আলাপ:হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

১৯৪৭, ১৯৪৯[সম্পাদনা]

৪৭ সালে অখন্ড বাংলার বিষয়ে সোহরাওয়ার্দির প্রস্তাবে শরত্‍ বসু ছাড়া কংগ্রেসের আর কেউ একমত হননি, কথাটা মানা কঠিন । প্রকৃতপক্ষে শরত্‍ বসু , আবুল হাশিম এবং আরো কিছু নেতা অখন্ড বাংলার জন্য কাজ করছিলেন । শেষ দিকে সোহরাওয়ার্দির নিজের ভূমিকা ছিল রহস্যময় এবং তা থেকে বোঝা যায় যে তিনি, বলা যেতে পারে, বিট্রে করেছিলেন । আবুল হাশিমের সন্তান জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা বদরউদ্দীন উমর রচিত বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি বইতে এ বিষয়ে আলোচনা আছে । সোহরাওয়ার্দি নন, ওই সময় সাংস্কৃতিক অখন্ডতার জন্য শরত্‍ বসুর নেতৃত্বে তত্‍পরতা ছিল ।

১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন মওলানা ভাসানী ও তরুণ নেতারা । প্রায় একই সময় পশ্চিম পাকিস্তানে ওয়ালী নেওয়াজরা আরেকটি আওয়ামী লীগ চালু করেন । দুটি বিচ্ছিন্ন ঘটনা নয়, কিন্তু আলাদাভাবে করা হয় । সোহরাওয়ার্দী তখন সদ্য কলকাতা থেকে ব্যবসা গুটিয়ে পশ্চিম পাকিস্তানে । তিনি ফিরলে তাঁকে সভাপতি করে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় । তাই সোহরাওয়ার্দীর অনুসারীরা (পরবর্তীতে যারা মার্কিনপন্থী?) আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন কথাটা নিয়ে সংশয়ের অবকাশ আছে, বরং ভাসানী-শামসুল হকরাই দলটি প্রতিষ্ঠা করেছেন এটা পরিষ্কার ।

১৯৪৭, ১৯৪৯[সম্পাদনা]

৪৭ সালে অখন্ড বাংলার বিষয়ে সোহরাওয়ার্দির প্রস্তাবে শরত্‍ বসু ছাড়া কংগ্রেসের আর কেউ একমত হননি, কথাটা মানা কঠিন । প্রকৃতপক্ষে শরত্‍ বসু , আবুল হাশিম এবং আরো কিছু নেতা অখন্ড বাংলার জন্য কাজ করছিলেন । শেষ দিকে সোহরাওয়ার্দির নিজের ভূমিকা ছিল রহস্যময় এবং তা থেকে বোঝা যায় যে তিনি, বলা যেতে পারে, বিট্রে করেছিলেন । আবুল হাশিমের সন্তান জাতীয় মুক্তি কাউন্সিলের নেতা বদরউদ্দীন উমর রচিত বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি বইতে এ বিষয়ে আলোচনা আছে । সোহরাওয়ার্দি নন, ওই সময় সাংস্কৃতিক অখন্ডতার জন্য শরত্‍ বসুর নেতৃত্বে তত্‍পরতা ছিল ।

১৯৪৯ সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন মওলানা ভাসানী ও তরুণ নেতারা । প্রায় একই সময় পশ্চিম পাকিস্তানে ওয়ালী নেওয়াজরা আরেকটি আওয়ামী লীগ চালু করেন । দুটি বিচ্ছিন্ন ঘটনা নয়, কিন্তু আলাদাভাবে করা হয় । সোহরাওয়ার্দী তখন সদ্য কলকাতা থেকে ব্যবসা গুটিয়ে পশ্চিম পাকিস্তানে । তিনি ফিরলে তাঁকে সভাপতি করে নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় । তাই সোহরাওয়ার্দীর অনুসারীরা (পরবর্তীতে যারা মার্কিনপন্থী?) আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছেন কথাটা নিয়ে সংশয়ের অবকাশ আছে, বরং ভাসানী-শামসুল হকরাই দলটি প্রতিষ্ঠা করেছেন এটা পরিষ্কার । Kobita35 (talk) ০৬:০৩, ১ ডিসেম্বর ২০০৯ (ইউটিসি)[উত্তর দিন]