ইকবাল খান চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইকবাল খান চৌধুরী
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন
কাজের মেয়াদ
২০১৬ – ২০১৯
পূর্বসূরীঅফিস সৃষ্ট
উত্তরসূরীমফিজুল ইসলাম
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1955-10-01) ১ অক্টোবর ১৯৫৫ (বয়স ৬৮)
বানিয়াচং, হবিগঞ্জ, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

ইকবাল খান চৌধুরী বাংলাদেশ সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ সরকারের সচিব এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন ছিলেন।[১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

ইকবাল খান হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ১৯৫৫ সালের ১ অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ১৯৭৬ সালে এলএলবি (সম্মান) ও ১৯৭৭ সালে এলএলএম ডিগ্রি লাভ করেন।[২][৩]

কর্মজীবন[সম্পাদনা]

ইকবাল খান চৌধুরী বিসিএস ১৯৮২ স্পেশাল ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সচিব পদে পদোন্নতি লাভের পর তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের প্রথম চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইকবাল খান আশা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।[২][৪][৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন ইকবাল খান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৯ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২ 
  2. "প্রতিযোগিতা কমিশনের প্রথম চেয়ারপারসন ইকবাল খান চৌধুরী"ঢাকাটাইমস। ২০ এপ্রিল ২০১৬। ৮ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২ 
  3. "আশা ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ইকবাল খান"জাগোনিউজ২৪.কম। ৬ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২ 
  4. "প্রথমবারের মতো বাংলাদেশে প্রতিযোগিতা কমিশন ॥ চেয়ারপার্সন নিযুক্ত হলেন ইকবাল খান চৌধুরী"দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস। ২১ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২ 
  5. "আশা ইউনিভার্সিটির নতুন ট্রেজারার ইকবাল খান"যায়যায়দিন। ৭ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২২