বিষয়বস্তুতে চলুন

আহমেদ মুনিরুছ সালেহীন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডক্টর
আহমেদ মুনিরুছ সালেহীন
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের সচিব
কাজের মেয়াদ
৫ মে ২০২০ – চলমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৫
শাঁখচূড়া গ্রাম, গফরগাঁও, ময়মনসিংহ
প্রাক্তন শিক্ষার্থীদ্য পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পেশাসরকারি কর্মকর্তা

ড. আহমেদ মুনিরুছ সালেহীন একজন বাংলাদেশি সরকারি কর্মকর্তা যিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি এই মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।[][]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আহমেদ মুনিরুছ সালেহীন ১৯৬৫ সালে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শাঁখচূড়া গ্রামের জন্মগ্রহণ করেন। পেশায় শিক্ষক পিতা এ বি মুসলেহ উদ্দিন আহমেদ ও মাতা হাজেরা খাতুনের নয় সন্তানের মধ্যে ছোট ছেলে তিনি।[]

তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। হিউবার্ট এইচ হামফ্রে ফেলো হিসেবে গ্র্যাজুয়েট স্টাডি সম্পন্ন করেছেন যুক্তরাষ্ট্রের দ্য পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ পলিসিতে অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেছেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

আহমেদ মুনিরুছ সালেহীন ১৯৯১ সালে কর্মকর্তা কাস্টমস ক্যাডারের একজন সদস্য হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের নবম ব্যাচের ক্যাডার সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।[]

২০০৯ সালে তিনি উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে প্রাইভেটাইজেশন কমিশনে কাজ করেন। এর পর অর্থবিভাগে উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ৫ মে ২০২০ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।[][]

  • সালেহীনের লেখা ৪টি গ্রন্থ রয়েছে। এগুলো হলো-
  • যে মুক্তিযোদ্ধার নাম ছিল জননী
  • যেতে যেতে পথে
  • বালু ও ফেনা
  • হাকুনা মাতাতা[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ড. আহমেদ মুনিরুছ সালেহীন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৪ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০ 
  2. "প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হলেন ড. সালেহীন"বাংলা ট্রিবিউন। ৩০ এপ্রিল ২০২০। ১ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২০ 
  3. "মনিরুস সালেহীন এর বই সমূহ অনলাইনে কিনুন | বইবাজার.কম"BoiBazar.com। সংগ্রহের তারিখ ২০২১-০৬-২৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]