর সংগঠক হিসেবে কী আমার নাম তালিকাভূক্ত করতে পারি। ধন্যবাদ।~ইসমাইল (আলাপ) ০৭:২৪, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

সংগঠক হিসাবে আপনি কি কি দ্বায়িত্ব পালন করতে চাচ্ছেন? ‍‍‍‍~মহীন (আলাপ) ০৮:২২, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: নিবন্ধ পর্যালোচনা।~ইসমাইল (আলাপ) ০৮:৫৪, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধ পর্যালোচনা জন্য পর্যালোচক তালিকায় আপনি নাম যোগ করতে পারেন। ধন্যবাদ। ~মহীন (আলাপ) ০৯:১৮, ৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উল্লেখিত তালিকার বাইরের কোন বিষয়বস্তু নিয়ে এশীয় সংক্রান্ত নিবন্ধ তৈরি করলেকি তা গ্রহণযোগ্য হবে, দয়াকরে জানাবেন। ধন্যবাদ। --Habibshohag123 (আলাপ) ১৫:৪৯, ৩০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Habibshohag123: আপনি এখান থেকে জেনে নিতে পারেন।—আল ইমরান (আলাপ) ১৬:০৭, ৩০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
অসংখ্য ধন্যবাদ।--Habibshohag123 (আলাপ) ১৬:৫৭, ৩০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচক, অংশগ্রহণকারী[সম্পাদনা]

@Moheen: ভাই, আমি নিবন্ধ পর্যালোচনা করতে চাই, আমার নাম পর্যালোচক অনুচ্ছেদে যোগ করেছি। জুরি মেম্বারে যোগ করার জন্য অনুরোধ করছি। অংশগ্রহণকারী উপপাতাটি সম্পাদনা টুল লুকায়িত করা হয়েছে যার জন্য নতুন ব্যবহারকারীরা নাম যুক্ত করতে পারবেনা।—আল ইমরান (আলাপ) ০৬:৫৫, ১ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Wikipedia Asian Month 2019[সম্পাদনা]

দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন

Greetings!

Thank you for organizing Wikipedia Asian Month 2019 for your local Wikipedia language. For rules and guidelines, refer to this page on Meta. To reach out for support for the contest or ask any query, reach out to us on our Contact Us page. Our International Team will be assisting you through out the contest duration. Thank you for your efforts in making this project successful.

Best wishes,

WAM 2019 International Team

Stay Updated  

--MediaWiki message delivery (আলাপ) ১১:৪৬, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

একটু বুঝতে চাচ্ছি[সম্পাদনা]

@Moheen: ভাই, নিচের দশ নম্বর নিয়মটি বুঝতে পারছি না কেন সেটাই বুছতেছি না। যদি ভাষাগত দিক ঠিক থেকে থাকে তবে দয়া করে একটু বুঝিয়ে বল্লে বুঝতে পারতাম।


১০. নিবন্ধটিকে তালিকা না হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু অন্য ভাষার উইকিপিডিয়ার নির্বাচিত তালিকার সম্পূর্ণ অনুবাদ হলে, নিবন্ধটিকে গণ্য করা হবে। --- কুউপুলক (আলাপ) ১২:০৯, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Kupulak: অর্থাৎ শুধুমাত্র নির্বাচিত তালিকা সম্পূর্ণ অনুবাদ হলে, নিবন্ধটিকে গণ্য করা হবে। যে কোনো তালিকা নিবন্ধ গ্রহণযোগ্য নয়। ~মহীন (আলাপ) ১৫:২১, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: তাহলে মহীন ভাই, বিষয়টা দাড়ালো নির্বাচিত তালিকায় থাকা নিবন্ধগুলির মধ্য থেকে কেবলমাত্র সম্পূর্ণ অনূদিত নিবন্ধই গ্রহনযোগ্য হবে। আমি কি ঠিক আছি? --- কুউপুলক (আলাপ) ১৫:৪৬, ৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
বিষয়টি আমার কাছেও কেমন জানি বিদঘুটে লাগছিলো। যাক এখন বুঝতে পারছি। আরেকটি কথা কুউপুলক ভাই, অন্যান্য ভাষার নির্বাচিত তালিকা (এশীয় মাসের জন্য) থেকেও সম্পূর্ণ অনুবাদ করলে নিবন্ধ গ্রহণযোগ্য হবে। আমি মনে হয় ভুল বলিনি।—আল ইমরান (আলাপ) ১৭:৪৫, ৬ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

পর্যালোচনা[সম্পাদনা]

@Moheen: ভাই, নিবন্ধ পর্যালোচনা করার সময় দেখি অনেকে শুধু ৩০০ শব্দযোগের নিয়ম পালন করছে, কিন্তু সম্পন্ন নিবন্ধন অনুবাদ করছেনা। অনুগ্রহ করে এটিকে নিয়মের মধ্যে যুক্ত করুন। নাহলে নিবন্ধন অসম্পন্ন থেকে যাবে। জনি (আলাপ) ০৯:৫২, ৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@ImranAvenger, M.NABIL, Marajozkee, ShahadatHossain, WAKIM, Waraka Saki, Wiki Ruhan, ZI Jony, এবং মোহাম্মাদ ইসমাইল: পর্যালোচনার সময় অসম্পূর্ণ অনুবাদকৃত নিবন্ধে হ্যাঁ/না (অর্থাৎ গৃহীত হিসাবে চিহ্ণিত না করে) না দিয়ে শুধু অসম্পূর্ণ অনুবাদ মন্তব্য করুন। আমার মনে হয় এতে যারা অসম্পূর্ণ নিবন্ধ তৈরি করছেন তারা প্রতিযোগিতা চলাকালীন সময়ে সেগুলি সম্পূর্ণ করার সুযোগ পাবেন বা সাদিচ্ছা গ্রহণ করবেন। আমাার ধারণা, এতে গণহারে শুধুমাত্র (৩০০০ বাইট/৩০০ শব্দের) নিবন্ধ সংখ্যা বৃদ্ধির প্রবণতা হ্রাস পাবে। ~মহীন (আলাপ) ১৩:৪৯, ৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: ভাই, এই তালিকা ও অন্যান্য ভাষার নির্বাচিত তালিকা বহির্ভূত ভারত ও বাংলাদেশ বাদে এশিয়ার যেকোনো নিবন্ধ কি গ্রহণযোগ্য হবে?—আল ইমরান (আলাপ) ১৭:১৬, ৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ImranAvenger: হ্যাঁ। তালিকা নিবন্ধের ক্ষত্রে নির্বাচিত তালিকা হতে হবে। এবং শুধুমাত্র ভারত ও বাংলাদেশ ব্যতীত এশিয়ার যেকোনো নিবন্ধ গ্রহণযোগ্য। ~মহীন (আলাপ) ১৭:২৯, ৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: ভাই, আমার মনেহয় তালিকা থেকে নিবন্ধন অপসারণ করলে ভালো হয়। কারন "না" চিহ্নিত করলে গৃহীত হয়নি হিসাবে চিহ্নিত হবে, আর যদি তালিকা থেকে নিবন্ধন অপসারণ করা হয় তাহলে সেটা সম্পূর্ণ অনুবাদ শেষে আবার জমা দিতে পারবে। জনি (আলাপ) ১৭:৩২, ৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: ব্যাপারটা আসলে কেমন জানি গোলমাল পাকিয়ে গেল। আমার মনে হয়, না নির্বাচন করে অসম্পূর্ণ অনুবাদ মন্তব্য করা ভালো এবং পাশাপাশি নিবন্ধ প্রণেতাকে অবহিত করা দরকার। কিন্তু এক্ষেত্রে নীতিমালার পরিপন্থী ঘটে।—আল ইমরান (আলাপ) ১৭:৪৩, ৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
ঠিক আছে। জনি (আলাপ) ১৮:০৭, ৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Moheen: ভাই, ব্যাপারটা আমার মটেই ঠিক ভালো লাগল না, "সম্পূর্ণ নিবন্ধ তৈরি করতে হবে" সেটা আগে থেকে নিয়মের মধ্যে যুক্ত করা উচিত ছিল, যদিও আমার মনে হয় না সেটা করলে ভালো হত, কারণ উইকিপিডিয়াতে এমন কোন নিয়ম আছে, আমার জানা নেই যাতে বলা আছে, "যে নিবন্ধ শুরু করবে তাকেই সম্পূর্ণ নিবন্ধ শেষ করতেই হবে" বরং আমরা সবাইকে অনুরোধ করতে পারি তারা পারলে অসম্পূর্ণ নিবন্ধ যেন প্রতিযোগিতার পরে শেষ করেন। মতামতের অপেক্ষায় থাকলাম। রাজীব ০৭:০০, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Marajozkee: প্রকল্পের ৫ নং এ বলা হয়েছে— তবে এর অধিক বিদ্যমান তথ্যসমৃদ্ধ প্রতিটি নিবন্ধ সম্পুর্ণ অনুবাদকৃত হতে হবে, অন্যথায় নিবন্ধটি প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না। এর মানে নিবন্ধ সম্পূর্ণ করতেই হবে।—আল ইমরান (আলাপ) ০৯:২৯, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
নিবন্ধ সম্পূর্ণ করতে হবে, এই ৫ নং নীতিমালা কবে যুক্ত করা হল। আমার জানামতে প্রতিযোগিতা শুরুর সময় এটি ছিল না। কায়সার আহমাদ (আলাপ) ১০:০১, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
সম্প্রতি যোগ করা হয়েছে, কারণ অনেকেই উদ্দেশ্যমূলকভাবে ছোটো নিবন্ধ তৈরি করছেন। যে কোনো প্রতিযোগিতার উদ্দেশ্য উইকিপিডিয়ার নিবন্ধের মান বৃদ্ধি, সংখ্যা বৃদ্ধি নয়। ~মহীন (আলাপ) ১০:৩৪, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
শুরুর আগে এসব ভেবে নীতিমালা তৈরি করতে হয়। শুরুর পর এভাবে নীতিমালা পরিবর্তন কতটা যুক্তিসংগত। নাকি যারা নীতিমালা পরে অংশগ্রহন করেছে এটা তাদের ভুল। কায়সার আহমাদ (আলাপ) ১০:৫৬, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ জমা দিতে পারছি না[সম্পাদনা]

"নিবন্ধ জমা দিন" এ ক্লিক করলে ওই লিঙ্কে যাচ্ছে না। দয়া করে একটু দেখবেন বিষয়টি। --Mostak Bari Fahim (আলাপ) ১৫:২১, ৯ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Mostak Bari Fahim: নিবন্ধ জমা ও পর্যালোচনা করার জন্য ফাউন্টেন সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। যার জন্য ব্যবহারকারীকে অবশ্যই লগ-ইন থাকা অবস্থায় Submit বা জমা দিন এ ক্লিক করতে হবে। নির্দিষ্ট শর্তসাপেক্ষে নিবন্ধটি জমা হবে। যেমন— নিবন্ধটির শব্দ, বাইটের পরিমাণ, তৈরির তারিখ ইত্যাদি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা ফ্রি-বেসিক ব্যবহার করেন তারা এই সরঞ্জাম বা টুলটি ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডেটা প্যাক বা ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার করতে হবে। এছাড়াও যদি অন্য কোনো সমস্যা তাহলে অবশ্যই কারণ সহ সমস্যা এই আলাপ পাতায় জানাবেন। ধন্যবাদ—আল ইমরান (আলাপ) ০৪:০৮, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ImranAvenger: আমি আতিফ পাতাটি জমা দিতে চাচ্ছি। এটা ২১ শব্দের চেয়ে অনেক বেশী কিন্তু জমা দেওয়ার সময় শুধু ২১ শব্দ দেখাচ্ছে। দয়া করে বিষয়টি দেখুন।-- Mostak Bari Fahim (আলাপ) ০৪:১৮, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Mostak Bari Fahim: প্রতিযোগিতায় নিবন্ধ জমা দিতে হলে তা অবশ্যই ৩০০ শব্দের উপরে হতে হবে। ফাউন্টেন সরঞ্জাম দ্বারা তথ্যছক, বুলেট পয়েন্ট, টেমপ্লেট ইত্যাদি অংশ ব্যতীত শব্দগুলো গণনা করা হয়। আপনি হয়ত লক্ষ্য করবেন যে আপনার নিবন্ধের ভূমিকাংশে ২১টি শব্দ আর বাকি অংশগুলো তথ্যছক, টেমপ্লেট ও বুলেট পয়েন্টের অংশ। তাই আপনার নিবন্ধটি জমা হচ্ছেনা।—আল ইমরান (আলাপ) ০৪:৩১, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@Mostak Bari Fahim: আপনার পক্ষে নিবন্ধনটি জমা দেয়া হয়েছে। @ImranAvenger: ফাউন্টেন সরঞ্জাম নিবন্ধনটিকে ৩৩০ শব্দের হিসেবে গ্রহন করেছে। জনি (আলাপ) ০৫:৩২, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: উইকিপিডিয়া গঠন বা রচনাশৈলী অনুসারে নিবন্ধটির শব্দসমূহ ৩০০ এর উপরে হওয়ার কথা ছিলনা। ফাহিম ভাই, তিনি বুলেট পয়েন্টগুলো অপসারণ করেছেন যা উইকিপিডিয়ার রচনাশৈলীর মধ্যে পড়ে না। আমার মতে নিবন্ধটি তালিকা থেকে অপসারণ করা উচিত।—আল ইমরান (আলাপ) ০৭:৫৭, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিপিডিয়া এশীয় মাস ২০১৯ এর নিবন্ধ নিয়ে[সম্পাদনা]

আমার প্রশ্ন হল আপনারা সেই নিবন্ধ গুলো কেনো তালিকায় রেখেছেন যেগুলো নিবন্ধ ৩০০ শব্দের কম বা তথ্যসূত্র নেই? যেগুলো নিবন্ধ নিয়ে এই প্রতিযোগীতায় অংশগ্রহন করা যাবে না তা আপনারাই তালিকা থেকে বাদ দিলে বা নতুন করে নিবন্ধ তালিকা করলেই ভালো হয় বলে আমার মনে হয়। ধন্যবাদ। -- Mostak Bari Fahim (আলাপ) ১২:৪৪, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

একটি পুনর্নির্দেশকারী পাতা থেকে নিবন্ধ লেখা[সম্পাদনা]

আমি ভাবলাম Religion in Nepal-কে নেপালের ধর্মবিশ্বাস-এ একটি নতুন নিবন্ধ লিখতে চাই, কিন্তু পাতাটি একটি পুনর্নির্দেশকারী পাতা হিসেবে ব্যবহার হচ্ছে। তাই, আমি কি এটির পুনর্নির্দেশকারী টেক্সটগুলো মুছে নতুন করে লিখতে পারি? -- Bang Bang50 (আলাপ) ১৬:০৩, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Bang Bang50: লিখতে পারবেন, তবে সম্পূর্ণ নিবন্ধন অনুবাদ করতে হবে। জনি (আলাপ) ১৯:১৫, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
@ZI Jony: ঠিকাছে এবং ধন্যবাদ। -- Bang Bang50 (আলাপ) ১৯:৫০, ১০ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Hello,
I apologize for posting in English. I want to draw your attention to the medals that have been created last year by c:User:Bhargav Chowdhury, who is perhaps no longer active:

Perhaps you might want to make use of them. In de.WP we are using similar ones to honour authors with 20, 10 or 4 articles. --Furfur (আলাপ) ১৯:১২, ২৫ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Extension of Wikipedia Asian Month contest[সম্পাদনা]

In consideration of a week-long internet block in Iran, Wikipedia Asian Month 2019 contest has been extended for a week past November. The articles submitted till 7th December 2019, 23:59 UTC will be accepted by the fountain tools of the participating wikis.

Please help us translate and spread this message in your local language.

Wikipedia Asian Month international team.

--MediaWiki message delivery (আলাপ) ১৪:১২, ২৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পর্যালোচনা[সম্পাদনা]

@Moheen, মোহাম্মাদ ইসমাইল, Wiki Ruhan, Waraka Saki, ImranAvenger, WAKIM, ShahadatHossain, M.NABIL, এবং Marajozkee: যেহেতু এশীয় মাস ২০১৯ ইতিমধ্যে শেষ হয়েছে, তাই সকল পর্যালোচকে নিবন্ধ পর্যালোচনা শেষ করার অনুুরোধ করা হচ্ছে। ধন্যবাদ! জনি (আলাপ) ০৮:৪৭, ৯ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ পর্যালোচনা সম্পর্কে[সম্পাদনা]

আমি ওমানে ইসলাম নামে একটি নিবন্ধ এই প্রতিযোগীতায় জমা দেই। প্রথমে তথ্যসূত্রে সমস্যা থাকার কারণে গৃহীত না হলেও পরে ঠিক করে গৃহীত করা হয়। কিন্তু তার পয়েন্ট এখনো যোগ হয় নি। দয়া করে বিষয়টি দেখার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। -- Mostak Bari Fahim (আলাপ) ০৬:৫২, ১৫ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]