আলাপ:১৮৭৬ সালের ঘূর্ণিঝড় (বাংলাদেশ)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম পরিবর্তন প্রসঙ্গে[সম্পাদনা]

@Aftabuzzaman: সালাম ‍নিবেন, আমি মনে করি নিবন্ধটির নাম ১৮৭৬-এর বাংলাদেশ ঘূর্ণিঝড় এর পরিবর্তে ১৮৭৬ সালের ঘূর্ণিঝড় (বাংলাদেশ) বেশি যুক্তিযুক্ত মনেকরি।
  • ১৮৭৬ সালে বাংলাদেশ নামটি ছিল না, তবু যেহেতু বর্তমান বাংলাদেশের অংশ তাই বাংলাদেশ বন্ধনীর মধ্যে রাখতে চেয়েছিলাম।
  • যেকোন নিবন্ধের নাম বানান শুদ্ধের ইস্যু ব্যতিত জানিয়ে পরিবর্তন করলে ভাল মনে করি।

যেকোন প্রশাসকের সিদ্ধান্তই চুড়ান্ত মনে করি তাই আমি পরিবর্তন মেনে নিচ্ছি তবে পক্ষে মতামত পেলে ভাল লাগবে। শূভেচ্ছা রইল :) মাহফুজ আলাপ

প্রণেতার অনুরোধে স্থানান্তর  করা হয়েছে --আফতাব (আলাপ) ১৬:৪৬, ৩ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

আপনাকে ধন্যবাদ মাহফুজ আলাপ

শিরোনাম পরিবর্তন[সম্পাদনা]

@Aftabuzzaman:,

ঘূর্ণিঝড়টি ১৮৭৬ সালে সংগঠিত হয়, যা বাংলাদেশ গঠনের প্রায় ১০০ বছর ঘটনা। ফলে নিবন্ধের শিরোনামের সাথে বাংলাদেশ শব্দটি যুক্তিযুক্ত মনে হচ্ছে না। এছাড়া ইতিহাসের ঘটনাকে বর্তমান সময়ের সাথে মিলিয়ে ফেলা উচিত নয়। নিবন্ধের শিরোনামের জন্য ইংরেজি উইকিপিডিয়াকে অনুসরণ কারা যেতে পারে। নিবন্ধের শিরোনাম ১৮৭৬ বেঙ্গল সাইক্লোন বা ১৮৭৬ বেঙ্গল ঘূর্ণিঝড় রাখা যেতে পারে। ... যেহেতু সেই সময়ের সরকারি ভাবে বেঙ্গল শব্দটি ব্যবহৃত হত। ... খাঁ শুভেন্দু (আলাপ) ০৫:৫৫, ২৯ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]