উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০২১/বিশ্ব পরিবেশ দিবস/তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এগুলোকে সংখ্যা দিয়ে প্রকাশ করুন।[সম্পাদনা]

সংখ্যার মাধ্যমে আর্টিকেল গুলো লিখুন। কাঙ্খিত আর্টিকেল উৎস সম্পাদনায় খুঁজতে সময় লাগছে বেশী Nazrul Islam Nahid Majumder (আলাপ) ০৩:৪৩, ৪ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Nazrul Islam Nahid Majumder: আপনার সাথে একমত। তালিকাটি একটু বেশিই জটিল হয়ে গিয়েছে —শাকিল হোসেন আলাপ ০৬:০৭, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

ছোট এবং অসম্পূর্ণ নিবন্ধ[সম্পাদনা]

@Nahian: আপনি নিশ্চয়ই জানেন বাংলা উইকিপিডিয়ার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো ছোট এবং অসম্পূর্ণ নিবন্ধ। যেখানে আমাদের এই নিবন্ধগুলো তৈরিতে অনুৎসাহিত করা উচিত সেখানে এডিটাথনের তালিকায় এই ধরনের ২০০০ বাইটেরও কম দৈর্ঘ্যের এই নিবন্ধগুলো রাখা কতটা যুক্তিযুক্ত বিষয়টি বোধগম্য নয়, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ০৬:০৩, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@MdsShakil: আপনার সাথে আমিও একমত‌। তথ্য এতো কম যে এগুলো থেকে কিছু বোঝাও সম্ভব নয়।আর নামকরণ গুলো মানানসই নয়।মান সম্মত ভাবে লিখতে অন্তজালে‌ কোথাও তথ্য পাচ্ছি না। আরো সময় নিয়ে সহজ তথ্য দিয়ে বিবেচনা করে এটি করা উচিত ‌। আর সবাই কেমন জানি নবম- একাদশের জীববিজ্ঞান বইয়ের মত করে বাংলা-ইংরেজি জগাখিচুড়ী বানাচ্ছি। মানুষ বুঝতে পারবেনা। — Nazrul Islam Nahid Majumder (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@MdsShakil এবং Nazrul Islam Nahid Majumder: এই প্রশ্নগুলো আপনারা বাংলাদেশ উইকিমিডিয়ার কাছে পেশ করতে পারেন। আমি স্বল্প সময়ের মাঝে যতটা পেরেছি, ততটা করেছি। একার পক্ষে সবদিক দেখা সম্ভব না। আমায় বলা হয়েছিল বাংলাদেশের সাপের তালিকা থেকে এবারের এডিটাথন পরিচালনা করতে। তালিকা তৈরি করতেই অনেক সময় গিয়েছে, এর মাঝে প্রতিটা নিবন্ধ ঘুরে ঘুরে বাছাই করার সুযোগ হয়ে উঠেনি। তাছাড়া, এডিটাথন হওয়ার কথা ছিল মাত্র ১ দিন, সে হিসেব করেই সাধারণ একটা এডিটাথন হবার কথা ছিল এটি। কিন্তু এডিটাথনটির সময় বৃদ্ধি করে ৩ দিন করা হলেও প্রস্তুতির জন্য বাড়তি কোন সময় পাইনি। তাই, ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। ~ নাহিয়ান আলাপ ০৭:৩৫, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আমার পরিচালিত প্রথম এডিটাথন নয় এটি, পূর্বে এ ধরণের অভিযোগ পাইনি। পরিবেশ বিষয়ক নিবন্ধ আমি তৈরি করিনা সাধারণত, তাই এগুলো নিয়ে আমার ধারণাও কম। তবে, অনুবাদের ক্ষেত্রে আমরা enwiki তে অনুসরণ করতে বলিনা সবসময়। বরং, মানসম্পন্ন নিবন্ধ তৈরি করতে বলি। সেক্ষেত্রে আপনাওরা গুগল/অন্যান্য সার্চ ইঞ্জিনের সহযোগিতা নিয়ে তথ্য সংগ্রহ ও সংযোজন করতে পারেন। ~ নাহিয়ান আলাপ ০৭:৪১, ৭ জুন ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]