আল্লাই তেহসিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আল্লাই তেহসিল
তেহসিল
দেশ পাকিস্তান
প্রদেশ খাইবার পাখতুনখোয়া
জেলাবট্টগ্রাম জেলা
সদরদপ্তরআল্লাই
জনসংখ্যা (২০১৭)[১]
 • মোট১,৮০,৪১৪

আল্লাই পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের বট্টগ্রাম জেলার একটি তেহসিল। এটি আল্লাই উপত্যকার আবাস।

ইতিহাস[সম্পাদনা]

উপত্যকাটি ১৯৪৯ সাল পর্যন্ত বিবল খানদের (উপজাতীয় শাসক) দ্বারা শাসিত ছিল, যখন তারা পাকিস্তানের সাথে সংযুক্তিকরণের চুক্তিতে স্বাক্ষর করেছিল। ১৯৭১ সালে, আল্লাই বট্টগ্রাম মহকুমার একটি প্রশাসনিক অংশ হিসেবে পাকিস্তানে একীভূত হয়। ১৯৯৩ সালে, বট্টগ্রামকে একটি জেলার মর্যাদায় উন্নীত করা হয় এবং আল্লাই এর একটি মহকুমায় পরিণত হয়।

২০০৫ সালের ভূমিকম্প[সম্পাদনা]

৮ অক্টোবর ২০০৫- এ কাশ্মীর ভূমিকম্পে আলাই উপত্যকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ভূমিকম্পের ফলে তারের পথটি ধ্বংস হয়ে যায় যা দিয়ে বাসিন্দারা সিন্ধু নদী পার হতো।[২]

প্রশাসন[সম্পাদনা]

আল্লাই বট্টগ্রাম জেলার দুটি তেহসিল বা মহকুমাগুলির মধ্যে একটি। আল্লায় আটটি ইউনিয়ন পরিষদ রয়েছে:[৩]

ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পরিষদ
বান্না বাতিলা
বটকুল বিয়ারি
জাম্বরা পশতু
রাশঙ সাকরগাহ

'খান সংস্কৃতি', শক্তিশালী উপজাতি/সামন্ত প্রধানদের দ্বারা চিহ্নিত, এখনও আল্লাই উপত্যকায় প্রভাবশালী।

ভূগোল[সম্পাদনা]

আল্লাই উপত্যকা উত্তরে কোহিস্তান এবং পূর্বে কাঘান উপত্যকা, দক্ষিণে দেশিওয়ালদের নান্দিয়ারহ ও দেশি এবং পশ্চিমে সিন্ধু নদী দ্বারা বেষ্টিত। উপত্যকাটি উত্তরে কোহিস্তান থেকে ১৫,০০০ ফুট (৪,৬০০ মি) উপরে উত্থিত পর্বতমালা এবং আফগানিস্তান সীমান্ত থেকে থাকোটের উপরে সিন্ধু পর্যন্ত প্রবাহিত অন্য একটি পর্বতমালা দ্বারা নান্দিয়ার এবং দেশি থেকে বিভক্ত। আল্লাই উপত্যকার গড় প্রস্থ প্রায় ১২–১৫ মাইল (১৯–২৪ কিমি) এবং মোট এলাকা ২০০ বর্গমাইল (৫২০ কিমি)। পূর্ব প্রান্তে পাহাড়ের ঢালে বনভূমি আবৃত।[৪]

অর্থনীতি[সম্পাদনা]

গম, বার্লি, ভুট্টা এবং ধান হল প্রাথমিক ফসল।

জনসংখ্যা[সম্পাদনা]

এলাকাটি প্রধানত পশতু-ভাষী উপজাতিদের দ্বারা অধ্যুষিত,[৫] আল্লাই প্রধানত সোয়াতি পশতুন এবং কিছু ইউসুফজাইদের দ্বারা জনবহুল। সোয়াতিদের প্রধান উপজাতি হল বিবল উপজাতি।[মৌলিক গবেষণা?] পশতুন (পাঠান) উপজাতিরা অনেক খেলা বা উপ-বিভাগে বিভক্ত, যেমন আশরাল, সাহেবজাদগান, আখুন্দ খেলা, তোর, সামকোরি, মাদা খেলা, মাহাবত খেলা, মুসা খেলা, মুল্লা খেলা, রাজা খেলা এবং জালুঙ্গিয়াল।

পশতুন (পাঠান) উপজাতিরা অনেক খেল বা উপ-বিভাগে বিভক্ত, যেমন আশরাল, সাহেবজাদগান, আখুন্দ খেল, তোর, সামকোরি, মাদা খেল, মহাবত খেল, মুসা খেল, মুল্লা খেল, রাজা খেল এবং জালুঙ্গিয়াল। উপত্যকার অন্যান্য অ-পশতুভাষী উপজাতি হল গুজ্জর এবং কোহিস্তানি।[মৌলিক গবেষণা?]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "DISTRICT AND TEHSIL LEVEL POPULATION SUMMARY WITH REGION BREAKUP: KHYBER PAKHTUNKHWA" (পিডিএফ)Pakistan Bureau of Statistics। ২০১৮-০১-০৩। ২০১৮-০৪-২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১৯ 
  2. Restoring the "high way" home to the Allai Valley, northern Pakistan - UNHCR
  3. Tehsils & Unions in the District of Battagram - Government of Pakistan ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ফেব্রুয়ারি ৯, ২০১২ তারিখে
  4. Wylly, Harold Carmichael (১৯১২)। From the Black Mountain to Waziristan: Being an Account of the Border Countries and the More Turbulent of the Tribes Controlled by the North-west Frontier Province, and of Our Military Relations with Them in the Past (ইংরেজি ভাষায়)। Macmillan। পৃষ্ঠা 24 
  5. Some of whom are Pashtuns and some allied tribes