উইকিপিডিয়া আলোচনা:অনলাইন নিবন্ধ প্রতিযোগিতা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরিকল্পনা[সম্পাদনা]

সংরক্ষণের স্বার্থে এই আলোচনাটি মুছে ফেলা পাতা "উইকিপিডিয়া আলোচনা:নিবন্ধ সম্প্রসারণ ২০২১" থেকে আনা হয়েছে। প্রতিযোগিতাটি পরে আয়োজিত হয়নি।

পরিকল্পনা এই:

  1. জানুয়ারিতে পশ্চিমবঙ্গ দলের পক্ষ থেকে নিবন্ধ সম্প্রসারণ প্রতিযোগিতা আয়োজন। একমত না অন্য কোন সময়? জানান।
  2. আয়োজক হিসেবে কে কে থাকবেন? একটু জানান।
  3. নিবন্ধ তালিকা তৈরির ব্যপারে বোধি, আফতাবুজ্জামান সাহায্য করবেন।
  4. পুরস্কার দেয়ার ব্যপারে টিটোদাদা সাহায্য করবেন।
  5. প্রতিযোগিতায় অংশ নিতে পশ্চিমবঙ্গের উইকিপিডিয়ানদের জানানো ও উতসাহিত করা।

--আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৮, ১৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

মন্তব্য
  1. : সুন্দর প্রস্তাব, মাস নিয়ে আমার কোনো মতামত নেই। এই প্রবন্ধ-উৎসব করা উচিত, করা যায়। ছোট করে হ'লেও হোক। --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ১৭:৪২, ১৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  2. আছি। আর সমগ্র বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়কে অংশ নেওয়ার অনুরোধ জানাচ্ছি। শুভেচ্ছান্তে, য় (১৮:৪৪, ১৭ আগস্ট ২০২০ (ইউটিসি))[উত্তর দিন]
  3. পশ্চিমবঙ্গ ও ভারত সম্পর্কিত যে সকল নিবন্ধ ইংরেজি উইকি'তে নির্বাচিত বা ভালো নিবন্ধ হিসাবে স্বীকৃত সেগুলিকে বাংলা উইকি'তে সম্পূর্ণ রূপে অনুবাদ করে নির্বাচিত বা ভালো নিবন্ধে পরিণত করা হোক। খাঁ শুভেন্দু (আলাপ) ১৮:৫৪, ১৭ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  4. নিবন্ধ সম্প্রসারণে সঙ্গে আছি৷ মাস নিয়ে আমার কোনো সমস্যা নেই, চলতি লক্ষ লক্ষ্য এডিটাথন সম্পূর্ণ হওয়ার পর সামান্য কয়দিন ফাঁক রেখে করলে তুলনামূলক অধিক সম্পাদক পাবো বলে মনে হয়৷ শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ০৫:০৬, ১৮ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]