উইকিপিডিয়া:বট/অনুমোদনের অনুরোধ/KanikBot
অবয়ব
অবদান • সম্পাদনা সংখ্যা • বৈশ্বিক সম্পাদনা সংখ্যা • লগ • বাধা দান • বাধাদানের লগ • অধিকার লগ • ফ্ল্যাগ অনুমোদন
- নাম: KanikBot
- পরিচালক: Ahmad Kanik
- কাজ: স্বাগত বার্তা প্রদান
- প্রোগ্রামিং ভাষা: পাইথন
- সম্পাদনার মোড: অর্ধস্বয়ংক্রিয়
- সম্পাদনার হার: ৬
- বিস্তারিত: @অভ্যর্থনা কমিটি বট বর্তমানে নিষ্ক্রিয় থাকায় আমার বট দিয়ে স্বাগত বার্তা প্রদানের কাজটি করতে চাচ্ছি। আলোচনাসভার সিদ্ধান্ত মেনে কোনো সম্পাদনা করেননি এমন ব্যবহারকারীকে স্বাগত বার্তা দিব না। আমার বটটি অ্যাকাউন্ট সৃষ্টি লগের বদলে বিশেষ:সক্রিয় ব্যবহারকারী পাতার তালিকা ব্যবহার করে বার্তা দেয়। এতে যারা অ্যাকাউন্ট তৈরি করেছেন, কিন্তু সম্পাদনা করেননি, তাদের এড়িয়ে যাওয়া সহজ হয়। যেহেতু ৩০ দিনে অন্তত একটি সম্পাদনা করলে সক্রিয় বিবেচিত হন, তাই কিছুদিন পূর্বে সম্পাদনা করা নতুন ব্যবহারকারীও বার্তা পাবেন।
— AKanik 💬 ২৩:১৯, ১৫ এপ্রিল ২০২২ (ইউটিসি) [ মন্তব্য সম্পাদিত ০৬:৩৪, ১৭ এপ্রিল ২০২২ (ইউটিসি) এ ]
আলোচনা
[সম্পাদনা]- ২০টি পরীক্ষামূলক সম্পাদনার অনুমোদন দেওয়া হলো। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:০৫, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @NahidSultan: পরীক্ষামূলক অনুমতির জন্য ধন্যবাদ। ২০ টি পরীক্ষামূলক সম্পাদনা করেছি। — AKanik 💬 ১৬:৪৩, ১৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- মূলত অনভিজ্ঞদের স্বাগত বার্তা দেয়ার কথা থাকলেও অনেকেই অন্য উইকিতে ইতিমধ্যে অভিজ্ঞ, বাংলাভাষী না হওয়ায় এখানে এক-দুটি সম্পাদনা করেন, এমন ব্যবহারকারীরাও পরীক্ষামূলক সম্পাদনার সময় বার্তা পেয়েছেন। বট যেন তাদেরকে অনভিজ্ঞ মনে করে আর বার্তা না দেয়, সেজন্য পরে স্ক্রিপ্টে বৈশ্বিক সম্পাদনা সংখ্যা নিয়ে একটি শর্ত যোগ করে দিয়েছি। — AKanik 💬 ০৬:৩৪, ১৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- অনুমোদন করা হলো।~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:২০, ১৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)