উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০১৩

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Mohd. Toukir Hamid[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি প্রায় দুই বছর যাবত উইকিপিডিয়ায় গঠনমূলক অবদান রেখে আসছি। উইকিপিডিয়ায় আমার সম্পাদনার পরিমাণ অনেক এবং উইকিপিডিয়ার ধ্বংসপ্রবণতা রোধেও কাজ করি। কাজটি যাতে সহজে করতে পারি, তাই রোলব্যাক পাবার জন্য আবেদন করছি, যাতে দ্রুততার সাথে কাজগুলো করতে পারি। ধন্যবাদ।(আলাপ (Mohd. Toukir Hamid (আলাপ) ১৮:৫২, ২৩ ডিসেম্বর ২০১২ (ইউটিসি))  করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫২, ১০ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Syed Nur Kamal[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি প্রায় তিন বছরের ও অধিক কাল যাবত উইকিপিডিয়ায় অবদান রেখে আসছি। কাজ করতে গিয়ে কখনো কখনো ধ্বংসপ্রবণতা চোখে পড়ে। দ্রুততার সাথে উইকিপিডিয়ায় কাজ করার জন্য আমি রোলব্যাক অধিকার পাবার জন্য আবেদন করছি। Syed Nur Kamal (আলাপ) ১২:১৮, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে, স্বাগতম। :) --নাসির খান সৈকতআলাপ ১৪:২৮, ১২ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Ashiq Shawon[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি গত কয়েক মাস যাবৎ উইকিপিডিয়ায় অবদান রেখে আসছি, বর্তমানে আমার সম্পাদনা সংখ্যা ২ হাজারেরও অধিক। কাজ করতে গিয়ে আমি প্রায়শই: ধ্বংসপ্রবণতা লক্ষ্য করেছি। এই বিষয়ে কাজ করার জন্য আমি রোলব্যাক অধিকার পাবার জন্য আবেদন করছি। --Ashiq Shawon (আলাপ) ০৯:০১, ২১ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

 সফল; স্বাগতম! — তানভিরআলাপ০৩:৫৫, ২৫ জানুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Ctg4Rahat[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়াতে আমি বেশ কিছুদিন যাবত ধ্বংসপ্রবণতা লক্ষ্য করছি। কিছু বেনামী আইপি এবং নব্য ইউজার বার বার বিভিন্ন নিবন্ধে অপ্রয়োজনীয় অপঃবাক্য ও বিষয়বস্তু যোগ করছে, এছাড়া কপিরাইটের লঙ্ঘন করেও বেশ কিছু সম্পাদনা চোখে পড়েছে। যেমন এই আইপিটি আজ কয়েকটি নিবন্ধে পরপর অনেকগুলো সম্পাদনা করেছে, যার প্রতিটিই ছিল জীবিত ব্যক্তির জীবনীতে ধংশপ্রবণতা। কিন্তু রোলব্যক রাইট না থাকায় তার সবগুলো সম্পাদনা একই সাথে আনডু করতে পারছিলাম না মধ্যবর্তি সম্পাদনাসমূহের কারণে। সম্পূর্ন নিবন্ধ খুজে খুজে অপঃশব্দগূলো বের করতে হয়েছে। এই জন্যে আমি মনে করি রোলব্যক রাইটটি থাকা প্রয়োজন। রাহাত (আলাপ) ০৯:১৮, ২৭ এপ্রিল ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

 সফল; স্বাগতঃ জানাচ্ছি আপনাকে! - Subrata Roy (আলাপ) ১৫:৪৩, ৭ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Pratyya Ghosh[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি পূর্বে এই উইকি-তে নিয়মিত না থাক্লেও বর্তমানে নিয়মিতই আছি। অন্যান্য উইকির মত আমি এখানেও ধ্বংসপ্রবণতা দেখেছি। এই ব্যপারে আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি ইংরেজি উইকি ও সিম্পল ইংরেজি -তে রোলব্যকার। এছারাও এন উইকি-তে এই নিয়ে আমার একটি কোর্স করা আছে। আর ধ্বংসপ্রবণতা যেকোনো উইকি-তেই সমান। এবং শুধুমাত্র একটি উইকির অভিজ্ঞতা দিয়ে অন্যান্য উইকি-তে প্রায় পুরোপুরিভাবে কাজে লাগান যায়। তাছারাও এই উইকির কিছু নিয়ম আছে, এই আবেদন-এর আগে তা সম্পূর্ণ পড়ে নিয়েছি। ফলে আমি এই-বিষয়ে অভিজ্ঞ। তাছারাও কোন সমস্যার কারনে টুইঙ্কল আমার ক্ষেত্রে কাজ করছে না। যার ফলে আমি ধ্বংসপ্রবণতার ক্ষেত্রে কোন পদক্ষেপ নিতে পারছি না। তাই এই সবকিছু মিলিয়ে আমি এই অধিকারের আবেদন করছি। কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করুন। প্রত্যয় (স্বাগতম) ১৪:১৫, ৭ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

উইকিতে কোন রেফারেন্স বা সংশ্লিষ্ট লিঙ্ক প্রদান করা একটি ভালো অনুশীলন। আপনি উপরে যা যা লিখেছেন, যাচাইয়ের সুবিধার্থে অনুগ্রহ করে তার রেফারেন্স বা সংস্লিষ্ট লিঙ্ক প্রদান করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:১২, ৭ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ আমার জন্য সময় দেয়ার জন্য। কিন্তু এর পড়ে যদি কোন মেসেজ দেন আমাকে একটি ফিরতি বার্তা দেবেন। আপনি যে রেফারেন্স চাইলেন তা এখানে। এছাড়াও আপনার সুবিধারতে আর দুটি লিঙ্ক। এই হল ইংরেজি উইকি-র Count আর এই হল সিম্পল ইংরেজি উইকি-র Count. --প্রত্যয় (স্বাগতম) ০৪:২২, ৮ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
আপনার দেওয়া লিঙ্কগুলো কাজ করছে না। আপনি একটি কোর্সের কথা উল্লেখ করেছেন, এ ব্যাপারে কোন লিঙ্ক রয়েছে আপনার কাছে?--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫৬, ৮ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ওগুলো একটু আগেও কাজ করেছিল। যাকগে ওটা হল CVUA. আর লিঙ্ক টা এখানে। --প্রত্যয় (স্বাগতম) ০৫:০৫, ৮ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:২৬, ৮ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

NahidSultan[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি নিয়মিত বাংলা উইকিপিডিয়াতে চলচ্চিত্র, জীবনী ও আরো বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধ যোগ ও নিবন্ধের মানোন্নয়নে কাজ করছি। আমার উকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারনা রয়েছে। আমি আমার লেখায়ও কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালাগুলো মেনে চলি। কিন্তু ধংস্বপ্রবনতা রোধ করতে হলে আমাকে একটি একটি করে অনডো করতে হচ্ছে। তাছাড়া অনিবন্ধিত অনেক আইপি থেকে নিবন্ধে অনেক সময় অগঠনমূলক সম্পাদনা করা হয় যেগুলো বাতিল করতেও সমস্যা হয়। NahidSultan (আলাপ) ১৩:১৪, ১২ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:১৮, ১২ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ বেলায়েত ভাই। আশা করি আপনাদের সমর্থন পেলে উইকিপিডিয়ায় কাজ করতে আরো উৎসাহ পাবো। NahidSultan (আলাপ) ১৬:২৩, ১২ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
 সমর্থন-- Subrata Roy (আলাপ) ০৯:০৩, ২১ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
 সফল; স্বাগতঃ জানাচ্ছি আপনাকে! - Subrata Roy (আলাপ) ০৯:০৩, ২১ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

khaled0147[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়ায় অনেকদিন যাবৎ সম্পাদনা করছি। যথাসম্ভব চেষ্টা করি উইকিপিডিয়ার নীতিমালা মেনে রেফারেন্সসহ সম্পাদনা করতে। সম্পাদনার পাশাপাশি একটা চেষ্টা থাকে ধ্বংসপ্রবণতা রোধ করার। একটা একটা করে আনডু করা যথেষ্ট ঝক্কির কাজ। আশাকরি আমার আবেদনটা বিবেচনা করে দেখবেন। এ অধিকার একটা উৎসাহবটিকা হিসেবেও কাজ করবে বলে মনে হয়। ধন্যবাদ।---- খালেদ (আলাপ) ১৮:২০, ১০ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন --যুদ্ধমন্ত্রী (আলাপ) ১৮:৪৩, ১০ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
 সফল; স্বাগতঃ জানাচ্ছি আপনাকে! - Subrata Roy (আলাপ) ১৯:১১, ১০ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ সুব্রতদাকে।----খালেদ (আলাপ) ১০:০৪, ১১ জুলাই ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Bodhisattwa[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিতে ১৯০টির ওপর নিবন্ধ তৈরী করেছি এবং ৩০০০ এর ওপর সম্পাদনা রয়েছে। বর্তমানে তিব্বত সম্বন্ধীয় নিবন্ধগুলির ওপর কাজ করছি। চেষ্টা করি নিবন্ধ শুরু করে তা শেষ করার। বাংলা উইকিতে ট্রাফিক বেড়েছে, আর পাল্লা দিয়ে বেড়েছে ধ্বংসপ্রবণতা। চেষ্টা করি যতটা সম্ভব সেগুলিকে রোধ করতে। একেক করে সেগুলিকে ঠিক করা বেশ ঝামেলার ব্যাপার। তাই রোলব্যাকারের অধিকারের আবেদন করছি। বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৩০, ২০ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে--Aftab1995 (আলাপ) ১৩:০৯, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

সমর্থন দেওয়ার জন্য রাহাত ও প্রত্যয়কে ধন্যবাদ। অধিকার প্রদানের জন্য আফতাবকে ধন্যবাদ।বোধিসত্ত্ব (আলাপ) ১৩:২২, ২২ অক্টোবর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]