উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/KanikBot/৩য়
অবয়ব
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: KanikBot
- পরিচালক: Ahmad Kanik
- কাজ: কমন্স নির্বাচিত ছবি নিয়ে আজকের নির্বাচিত ছবি উপপাতা তৈরি এবং বিবরণ যোগ করতে ব্যবহারকারীদের বার্তা প্রদান (অনুরোধকৃত), দীর্ঘদিন পড়ে থাকা কাজ চলছে টেমপ্লেট অপসারণ, {{আলাপ পাতা}} দিয়ে নিবন্ধের আলাপ পাতা তৈরি (অনুরোধকৃত), পুনর্নির্দেশিত বিষয়শ্রণী থেকে পাতাগুলো স্থানান্তর, আলাপ পাতার আলোচনা সংগ্রহশালায় নেয়া (অনুরোধকৃত)
- প্রোগ্রামিং ভাষা: পাইথন
- সম্পাদনার মোড: স্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: ৬
- বিস্তারিত:
- ইউটিসি সময় ১৮:০০ এ কমন্সের আগামীকালের নির্বাচিত ছবি ব্যবহার করে টেমপ্লেট তৈরি করবে। কমন্সে বাংলা বিবরণ থাকলে তা ব্যবহার করবে। বিবরণ বলতে চিত্র পাতার Information টেমপ্লেটের |description= প্যারামিটারের bn টেমপ্লেটের প্যারামিটার। বিবরণ না থাকলে ব্যবহারকারী:KanikBot/নির্বাচিত ছবি মেইলিং লিস্ট-এ নাম থাকা ব্যবহারকারীদের আলাপ পাতায় বিবরণ যোগ করতে অনুরোধ করে বার্তা দেবে।
- ১ মাস ধরে সম্পাদনা না হওয়া নিবন্ধগুলো থেকে কাজ চলছে টেমপ্লেট অপসারণ করা হবে।
- {{আলাপ পাতা}} দিয়ে নিবন্ধের আলাপ তৈরি করবে, তবে একদম নতুন পাতার ক্ষেত্রে যোগ করবে না যেহেতু নতুন অবস্থায় নিবন্ধ অপসারিত হবার সম্ভাবনা বেশি।
- পুনর্নির্দেশিত বিষয়শ্রেণীর পাতা ও উপবিষয়শ্রেণীগুলো স্থানান্তরিত হবে।
- আলোচনা সংগ্রহশালায় স্থানান্তর করা হবে। স্ক্রিপ্ট লেখা সহজ করতে নকীব বটের তুলনায় কম প্যারামিটার সমর্থন করবে।
— AKanik 💬 ১৫:৩৩, ৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- অনুমোদিত। — তানভির • ১৩:৪৬, ২২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
আলোচনা
[সম্পাদনা]- স্ক্রিপ্টগুলোর বেশিরভাগ কাজই বাকি। প্রতিটি স্ক্রিপ্ট সর্বাধিক ২০টি করে সম্পাদনা আলাদা আলাদা দিনে পরীক্ষামূলক রান করার অনুমতি চাচ্ছি। তাহলে স্ক্রিপ্ট লেখা শেষ হলেই (সতর্কতার জন্য ধীর গতিতে) পরীক্ষা করা হবে। — AKanik 💬 ১৫:৩৩, ৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- বট দিয়ে কাজ চলছে টেমপ্লেট অপসারণে আমার আপত্তি আছে। যদি কেউ এক অনুচ্ছেদ অনুবাদ করে কাজ চলছে ট্যাগ লাগিয়ে ভুলে যায়, এবং বট এক মাস পরে সবার অগোচরে ট্যাগ অপসারণ করলে সেই পাতার আর উন্নয়ন হবে না। যান্ত্রিক অনুবাদের ক্ষেত্রে একই। এগুলো হাতে পরীক্ষা করে অপসারণ করা উচিত। বাকিগুলোতে আপত্তি নেই। — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৬:৪১, ৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- বাদ দেয়া যায় — AKanik 💬 ১৩:০২, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- কতদিন ধরে যে সংগ্রহশালা বটের জন্য অপেক্ষা করছি 🥳 🎉 --আফতাবুজ্জামান (আলাপ) ২৩:৩২, ৫ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Ahmad Kanik, আলোচনা সংগ্রহশালায় নেওয়ার স্ক্রিপ্টের সব ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখেন। চাইলে আমার আলাপ পাতা ব্যবহার করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৯, ১২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ। আপনার আলাপ পাতায় পরীক্ষা করেছি। অন্যান্য পাতায় আরো পরীক্ষা করার আগে কিছু উন্নয়ন/সংশোধনে সময় নিচ্ছি। — AKanik 💬 ১৩:০২, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ২০টি পরীক্ষামূলক সম্পাদনা সম্পন্ন হয়েছে। উপঅনুচ্ছেদ নিয়ে একটি বাগের কারণে "ব্যবহারকারী আলাপ:Abtahi Lama" পাতায় সমস্যা হয়েছিল, বট বন্ধ করে সেটি ঠিক করা হয়েছে। তবে বট |archive-format=বর্ধিত এবং |on-subpage=না সমর্থন করে না, এগুলো পেলে এড়িয়ে যায়। |on-subpage=না কোথাও ব্যবহৃত হতে দেখি নি, |archive-format=বর্ধিত শুধু একটি পাতায় ব্যবহার হয় "ব্যবহারকারী আলাপ:Pratyutpannamati"। অধিক প্যারামিটার আমার জন্য জটিলতা তৈরি করে। — AKanik 💬 ১৭:২৯, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Ahmad Kanik, আচ্ছা, ঠিক আছে। ঐগুলি এত গুরুত্বপূর্ণও না, না থাকলেও চলবে। এটা বেশ ভালো, আমার সংখ্যাটি হালনাগাদ করতে মনে ছিল না কিন্তু বট সঠিকভাবে ২৬ নং সংগ্রহশালায় যোগ না করে বর্তমান ২৮ নং সংগ্রহশালায় যোগ করেছে 👍। আমি নাহিদ ও তানভীর ভাইকে বট অনুমোদনের অনুরোধ দেখতে বলে দিচ্ছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৬, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ। বিভিন্ন পরীক্ষা করতে গিয়ে যখন দেখি বট পুরাতন উপপাতায় সম্পাদনা করবে, তখন একটা কোড যুক্ত করেছি যা সংখ্যা এক বাড়িয়ে পরীক্ষা করে সেই উপপাতা উপস্থিত কিনা, উপস্থিত হলে আবার এক বাড়িয়ে পরীক্ষা করে, এভাবে কোনো অনুপস্থিত উপপাতা পেলে তার আগের উপপাতাটিতে সঠিক উপপাতা ধরে অন্যান্য গণনা করে। — AKanik 💬 ১৭:৫৫, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Ahmad Kanik, আচ্ছা, ঠিক আছে। ঐগুলি এত গুরুত্বপূর্ণও না, না থাকলেও চলবে। এটা বেশ ভালো, আমার সংখ্যাটি হালনাগাদ করতে মনে ছিল না কিন্তু বট সঠিকভাবে ২৬ নং সংগ্রহশালায় যোগ না করে বর্তমান ২৮ নং সংগ্রহশালায় যোগ করেছে 👍। আমি নাহিদ ও তানভীর ভাইকে বট অনুমোদনের অনুরোধ দেখতে বলে দিচ্ছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩৬, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ২০টি পরীক্ষামূলক সম্পাদনা সম্পন্ন হয়েছে। উপঅনুচ্ছেদ নিয়ে একটি বাগের কারণে "ব্যবহারকারী আলাপ:Abtahi Lama" পাতায় সমস্যা হয়েছিল, বট বন্ধ করে সেটি ঠিক করা হয়েছে। তবে বট |archive-format=বর্ধিত এবং |on-subpage=না সমর্থন করে না, এগুলো পেলে এড়িয়ে যায়। |on-subpage=না কোথাও ব্যবহৃত হতে দেখি নি, |archive-format=বর্ধিত শুধু একটি পাতায় ব্যবহার হয় "ব্যবহারকারী আলাপ:Pratyutpannamati"। অধিক প্যারামিটার আমার জন্য জটিলতা তৈরি করে। — AKanik 💬 ১৭:২৯, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ। আপনার আলাপ পাতায় পরীক্ষা করেছি। অন্যান্য পাতায় আরো পরীক্ষা করার আগে কিছু উন্নয়ন/সংশোধনে সময় নিচ্ছি। — AKanik 💬 ১৩:০২, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Ahmad Kanik, আলোচনা সংগ্রহশালায় নেওয়ার স্ক্রিপ্টের সব ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখেন। চাইলে আমার আলাপ পাতা ব্যবহার করতে পারেন। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৩৯, ১২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Ahmad Kanik, গুরুত্বপূর্ণ কয়েকটি কার্য সম্পাদনায় সাহায্য করার জন্য ধন্যবাদ। তিন নম্বর কাজটি সম্পর্কে একটি প্রশ্ন—কতো দিন পুরোনো নিবন্ধ পাতার আলাপ পাতায় {{আলাপ পাতা}} টেমপ্লেট যোগ করবে? — তানভির • ১১:৪৫, ১৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Wikitanvir: ধন্যবাদ। আমি ৫ দিন পুরোনো নিবন্ধের আলাপ পাতা {{আলাপ পাতা}} সহ তৈরি করতে চাই। তবে সবাই মতামত দিতে পারেন, এই সংখ্যাটা কত হওয়া উচিত। সে অনুযায়ী পরিবর্তন করা যাবে। তবে ২০২১ সাল বা তারো আগের যেসব নিবন্ধের আলাপ পাতা নেই সেগুলোর আলাপ পাতা তৈরি প্রথম লক্ষ্য। — AKanik 💬 ১২:১৫, ১৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- Ahmad Kanik, আমি ৫ দিনের বদলে এক সপ্তাহ করার প্রস্তাব করবো। অপসারণ প্রস্তাবনা ও কাজ চলছে টেমপ্লেটের ব্যবহারের কারণে মোটামুটি সাত দিনে একটি নিবন্ধের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। তবে সিদ্ধান্তটি আমি আপনার ও সম্প্রদায়ের উপরেই ছেড়ে দিচ্ছি, তবে সেটি আপাতত ৫ দিনের কম যেনো না হয়। চূড়ান্ত সময়টি (৫ দিন বা ৭ দিন বা অন্য কোনো সময়) আপনার বটের পাতায় সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়ার অনুরোধ করছি যেনো ভুল বোঝাবুঝি এড়ানো যায়। ধন্যবাদ। — তানভির • ১৩:৪৫, ২২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- ধন্যবাদ। ৭ দিন উল্লেখ করেছি — AKanik 💬 ১৯:৩১, ২২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- Ahmad Kanik, আমি ৫ দিনের বদলে এক সপ্তাহ করার প্রস্তাব করবো। অপসারণ প্রস্তাবনা ও কাজ চলছে টেমপ্লেটের ব্যবহারের কারণে মোটামুটি সাত দিনে একটি নিবন্ধের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে। তবে সিদ্ধান্তটি আমি আপনার ও সম্প্রদায়ের উপরেই ছেড়ে দিচ্ছি, তবে সেটি আপাতত ৫ দিনের কম যেনো না হয়। চূড়ান্ত সময়টি (৫ দিন বা ৭ দিন বা অন্য কোনো সময়) আপনার বটের পাতায় সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেওয়ার অনুরোধ করছি যেনো ভুল বোঝাবুঝি এড়ানো যায়। ধন্যবাদ। — তানভির • ১৩:৪৫, ২২ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)
- @Wikitanvir: ধন্যবাদ। আমি ৫ দিন পুরোনো নিবন্ধের আলাপ পাতা {{আলাপ পাতা}} সহ তৈরি করতে চাই। তবে সবাই মতামত দিতে পারেন, এই সংখ্যাটা কত হওয়া উচিত। সে অনুযায়ী পরিবর্তন করা যাবে। তবে ২০২১ সাল বা তারো আগের যেসব নিবন্ধের আলাপ পাতা নেই সেগুলোর আলাপ পাতা তৈরি প্রথম লক্ষ্য। — AKanik 💬 ১২:১৫, ১৪ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)