উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০১৫

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

IqbalHossain[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ায় তুলনামূলকভাবে নতুন হলেও নিয়মিত অবদান রাখার চেষ্ঠা করছি। উইকিডিয়ায় নিবন্ধ সুরক্ষা এবং অবৈধ সম্পাদনা দ্রুত অপসারণের ক্ষেত্রে দ্রুতশীল উদ্যোগ নেয়ার জন্য আমার পর্যবেক্ষণ অধিকার প্রয়োজন। ধ্বংসপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় এবং অমিমাংসীত সম্পাদনাগুলো যাচাইয়ের জন্য নিরীক্ষকের অধিকারের জন্য আবেদন করছি। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক অধিকার রয়েছে। ইকবাল হোসেন (আলাপ) ০৭:৪৪, ৭ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪২, ৭ মে ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

ferdous[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ার একজন নিয়মিত ব্যবহারকারী এবং নিরীক্ষক অধিকার পেতে যে চারটি শর্ত আছে তা পূরণ করেছি। বাংলা উইকিপিডিয়াকে ধ্বংসপ্রবণতা থেকে রক্ষা করতে এবং আমার কর্মপরিধি বৃদ্ধির লক্ষ্যে নিরীক্ষক অধিকারের জন্য আবেদন করছি। ফেরদৌস (চ্যাট!) ১৩:০১, ১ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়েছে --আফতাব (আলাপ) ১৪:৫০, ১ জুন ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Motiur Rahman Oni[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার একজন সক্রিয় ব্যবহারকারী। ২০১৪ সাল থেকে উইকিপিডিয়ায় নিয়মিত অবদান রেখে আসছি এবং নীতিমালাসমূহের ব্যপারেও অবগত। উইকিডিপিয়ায় নতুন নিবন্ধ পর্যবেক্ষন এবং মান উন্নয়নের জন্য নিরীক্ষক অধিকারের আবেদন করছি। এতে নতুন নিবন্ধসমূহ পর্যবেক্ষণের চাপ হ্রাস পাবে। Motiur Rahman Oni (আলাপ) ০৪:৪৯, ২৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

নতুন নিবন্ধ পর্যবেক্ষণ?--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৪৮, ২৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
সুপ্রিয় Motiur Rahman Oni,
যেহেতু আমি প্রশাসক নই তাই ইতিপূর্বে আপনার এই আবেদনটি দেখেও কোন মন্তব্য করিনি; কিন্তু এখন যেহেতু যুদ্ধমন্ত্রী বিষয়টি উত্থাপন করেছে তাই বলছি - আপনি আগে নিরীক্ষক-এর কাজ সম্পর্কে জেনে নিন - এবং তারপর সেই সূত্র উল্লেখ করে আবেদন করুন। আশা করি সেক্ষেত্রে আপনার অধিকার লাভ করা সহজ হবে। - ধন্যবাদান্তে: Ashiq Shawon (আলাপ) ১১:০১, ২৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
@NahidSultan: ভাই, আসলে আমি বলতে চাচ্ছি এ সুবিধা ব্যবহার করে অমিমাংসিত সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ ও এগুলোর ধংসপ্রবণতা রোধ করতে চাই। অর্থাত্‍ পরীক্ষিত নিবন্ধসমূহে কোন নতুন তথ্য যুক্ত হলে তা প্রকাশ করা। -Motiur Rahman Oni (আলাপ) ১৩:১৭, ২৫ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:১২, ৩১ আগস্ট ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

Kayser Ahmad[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার একজন নতুন ব্যবহারকারী হলেও নিয়মিত অবদান রাখার চেষ্টা করে চলেছি। নিয়মিত ব্যবহারকারী হিসাবে পরীক্ষীত পাতাসমূহ সম্পাদন, অমিমাংসীত সম্পাদনাগুলো যাচাই সর্বোপরি আমার কর্মক্ষেত্র বৃদ্ধির জন্য নিরীক্ষক অধিকারের আবেদন করছি। কায়সার আহমাদ (আলাপ) ১৬:২৮, ৫ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

 সমর্থন কায়সার আহমেদ একজন সক্রিয় ব্যবহারকারী। তারা সম্পাদনা ইতিহাস পরিষ্কার করে যে সে উইকিপিডিয়ায়য় এই অধিকার পাওয়ার যোগ্য বলে আমি মনে করি। Night Khalifa (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
 করা হয়েছে --যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:৪১, ৯ অক্টোবর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]