উইকিপিডিয়া আলোচনা:ইন্টারফেস প্রশাসক হওয়ার আবেদন/খাত্তাব হাসান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শেষ হওয়ার সময়[সম্পাদনা]

আবেদনটি শুরু হওয়ার প্রায় এক দিন পর এটি মূল পাতায় পেশ করা হয়েছে, তাই এখানে আবেদন শেষ হওয়ার সময়ের সমন্বয় করা প্রয়োজন বলে মনে হচ্ছে। এনিয়ে @ব্যুরোক্র্যাট: দের দৃষ্টি আকর্ষণ করছি —শাকিল (আলাপ · অবদান) ১৩:০৩, ৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@শাকিল, উনি কোথায় আবেদন করেছেন? আমি আবেদনকারীর অবদানের ইতিহাসে এমন কিছু খুঁজে পেলাম না? — তানভির১৭:৩৭, ৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Wikitanvir আবেদনের পাতা তৈরি হয়েছে ১৬:১৫, ৩ নভেম্বর ২০২৩-তে কিন্তু উইকিপিডিয়া:ইন্টারফেস প্রশাসক হওয়ার আবেদন পাতায় যোগ করেছেন ০৪:৫৯, ৪ নভেম্বর ২০২৩-তে। নির্দেশনা অনুযায়ী যা আবেদনের পাতা তৈরি করার সময়'ই করার কথা ছিলো। এখন এই আবেদন শেষ হওয়ার সময় নির্ধারিত হয়েছে আবেদনের পাতা তৈরি করার সময়ের উপর নির্ভর করে অথচ এইসময় সব প্রক্রিয়া সম্পন্ন হয়নি —শাকিল (আলাপ · অবদান) ১৭:৫৮, ৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@শাকিল, আপনার পয়েন্ট এবার বুঝতে পেরেছি, কিন্তু দুটি বিষয় আসলে খুব কাছাকাছি। সাধারণত যখন সম্পূর্ণ আবেদনসহ পাতা তৈরি করা হয় তখনই আবেদন শুরু হয়ে যায় (এজন্য স্বয়ংক্রিয় টেমপ্লেট প্যারামিটার সেখানে যুক্ত করা হয়েছে) আর সেজন্যই প্রায় সঙ্গে সঙ্গেই মূল পাতায় পাতার লিংক যুক্ত করার প্রথা যা আবেদনকারীমাত্রই করেন। এক্ষেত্রে আবেদনকারী হয়তো সেটি খেয়াল করেন নি আর প্রথম ভোটও পড়েছে ৩ নভেম্বর — এসব কারণে আবেদন শেষ হওয়ার সময় এক্ষেত্রে সমন্বয় করার প্রয়োজন দেখছি না। — তানভির১৮:১৩, ৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Wikitanvir আচ্ছা, বিষয়টি দেখার জন্য ধন্যবাদ :) —শাকিল (আলাপ · অবদান) ১৯:৩৫, ৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এক্ষেত্রে আমরা একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা করতে পারি যাতে আবেদন করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে আবেদনের পাতায় ট্রান্সক্লুড হবে এবং নজরতালিকায়ও নোটিস চলে যাবে। Yahya (আলাপ) ০৩:৩৭, ৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@ইয়াহিয়া, স্বয়ংক্রিয় ব্যবস্থা করাই যায়। তবে এ ধরনের উচ্চ মাত্রার অধিকারের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে আমাদের প্রকল্পের বিবেচনায় যে ধরনের অভিজ্ঞতা আশা করা হয় সেক্ষেত্রে তাঁদের এ ধরনের ভুল সুন্দর দেখায় না। যদি বিষয়টি এমন হয়েই যায় তবে তিনি কাজের ক্ষেত্রে কতোটা মনোযোগী সে বিষয়েও কিছুটা ধারণা পাওয়া যেতে পারে। — তানভির১৯:৫১, ৬ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন