আলাপ:হুসাইন আহমদ মাদানির শিষ্যদের তালিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জানুয়ারি ২০২২[সম্পাদনা]

@Nabil: ভাই, শিষ্য দুই ধরনের হতে পারে। ১. সাধারণ শিষ্য, ২. উত্তরসূরী মনোনীত শিষ্য। আমি এখানে যাদের অন্তর্ভুক্ত করেছি তারা মূলত উত্তরসূরী মনোনীত শিষ্য বা খলিফা। আপনার পরবর্তীতে যোগকৃত ২ জন, তারা মনে হয় সাধারণ শিষ্য ছিলেন। কারণ উত্তরসূরী মনোনীত শিষ্য বা খলিফাদের সংখ্যা ফিক্সড, সংখ্যাটা ১৬৭। যাদের নাম-ঠিকানা সব বইয়ে একই রকম। এখন দুইটা কাজ করা যায়। হয় নামগুলো বাদ দেওয়া। অথবা নিবন্ধের ভাষায় পরিবর্তন আনা।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৬:০৭, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

প্রিয়@Owais Al Qarni, ধন্যবাদ অবহিত করার জন্য। পূর্বের সম্পাদনার ফিরিয়ে নিন অনুগ্রহ করেন। তবে আমার পরামর্শ থাকবে শিষ্যদের মধ্যে উল্লেখযোগ্যদের নাম অন্তর্ভুক্ত করুন। প্রয়োজনে আরও একটি পরিচ্ছেদ যোগ করে নিন। -- নাবিল ১৭:০৪, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। হুসাইন আহমদ মাদানির শিষ্যদের তালিকা#অন্যান্য শিষ্য তৈরি করা হল।–ধর্মমন্ত্রী (আলাপ) ১৮:৫২, ৫ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]