বিষয়বস্তুতে চলুন

ইমাম হোসাইনের মাজার

স্থানাঙ্ক: ৩২°৩৬′৫৯″ উত্তর ৪৪°০১′৫৬″ পূর্ব / ৩২.৬১৬৩৬৫° উত্তর ৪৪.০৩২৩১৩° পূর্ব / 32.616365; 44.032313
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ইমাম হোসেনের মাজার থেকে পুনর্নির্দেশিত)
ইমাম হোসাইনের মাজার
مَقَام ٱلْإِمام ٱلْحُسَيْن ٱبْن عَلِيّ
ইমাম হোসাইন ইবনে আলীর পবিত্র রওজা শরীফ
ধর্ম
অন্তর্ভুক্তিআহলে বায়াত
ধর্মীয় অনুষ্ঠানসুন্নী ইসলাম, শিয়া ইসলাম
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মাজার এবং মসজিদ
অবস্থাবিদ্যামান
অবস্থান
অবস্থানইরাক কারবালা, ইরাক
ইমাম হোসাইনের মাজার ইরাক-এ অবস্থিত
ইমাম হোসাইনের মাজার
Location in Iraq
স্থানাঙ্ক৩২°৩৬′৫৯″ উত্তর ৪৪°০১′৫৬″ পূর্ব / ৩২.৬১৬৩৬৫° উত্তর ৪৪.০৩২৩১৩° পূর্ব / 32.616365; 44.032313
স্থাপত্য
ধরনমাজার, আব্বাসীয় স্থাপত্য, ইসলামি স্থাপত্য
সম্পূর্ণ হয়৬৮০
বিনির্দেশ
গম্বুজসমূহ
গম্বুজের উচ্চতা (বাহিরে)২৭ মিটার (৮৯ ফু)
মিনার২ (পূবে ৩টি ছিল)

ইমাম হোসাইন ইবনে আলীর মাজার (আরবি: مقام الامام الحسين Urdu: آستان عالیہ حضرت امام حسین) হল ইসলাম ধর্মের আহলে বায়াতের অন্যতম সদস্য ইমাম হযরত ইমাম হোসাইন ইবনে আলীর সমাধি যা ইরাকের কারবালায় অবস্থিত। এই মাজারটি সুন্নী ও শিয়া ইসলামের বার ইমামের অন্তর্ভুক্ত তৃতীয় ইমাম হোসাইন ইবনে আলী, মুহাম্মাদের দ্বিতীয় দৌহিত্র, যেখানে ৬৮০ খ্রিষ্টাব্দে সংগঠিত কারবালার যুদ্ধে শহীদ হয়েছিলেন তার পাশেই অবস্থিত।[][] আহলে বায়াত অনুসরণকারীদের কাছে মক্কাও মদিনা শরীফের বাহিরে ইমাম হোসাইনের মাজার একটি পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত হয়ে থাকে এবং প্রচুর অনুসারী এই মাজার জিয়ারতে আসেন। প্রতি বছর ইমাম হোসাইনের লাখো অনুসারী পবিত্র আশুরা, ইমাম হোসাইন ইবনে আলীর ওফাত বার্ষিক হিসেবে স্মরণীয়, পালন করার জন্য আশুরার দিন এখানে উপস্থিত হন। [] উমাইয়াআব্বাসিয়া খলিফারা মাজার নির্মাণের কাজে বাধা প্রদান করেছিল এবং এই মাজার জিয়ারত করাকে নিরুৎসাহিত করেছিল।[] মাজারটি ৮৫০-৮৫১ খ্রিষ্টাব্দে আব্বাসিয়া খলিফা আল মোতাওয়াক্কিল ধ্বংস করে দিয়েছিল এবং আহলে বায়াতের সকল প্রকারের মাজার নির্মাণ করা নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু ৯৭৯-৮০ খ্রিষ্টাব্দে বুয়াইহিদ আমির আবুদ আল-দাউলা কারবালা এবং নাজাফে মাজার নির্মাণ করেছিলেন।[] মাজারের সীমানা দেয়াল কাচ দ্বারা সজ্জিত কাঠের দরজা দ্বারা বেষ্টিত করা হয়েছে। ইমাম হোসাইন ইবনে আলীর রওজা একটি ধাতব-জালিকার মত আকৃতি দ্বারা আবদ্ধ করা হয়েছে এবং রওজাটি ঠিক সোনালী গম্বুজের নিচেই অবস্থিত। ২০১৩ সালের ৫ মার্চ “‘জারিহ’’’ (ধাতব-জালিকার মত আকৃতি) প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয় এবং নতুন “‘জারিহ’’’ উদ্বোধন করা হয়। [] মাজারের পাশে আল আব্বাস মসজিদ অ বস্থিত।

মাজারের বর্ণনা

[সম্পাদনা]

মাজারের সীমানা প্রাচীর কাঠের দরজা ঘিরে রেখেছে, যা কাঁচের সজ্জা দিয়ে আচ্ছাদিত। এই দরজাগুলো একটি উঠানে খোলে, যা ছোট ছোট কক্ষ বা অংশে বিভক্ত, এবং দেয়ালের পাশে অনেকগুলো "ইওয়ান" রয়েছে। হযরত হুসাইনের রওজা একটি ধাতব জালি সদৃশ কাঠামোর মধ্যে আবৃত, যা সোনালি গম্বুজের ঠিক নিচে অবস্থিত। ২০১৩ সালের ৫ মার্চ, হযরত হুসাইনের কবরের ওপর নতুন জারি (ধাতব জাল সদৃশ কাঠামো) স্থাপনের কাজ সম্পন্ন হয় এবং নতুন জারি উদ্বোধন করা হয়।[] আল-আব্বাস মসজিদ কাছাকাছিই অবস্থিত। ঐতিহাসিক গম্বুজটি প্রতিস্থাপন করে আধুনিক ইস্পাত কাঠামোর গম্বুজ নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে, বিশেষ করে ঐতিহাসিক সংরক্ষণবিদদের মধ্যে, কারণ এটি মাজারের ঐতিহাসিক স্বকীয়তা এবং চরিত্রকে মারাত্মকভাবে বিকৃত করবে।[] File:Karbala at Night 1.jpg|thumb|উপর থেকে কারবালা প্রান্তরের দৃশ্য]] প্রথম গম্বুজটি ২৭ মিটার (৮৯ ফুট) উচ্চতায় এবং সম্পূর্ণ সোনার আচ্ছাদিত। এর নিচে বারোটি জানালা রয়েছে, প্রতিটি জানালার মধ্যে ভেতর থেকে প্রায় ১.২৫ মিটার (৪ ফুট ১ ইঞ্চি) এবং বাইরের দিকে ১.৩০ মিটার (৪ ফুট ৩ ইঞ্চি) দূরত্ব রয়েছে। মাজারটির আয়তন ৫৯ মিটার (১৯৪ ফুট) বাই ৭৫ মিটার (২৪৬ ফুট), এতে দশটি দরজা এবং প্রায় ৬৫টি সজ্জিত কক্ষ রয়েছে, যা অধ্যয়নের জন্য ব্যবহৃত হয়।

সমাধিসমূহ

[সম্পাদনা]
মাজারের জারিহ
মসজিদের মধ্যে হোসাইন এর রওজার প্রবেশদ্বার

হোসাইন ইবনে আলীর রওজাটি প্রাঙ্গণের মাঝখানে অবস্থিত, যা "রওদা" (উদ্যান) নামে পরিচিত এবং এর কয়েকটি দরজা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি দরজার নাম আল-কিবলা বা বাব আল-জাহাব। প্রবেশপথের ডানদিকে হাবিব ইবনে মাজোয়াহির আল-আসাদির (حبیب ابن مظاهر الاسدی) রওজা রয়েছে, যিনি ইমাম হোসাইনের শৈশবকালীন বন্ধু ও সঙ্গী ছিলেন এবং কারবালার যুদ্ধে শহীদ হন।

হোসাইনের মাজারের ভেতরেই কারবালার ৭২ জন শহীদের একটি রওজা রয়েছে। তারা একটি গণকবরে সমাহিত হয়েছিলেন, যা মাটির স্তর দিয়ে আবৃত করা হয়েছিল। এই গণকবরটি হোসাইনের রওজার পায়ের কাছে অবস্থিত। হোসাইনের রওজার পাশে তার দুই পুত্রের: আলী আকবর ইবনে হোসাইন এবং ছয় মাস বয়সী আলি আসগর ইবনে হুসাইন, রওজাও রয়েছে। কারবালার শহীদদের রওজাগুলোর পাশাপাশি ইমাম হোসাইন মাজারের প্রথম তত্ত্বাবধায়ক ইব্রাহিম আল-মুজাবের, যিনি ইমাম মুসা আল-কাজিমের পৌত্র, রওজাও রয়েছে।[][১০]

ইতিহাস

[সম্পাদনা]
মাজারের পুরাতন জারিহ
১৯৩২ সালে ইমাম হোসাইন মসজিদ

কারবালায় পৌঁছানোর পর হোসাইন বনি আসাদ থেকে একটি জমি কিনেছিলেন। তিনিসহ তার আহল আল-বাইত সেই জমিতে সমাহিত আছেন, যা আল-হায়ির (الحائر) নামে পরিচিত, যেখানে বর্তমানে মাজারগুলো অবস্থিত। কারবালার মাজারগুলোর ধ্বংস এবং পুনর্নির্মাণের ইতিহাস দীর্ঘ। মুসলিম শাসকরা ধারাবাহিকভাবে মাজারগুলো বড় করেছেন, তবে আক্রমণকারী বাহিনীর কারণে একাধিকবার ধ্বংস হয়েছে। অনেক শাসক মাজার এবং এর আশেপাশের এলাকা প্রসারিত, সজ্জিত এবং রক্ষণাবেক্ষণ করেছেন। তাদের মধ্যে একজন ছিলেন ফতেহ-আলী শাহ কাজার, যিনি ১২৫০ হিজরিতে হোসাইনের রওজার উপর একটি এবং তার সৎভাই আব্বাস ইবনে আলীর রওজার উপর আরেকটি মাজার নির্মাণের নির্দেশ দেন।

রমজান ১৪৩৯ হিজরি, কারবালা ২০২৪

হোসাইন ইবনে আলী ৬৮০ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন, এবং তখন থেকেই কারবালার হত্যাকাণ্ড স্মরণে যাওয়া তীর্থযাত্রাগুলো বারবার বাধার সম্মুখীন হয়েছে।[] হারুনুর রশিদ এবং আল-মুতাওয়াক্কিল এর মত ধারাবাহিক শাসকদের প্রচেষ্টা সত্ত্বেও, যারা এই এলাকার উন্নয়নে সীমাবদ্ধতা আরোপ করেছিলেন, অবশেষে এটি একটি শহরে পরিণত হয়েছে।

পবিত্র মাজারগুলোর মধ্যবর্তী স্থান, কারবালা, ইরাক

ইতিহাসবিদ ইবনে কুলুয়াই উল্লেখ করেন যে যারা হোসাইন ইবনে আলীকে কবর দিয়েছিলেন, তারা কবরের জন্য একটি বিশেষ, স্থায়ী পরিচয় চিহ্ন তৈরি করেছিলেন।

কবরস্থানে উল্লেখযোগ্য বৃহৎ নির্মাণের কাজ শুরু হয় আল-সাফাহের শাসনামলে (শাসনকাল: ৭৫০–৭৫৪ খ্রিস্টাব্দ), যিনি দীর্ঘস্থায়ী আব্বাসীয় খিলাফতের (একটি ইসলামী সাম্রাজ্য) প্রথম খলিফা ছিলেন। তবে হারুন আল-রশিদের শাসনামলে (শাসনকাল: ৭৮৬–৮০৯ খ্রিস্টাব্দ), রওজা পরিদর্শনে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।

আল-মামুনের শাসনামলে (আব্বাসীয় খলিফা, শাসনকাল: ৮১৩–৮৩৩ খ্রিস্টাব্দ) কবরস্থানের নির্মাণ কাজ পুনরায় শুরু হয়, তবে ৮৫০ খ্রিস্টাব্দে আল-মুতাওয়াক্কিল র ওজা ধ্বংস করার নির্দেশ দেন এবং ধ্বংসের ফলে সৃষ্ট গর্তটি পানিতে ভরাট করার নির্দেশ দেন। তার পুত্র, আল-মুনতাসির, যিনি তাকে খলিফা হিসেবে উত্তরাধিকার করেন, সাধারণ লোকদের রওজা পরিদর্শনের অনুমতি দেন, এবং সেখান থেকে মাজার নির্মাণ কাজ ধাপে ধাপে বৃদ্ধি পায় এবং উন্নয়ন ঘটে।

অন্যদিকে, ইতিহাসবিদ আলি ইবনে আসির উল্লেখ করেন যে ৯৮১ খ্রিস্টাব্দে (৩৭১ হিজরি), আদহুদ আদ-দাওলাহ কারবালায় বৃহৎ পরিসরে নির্মাণের ভিত্তি স্থাপন করেন এবং সেখানকার স্থানটিকে সজ্জিত করেন। তিনি সেখানে ঘরবাড়ি ও বাজার নির্মাণ করেন এবং কারবালার চারপাশে একটি উঁচু প্রাচীর স্থাপন করেন, যা শহরটিকে একটি শক্তিশালী দুর্গে পরিণত করে।

৪০৭ হিজরিতে (১০১৬ খ্রিস্টাব্দ) দুইটি বড় মোমবাতি কাঠের সজ্জার উপর পড়ে যাওয়ার কারণে মাজারের প্রাঙ্গণে আগুন ধরে যায়। তখনকার রাজ্যের মন্ত্রী হাসান ইবনে ফদল ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনর্নির্মাণ করেন।

সময়রেখা

[সম্পাদনা]

নীচে ঘটনাগুলি কালানুক্রমিকভাবে দেওয়া হয়েছে, যেখানে মাজারের নির্মাণ, পুনর্নির্মাণ এবং সময়ে সময়ে সন্ত্রাসী কার্যকলাপের ফলে তীর্থযাত্রীদের প্রাণহানি এবং মাজারের ক্ষতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে।

বছর ঘটনা
হিজরি খ্রিস্টাব্দ
৬১ ৬৮০ ১০ অক্টোবর: বলা হয়, এই দিনে হুসাইন ইবনে আলীকে দাফন করা হয়েছিল। আহলে বাইতের প্রস্থানের পর বনি আসাদ গোত্রের লোকেরা হুসাইনের কবরের পাশে একত্রিত হয়। ইতিহাসের বিভিন্ন বর্ণনায় প্রথম মাজার নির্মাতার বিষয়ে তেমন কিছু জানা যায় না। ধারণা করা হয়, বনি আসাদই প্রথমে হুসাইনের কবরের উপর একটি তাঁবু স্থাপন করেছিল। বনি আসাদের একজন শায়খ কবরের পাশে একটি মোমবাতি জ্বালিয়ে দেন এবং কবরের মাথার পাশে একটি বেরি গাছ লাগান, যাতে কবরটি চিহ্নিত থাকে।
৬৫ ৬৮৪ মুকতার ইবনে আবু উবাইদ আথ-থাকাফি মাজার নির্মাণ করেন এবং কবরের উপর একটি গম্বুজ তৈরি করেন। গম্বুজের উপর একটি সবুজ পতাকা স্থাপন করেন। মাজারে দুটি প্রবেশদ্বার তৈরি করা হয়। তিনি মাজারের চারপাশে কয়েকটি পরিবারকে বসতি স্থাপন করেন।
১৩২ ৭৪৯ আব্বাসীয় খলিফা আস-সাফাহের শাসনামলে মাজারের উপর আরেকটি গম্বুজ নির্মাণ করা হয় এবং দুটি নতুন প্রবেশদ্বার সংযোজন করা হয়।
১৪০ ৭৬৩ খলিফা আল-মানসুরের শাসনামলে গম্বুজসহ ছাদ ধ্বংস করা হয়।
১৫৮ ৭৭৪ খলিফা আল-মাহদির শাসনামলে ধ্বংসপ্রাপ্ত ছাদ পুনর্নির্মাণ করা হয়।
১৭১ ৭৮৭ খলিফা হারুন আর-রশিদের শাসনামলে মাজারটি ধ্বংস করা হয় এবং হুসাইনের কবরের পাশে দাঁড়িয়ে থাকা বেরি গাছটি কেটে ফেলা হয়। এরপরও লোকেরা বেরি গাছের চিহ্ন দেখে হুসাইনের কবর জিয়ারত করত। হারুন আর-রশিদ এই প্রথা সহ্য করতে না পেরে গাছটিকে মূল থেকে কেটে ফেলার নির্দেশ দেন, যাতে হুসাইনের কবরের চিহ্ন পুরোপুরি মুছে ফেলা যায় এবং জিয়ারত বন্ধ হয়।
১৯৩ ৮০৮ আল-মামুনের শাসনামলে রাজনৈতিক সুবিধার্থে মাজারটি পুনর্নির্মাণ করা হয়।
২৩৬ ৮৫০ খলিফা আল-মুতাওয়াক্কিল মাজারটি ধ্বংস করেন এবং আশেপাশের জমি, কবরসহ, চাষ করার আদেশ দেন। ২৩২ হিজরি থেকে ২৪৬ হিজরি পর্যন্ত চারবার মাজারটি ধ্বংস করা হয়।
২৪৭ ৮৬১ খলিফা আল-মুনতাসির মাজারটি পুনর্নির্মাণ করেন এবং কবরের উপর একটি লোহার স্তম্ভ দিয়ে ছাদ তৈরি করেন। আল-মুনতাসিরের নির্দেশে মাজারের চারপাশে নতুন ঘর নির্মাণ করা হয়।
২৭৩ ৮৮৬ আব্বাসীয় রাজনৈতিক এবং সামরিক নেতা তালহা আল-মুওয়াফফাক ইবনে জাফার আল-মুতাওয়াক্কিল অথবা আল-মুকতাফি বিল্লাহর আদেশে আবারও মাজারটি ধ্বংস করা হয়।
২৮০ ৮৯৩ আলিদ পরিষদ মাজারটি পুনর্নির্মাণ করে এবং কবরের দুপাশে দুটি মিনার নির্মাণ করে। মাজারে দুটি প্রবেশদ্বারও তৈরি করা হয়।
৩০৭ ৯৭৭ বুয়াইহিদ আমির 'আধুদ আদ-দাওলাহ মাজারের ভিতরে সেগুন কাঠ দিয়ে একটি সমাধি নির্মাণ করেন। চারপাশে গ্যালারি তৈরি করা হয়। তিনি কারবালা শহর নির্মাণ করেন এবং ঘর ও শহরের সীমানা স্থাপন করেন। সেই সময় 'ইমরান ইবনে শাহিন মাজারের পাশে একটি মসজিদও নির্মাণ করেন।
৪০৭ ১০১৬ আগুনে মাজারটি পুড়ে যায়। মন্ত্রী হাসান ইবনে ফাদল কাঠামোটি পুনর্নির্মাণ করেন।
৬২০ ১২২৩ আল-নাসির লি-দিন আল্লাহ সমাধিটি পুনরায় সংস্কার করেন।
৭৫৭ ১৩৬৫ সুলতান উওয়াইস ইবনে হাসান জলায়িরি মাজারের গম্বুজ এবং দেয়ালগুলি পুনর্নির্মাণ করেন। তিনি মাজারের বেষ্টনীর দেয়ালও উঁচু করেন।
৭৮০ ১৩৮৪ সুলতান আহমদ ইবনে উওয়াইস দুটি মিনার সোনায় তৈরি করেন। আঙিনাটিও বাড়ানো হয়।
৯২০ ১৫১৪ ইরানের সাফাভিদ শাহ ইসমাইল প্রথম আসল কবরের উপর কাঁচের কাজ খচিত একটি কফিন নির্মাণ করেন।
১০৩২ ১৬২২ আব্বাস শাহ সাফাভি ব্রাস এবং ব্রোঞ্জ দিয়ে কফিনটি পুনর্নির্মাণ করেন এবং কাশি টাইলস দিয়ে গম্বুজটিও সংস্কার করেন।
১০৪৮ ১৬৩৮ সুলতান মুরাদ চতুর্থ গম্বুজটি সাদা রঙ দিয়ে রাঙিয়ে দেন।
১১৫৫ ১৭৪২ নাদির শাহ আফশার মাজারটি সজ্জিত করেন এবং মাজারের খাজাঞ্চিতে মূল্যবান রত্ন দান করেন।
১২১১ ১৭৯৬ আঘা মোহাম্মদ শাহ কাজার গম্বুজটি সোনায় আবৃত করেন। তিনি মিনারটিও সোনায় সজ্জিত করেন এবং স্বর্ণ পাতায় আবৃত করেন।
১২১৬ ১৮০১ আবদুল আজিজ বিন মোহাম্মদ আল সৌদের নেতৃত্বে ওহাবিরা কারবালা আক্রমণ করে, মাজারটি ক্ষতিগ্রস্ত করে এবং সমাধিটি লুট করে।[১১]
১২৩২ ১৮১৭ ফতেহ আলী শাহ কাজার রুপার প্লেট দিয়ে পর্দাগুলি পুনর্নির্মাণ করেন। তিনি গম্বুজটিও সোনায় পুনরায় আবৃত করেন এবং ওহাবিদের আক্রমণে সৃষ্ট ক্ষতি মেরামত করেন।
১২৮৩ ১৮৬৬ নাসির আদ-দীন শাহ কাজার মাজারের আঙিনা প্রশস্ত করেন।
১৩৫৮ ১৯৩৯ দাউদি বোহরা সম্প্রদায়ের সৈয়দনা তাহের সাইফুদ্দিন মাজারে সোনা ও রুপা দিয়ে তৈরি শক্তিশালী পর্দা উপহার দেন। এই সেটটি ৫০০টি স্বর্ণ মুদ্রা (প্রতি মুদ্রার ওজন ছিল ১২ গ্রাম) এবং ২ লক্ষ রুপার মুদ্রা দিয়ে তৈরি, যা মূল্যবান রত্ন দিয়ে সজ্জিত।
১৩৬০ ১৯৪১ সৈয়দনা তাহের সাইফুদ্দিন পশ্চিম মিনারটি পুনর্নির্মাণ করেন। তিনি মিনারের জন্য সোনা দিয়ে বড় অংকের অর্থ ব্যয় করেন।
১৩৬৭ ১৯৪৮ কারবালা শহরের তৎকালীন প্রশাসক সাইয়্যিদ আবদ আল-রাসুল আল-খালসি মাজারের চারপাশে একটি রাস্তা নির্মাণ করেন। তিনি মাজারের আঙিনাটিও প্রসারিত করেন।
১৪১১ ১৯৯১ শহরের অভ্যুত্থানের পরে, সদ্দাম হোসেনের সেনাবাহিনী দ্বারা সহিংস প্রতিশোধের ফলে মাজারে ব্যাপক ক্ষতি হয়।
১৪১৫ ১৯৯৪ ১৯৯১ সালে হওয়া ক্ষতির মেরামত সম্পন্ন হয়।[১২]
১৪২৫ ২০০৪ ২ মার্চ: আশুরা উপলক্ষে ৬টি বিস্ফোরণ ঘটে, যা ১৭৮ জনের মৃত্যু এবং ৫০০ জনের অধিক আহত করে।[১৩] occurred during the 'Āshūrā' commemorations, killing 178 people and wounding 500.[১৪][১৫]
১৪২৫ ২০০৪ ১৫ ডিসেম্বর: মাজারের গেটে একটি বোমা ফেটে অন্তত ৭ জন নিহত এবং ৩১ জন আহত হয়।[১৬][১৭]
১৪২৬ ২০০৬ ৫ জানুয়ারি: আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়।[১৮][১৯]
১৪২৮ ২০০৭ ১৪ এপ্রিল: মাজারের ২০০ মিটার দূরে আত্মঘাতী হামলায় অন্তত ৩৬ জন নিহত এবং ১৬০ জনের বেশি আহত হয়।[২০][২১]
১৪২৮ ২০০৭ ডিসেম্বর: মাজারের আঙিনার ওপর ছাদের নির্মাণ কাজ শুরু হয়, যা মাজার সম্প্রসারণের পরিকল্পনা।[২২]
১৪২৯ ২০০৮ ১৭ মার্চ: মাজারের নিকটবর্তী বাজারে একটি মহিলা আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪২ জন নিহত এবং ৫৮ জন আহত হয়।[২৩][২৪]
১৪২৯ ২০০৮ ১১ সেপ্টেম্বর: মাজার থেকে ৮০০ মিটার দূরে একটি বোমা ফেটে একজন নারী নিহত এবং ১২ জন আহত হয়।[২৫]
১৪৩০ ২০০৯ ১২ ফেব্রুয়ারি: আরবাইন উপলক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে ৮ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়।[২৬][২৭]
১৪৩১ ২০১০ আরবাইন উপলক্ষে হাজির হওয়া পুণ্যার্থীদের লক্ষ্য করে হামলা:
১ ফেব্রুয়ারি: একটি মহিলা আত্মঘাতী বোমা হামলায় ৫৪ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়।
৩ ফেব্রুয়ারি: বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত এবং ১৪৭ জনের বেশি আহত হয়।
৫ ফেব্রুয়ারি: দ্বিগুণ বোমা বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত এবং ১৫০ জন আহত হয়।[২৮]
3 February: A bomb blast killed at least 23 people and injured more than 147.[তথ্যসূত্র প্রয়োজন]
5 February: A double bomb-blast,[২৮] or a combination of a bomb-blast and mortar attack[২৮] killed at least 42 people and left 150 injured.[তথ্যসূত্র প্রয়োজন]
১৪৩৩ ২০১২ মাজারের চারপাশে ছাদ নির্মাণ কাজ সম্পন্ন হয়, পুণ্যার্থীদের অভিজ্ঞতা উন্নত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়।[২৯]
১৪৪১ ২০১৯ ১০ সেপ্টেম্বর: আশুরার সময় কারবালার পদদলনে ৩১ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Shimoni & Levine, 1974, p. 160.
  2. Aghaie, 2004, pp. 10-11.
  3. Interactive Maps: Sunni & Shia: The Worlds of Islam ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে, PBS, accessed 9 June 2007.
  4. al Musawi, 2006, p. 51.
  5. Litvak, 1998, p. 16.
  6. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৬ 
  7. "Archived copy"। ১৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৩ 
  8. "Imam Hussein Holy Shrine | Error"। ৩ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৬ 
  9. Zayd, Nasr Hamid Abu (১৯৯৯)। "Qadiyah al-Maraah Bayna Sindan al-Hadathah wa-Mitraqah al-Taqalid: Dirasah fi Tarikh al-Nusus"Alif: Journal of Comparative Poetics (19): 29। আইএসএসএন 1110-8673ডিওআই:10.2307/521927 
  10. Karbāsī, Muḥammad Ṣādiq Muḥammad; كرباسي، محمد صادق محمد،. (১৯৯৮)। Tārīkh al-marāqid : al-Ḥusayn wa-ahl baytihi wa-anṣārih। Markaz al-Ḥusaynī lil-Dirāsāt., مركز الحسيني للدراسات. (al-Ṭabʻah 1 সংস্করণ)। Landan: al-Markaz al-Ḥusaynīyah lil-Dirāsāt। আইএসবিএন 1-902490-08-8ওসিএলসি 122859166 
  11. Martin, Richard C., সম্পাদক (২০০৩)। Encyclopedia of Islam and the Muslim world। New York: Macmillan Reference USA। আইএসবিএন 0-02-865603-2। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৬ 
  12. Paul Lewis (১৩ আগস্ট ১৯৯৪)। "Karbala Journal; Who Hit the Mosques? Not Us, Baghdad Says"New York Times। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০০৮ 
  13. "In pictures: Karbala blasts"। BBC News। ২ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০০৮ 
  14. "Iraq Shias massacred on holy day"। BBC News। ২ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০০৮ 
  15. "Deadly attacks rock Baghdad, Karbala"। CNN.com। ২ মার্চ ২০০৪। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০০৮ 
  16. "Bomb at Shiite shrine kills seven on first day of Iraq's election campaign"USA Today। ১৫ ডিসেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০০৯ 
  17. "Bomb at Shiite shrine kills seven in violence, wounds 31 on first day of Iraq's election campaign"SignOnSanDiego.com। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০০৯ 
  18. "Iraq suicide bomb blasts kill 120"। BBC News। ৫ জানুয়ারি ২০০৬। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০০৮ 
  19. Oppel Jr, Richard A. (৬ জানুয়ারি ২০০৬)। "Up to 130 Killed in Iraq, Drawing a Shiite Warning"The New York Times। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০০৮ 
  20. "Iraq suicide bomb blasts kill 120"। BBC News। ১৪ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০০৮ 
  21. "Dozens slain as car bomb hits Iraqi bus station"। NBC News। ১৪ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০০৮ 
  22. تطورات مشروعي توسيع الحرم الحسيني المقدس وبناء المنشآت للطابق الثانيالعتبة الحسينية المقدسة (আরবি ভাষায়)। ১৮ ডিসেম্বর ২০০৭। ২৮ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১০ 
  23. "Dozens killed near Iraqi shrine"। BBC News। ১৭ মার্চ ২০০৮। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০০৮ 
  24. "Death toll from Karbala suicide bombing rises to 35"। Xinhua। ১৮ মার্চ ২০০৮। ২৩ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০০৮ 
  25. Jomana Karadsheh (১১ সেপ্টেম্বর ২০০৮)। "3 killed in Iraq shrine bombings"। CNN। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০০৮ 
  26. "Iraq Violence"। Associated Press। ১৩ ফেব্রুয়ারি ২০০৯। ১৮ জুলাই ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১০ 
  27. "Iraq - International Religious Freedom Report 2009"। U.S. Department of State। ২৬ অক্টোবর ২০০৯। ৩১ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১০ 
  28. "Deadly blasts hit Iraq Karbala city"। Al Jazeera। ৬ ফেব্রুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১০ 
  29. "Shrine of Husain ibn Ali"theshiapedia.com। সংগ্রহের তারিখ ২৭ মার্চ ২০১৫