আহমদ কায়কাউস
আহমদ কায়কাউস | |
---|---|
বিকল্প নির্বাহী পরিচালক বিশ্ব ব্যাংক | |
কাজের মেয়াদ ৮ ডিসেম্বর ২০২২ – ৭ ফেব্রুয়ারি ২০২৪ | |
পূর্বসূরী | মোঃ শফিউল আলম |
উত্তরসূরী | শরিফা খান |
মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয় | |
কাজের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০১৯ – ৭ ডিসেম্বর ২০২২ | |
প্রধানমন্ত্রী | শেখ হাসিনা |
পূর্বসূরী | নজিবুর রহমান |
উত্তরসূরী | মোঃ তোফাজ্জল হোসেন মিয়া |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | পটিয়া, চট্টগ্রাম জেলা, বাংলাদেশ | ১ জানুয়ারি ১৯৬১
জাতীয়তা | বাংলাদেশি |
দাম্পত্য সঙ্গী | মাফরুহা আহমদ |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, টেক্সাস বিশ্ববিদ্যালয় |
পেশা | সরকারি কর্মকর্তা |
আহমদ কায়কাউস একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি সরকারি কর্মকর্তা। তিনি বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ডঃ কায়কাউস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজের উন্নয়ন অর্থনীতি কেন্দ্র থেকে কলাবিদ্যায় স্নাতকোত্তর উপাধি (এমএ ডিগ্রি) অর্জন করেন।[২] পরবর্তীতে ডালাসের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে জননীতি ও রাজনৈতিক অর্থনীতি বিষয়ের উপর গবেষণা করে ডক্টরেট উপাধি (পিএইচডি) লাভ করেন।[২]
কর্মজীবন
[সম্পাদনা]ডঃ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে প্রশাসন ক্যাডারে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন।[২] কর্মজীবনের শুরুতে তিনি নেজারত ডেপুটি কালেক্টর, সহকারী কমিশনার ও কগনিজেন্স ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। পরবর্তীতে বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করেন। ২০১৬ সালের ১৫ ডিসেম্বর তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বিদ্যুৎ বিভাগে ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারিতে তিনি সচিব ও ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি পান।[২][৩] তিনি ২০২২ সালের ৮ ডিসেম্বর সরকারি চাকুরী থেকে অবসরে যান এবং বিশ্বব্যাংকে যোগদান করেন।[৪] ৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে তাঁকে বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।[৫] ৬ মার্চ ২০২৪ সালে কায়কাউসকে অবসরোত্তর ছুটি (পিআরএল) প্রদান করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।[৬][৭] তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ এবং টেক্সাসের কলিন কলেজে অধ্যাপনা করেছেন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "PM's principal secretary Kaikaus gets extension for 2 years"। The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৫।
- ↑ ক খ গ ঘ "ড. আহমদ কায়কাউস"। বিদ্যুৎ বিভাগ। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "নতুন মুখ্য সচিব আহমদ কায়কাউস"। বিডিনিউজ। ২৯ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯।
- ↑ "বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হচ্ছেন আহমদ কায়কাউস"। banglanews24.com। ২০২২-১২-০৫। সংগ্রহের তারিখ ২০২২-১২-০৬।
- ↑ "বিশ্বব্যাংকে থাকছেন না সাবেক মুখ্যসচিব আহমদ কায়কাউস"। প্রথম আলো। ২০২৪-০২-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০২-০৮।
- ↑ "ড. আহমদ কায়কাউস (৩৫০১) এর স্থগিতকৃত অবসর-উত্তর ছুটি (পিআরএল) পুুনর্বহাল সংক্রান্ত" (পিডিএফ)। জনপ্রশাসন মন্ত্রণালয়। ৬ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৪।
- ↑ "আহমদ কায়কাউসের পিআরএল পুনর্বহাল"। বাংলানিউজ২৪। ২০২৪-০৩-০৬। সংগ্রহের তারিখ ২০২৪-০৩-০৭।
- ↑ "Dr. Ahmad Kaikaus"। Ministry of Power, Energy and Mineral Resources। ১১ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২।