ইসা কাবোরে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসা কাবোরে
ব্যক্তিগত তথ্য
জন্ম (2001-05-12) ১২ মে ২০০১ (বয়স ২২)
জন্ম স্থান ওয়াগাদুগু, বুর্কিনা ফাসো
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ত্রোয়া
জার্সি নম্বর ২৯
যুব পর্যায়
রাহিমো
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৯–২০২০ মেখেলেন (০)
২০২০– ম্যানচেস্টার সিটি (০)
২০২০মেখেলেন (ধার) ২৭ (০)
২০২১–ত্রোয়া (ধার) ১৫ (০)
জাতীয় দল
২০১৯– বুর্কিনা ফাসো অনূর্ধ্ব-২০ (০)
২০১৯– বুর্কিনা ফাসো ২০ (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৩:১৩, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৩:১৩, ২০ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইসা কাবোরে (ফরাসি: Issa Kaboré; জন্ম: ১২ মে ২০০১) হলেন একজন বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফরাসি ক্লাব ত্রোয়া এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

বুর্কিনাবি ফুটবল ক্লাব রাহিমোর যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে কাবোরে ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৯–২০ মৌসুমে, ওলন্দাজ ক্লাব মেখেলেনের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন;[১] মেখেলেনের হয়ে দুই মৌসুম অতিবাহিত করার পর ২০২০–২১ মৌসুমে তিনি প্রায় ৪.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংরেজ ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদান করেছেন।[২] পরবর্তীকালে, তিনি মেখেলেন এবং ত্রোয়ার হয়ে ধারে খেলেছেন।

২০১৯ সালে, কাবোরে বুর্কিনা ফাসো অনূর্ধ্ব-২০ দলের হয়ে বুর্কিনা ফাসোর বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ১ বছর যাবত বুর্কিনা ফাসোর বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২০ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ইসা কাবোরে ২০০১ সালের ১২ই মে তারিখে বুর্কিনা ফাসোর ওয়াগাদুগুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

কাবোরে বুর্কিনা ফাসো অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে বুর্কিনা ফাসোর প্রতিনিধিত্ব করেছেন।

২০১৯ সালের ৯ই জুন তারিখে, ১৮ বছর ও ২৮ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী কাবোরে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন।[৩] উক্ত ম্যাচের ৭৯তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় এরিক ত্রাওরের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন; ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি ০–০ গোলে ড্র করেছিল।[৫] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে কাবোরে সর্বমোট ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

কাবোরে ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত বুর্কিনা ফাসো দলে স্থান পেয়েছেন।[৬][৭][৮][৯]

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২০ জানুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বুর্কিনা ফাসো ২০১৯
২০২০
২০২১ ১১
২০২২
সর্বমোট ২০

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Transfer: Issa Kabore tekent bij KVM"। আগস্ট ২৮, ২০১৯। জানুয়ারি ৯, ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জানুয়ারি ২০, ২০২২ 
  2. "ISSA KABORÉ SIGNS WITH MANCHESTER CITY (BUT STILL REMAINS WITH KVM)" (ওলন্দাজ ভাষায়)। Mechelen। ২৯ জুলাই ২০২০। ১১ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০২০ 
  3. "Congo DR - Burkina Faso 0:0 (Friendlies 2019, June)"worldfootball.net। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  4. "Democratic Republic of the Congo - Burkina Faso, Jun 9, 2019 - International Friendlies - Match sheet"Transfermarkt। ৯ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  5. Strack-Zimmermann, Benjamin (৯ জুন ২০১৯)। "DR Congo vs. Burkina Faso"National Football Teams। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২ 
  6. "29 players in Burkina Faso provisional TotalEnergies AFCON squad" [টোটালএনার্জিস এএফসিওএনে বুর্কিনা ফাসোর প্রাথমিক দলে ২৯ খেলোয়াড়]। CAFOnline.com (ইংরেজি ভাষায়)। আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ২৪ ডিসেম্বর ২০২১। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 
  7. "Africa Cup of Nations 2021 squads" [২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের দল]। BBC Sport (ইংরেজি ভাষায়)। বিবিসি। ৪ জানুয়ারি ২০২২। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 
  8. "Burkina Faso - Squad Africa Cup 2022 Kamerun" [বুর্কিনা ফাসো - আফ্রিকা কাপ ২০২২ ক্যামেরুন দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ৩ জানুয়ারি ২০২২। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 
  9. ওলুদারে, শিনা (৪ জানুয়ারি ২০২২)। "Afcon 2021 squads: Nigeria, Ghana, Cameroon & every official tournament squad list" [এএফসিওএন ২০২১ দল: নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন এবং অন্যান্য দেশের চূড়ান্ত দলের তালিকা]। Goal.com (ইংরেজি ভাষায়)। গোল। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]