আশ শিফা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(আল শিফা থেকে পুনর্নির্দেশিত)

আশ শিফা (আল শিফা বা শিফা শরিফ বা শেফা শরিফ আরবি : الشفاء ইংরেজি Al Shifa) একটি হাদিস গ্রন্থের নাম । যার পূর্ণ নাম হল ' আশ শিফা বিতা'রিফি হুকুকিল মুস্তাফা (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) (আরবি/উর্দু-তে এর পূর্ণ নাম হল : الشفاء بتعریف حقوق المصطفی ইংরেজি : Al-Shifa Be-Ta'rifi Huquq Al-Mustafa) মহানবি মুহাম্মাদ (দ:) এর গুণ বর্ণনা, মর্যাদা , ফজিলত ও মু'জিযা এবং তার মহান সীরাতের উপর প্রণীত এক প্রসিদ্ধ গ্রন্থ এটি ।

গ্রন্থকার[সম্পাদনা]

এই বিখ্যাত হাদিস গ্রন্থের লেখক হলেন আল্লামা ইমাম কাজী আয়াজ (রাহ)[১] আল শিফা ছাড়া তিনি আরও বহু গ্রন্থের রচয়িতা । তিনি ছিলেন সুবিজ্ঞ মুহাদ্দিস ও ফকিহ ।

অনুবাদ[সম্পাদনা]

আরবি ভাষায় রচিত এই গ্রন্থটি পরবর্তীতে দেশ-বিদেশে একাধিক ভাষায় অনুবাদিত হয়েছে । উর্দুতেও এর অনুবাদ প্রকাশ হয়েছে । বাংলাদেশের বিজ্ঞ মুহাদ্দিসগণ এই অমুল্য গ্রন্থটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন এবং তা সফল ভাবে প্রকাশ করেছেন ।[২] এ দেশের পাঠকমহল মাতৃভাষা বাংলায় এ মুল্যবান গ্রন্থখানি পেয়ে নিজেকে ধন্য মনে করছেন ।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. বুস্তানুল মুহাদ্দিসীন : শাহ আবদুল আজিজ মুহাদ্দিস দেহলভি
  2. বাংলা অনুবাদ : আশ শিফা বিতা'রীফি হুকুকিল মুস্তফা - আল্লামা ইমাম কাজী আয়াজ আন্দালুসী (রাহ)