ইয়াকুব সুওভিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াকুব সুওভিক
২০২১ সালে ভেগালতা সেন্দাইয়ের হয়ে সুওভিক
ব্যক্তিগত তথ্য
জন্ম (1991-08-31) ৩১ আগস্ট ১৯৯১ (বয়স ৩২)
জন্ম স্থান নভি সঁচ, পোল্যান্ড
উচ্চতা ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
টোকিও
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়
সান্দেৎসিয়া নভি সঁচ
শামুতুই
২০০৭ স্পার্তা শামুতুই
২০১০–২০১১ ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৮ স্পার্তা শামুতুই
২০০৮–২০১০ স্পার্তা অবরনিকি ৩৭ (০)
২০১০–২০১৪ ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক ৪৮ (০)
২০১২ভার্তা পজনান (ধার) ১০ (০)
২০১৫–২০১৭ পগোন শ্চেচিন ৩৭ (০)
২০১৭–২০১৯ শ্লঁস্ক ভ্রৎসোয়াফ ৫৫ (১)
২০১৯–২০২১ ভেগালতা সেন্দাই ৭৯ (০)
২০২২– টোকিও (০)
জাতীয় দল
২০১০–২০১১ পোল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
পোল্যান্ড অনূর্ধ্ব-২৩ (০)
২০১৩ পোল্যান্ড (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:১৯, ১ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:১৯, ১ মে ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইয়াকুব সুওভিক (পোলীয়: Jakub Słowik; জন্ম: ৩১ আগস্ট ১৯৯১) হলেন একজন পোলীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব টোকিও এবং পোল্যান্ড জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১][২]

২০১০ সালে, সুওভিক পোল্যান্ড অনূর্ধ্ব-২০ দলের হয়ে পোল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত পোল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৩ সালে পোল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পোল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ইয়াকুব সুওভিক ১৯৯১ সালের ৩১শে আগস্ট তারিখে পোল্যান্ডের নভি সঁচে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

সুওভিক পোল্যান্ড অনূর্ধ্ব-২০ এবং পোল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে পোল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। পোল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০১৩ সালের ২রা ফেব্রুয়ারি তারিখে, ২১ বছর, ৫ মাস ও ২ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সুওভিক রোমানিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পোল্যান্ডের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৩] ম্যাচে তিনি ১২ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[৪] ম্যাচটি পোল্যান্ড ৪–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] পোল্যান্ডের হয়ে অভিষেকের বছরে সুওভিক সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

১ মে ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
পোল্যান্ড ২০১৩
সর্বমোট

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "選手 & スタッフ– FC東京オフィシャルホームページ" [খেলোয়াড় ও কর্মকর্তা – ফুটবল ক্লাব টোকিও]। fctokyo.co (জাপানি ভাষায়)। চোফু, টোকিও, জাপান: টোকিও। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  2. "FC Tokyo – J.LEAGUE" [ফুটবল ক্লাব টোকিও – জে. লিগ]। jleague.co (ইংরেজি ভাষায়)। জাপান: জে লিগ। ১ মে ২০২২। ১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  3. "Romania 4:1 (Friendlies 2013, February)"worldfootball.net। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  4. "Poland - Romania, Feb 2, 2013 - International Friendlies - Match sheet"Transfermarkt। ২ ফেব্রুয়ারি ২০১৩। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 
  5. Strack-Zimmermann, Benjamin (২ ফেব্রুয়ারি ২০১৩)। "Poland vs. Romania"National Football Teams। সংগ্রহের তারিখ ১ মে ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]