আলাপ:হিজড়া (ভারতীয় উপমহাদেশ)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Sharif Uddin কর্তৃক ৭ বছর পূর্বে "হিজড়া অর্থ কী?" অনুচ্ছেদে

হিজড়া অর্থ কী?[সম্পাদনা]

এই নিবন্ধের শুরুতে বলা হয়েছে ‘হিজড়া দক্ষিণ এশিয়ায় ব্যবহৃত একটি পরিভাষা বিশেষ করে, ভারতের রূপান্তরকামী বা রূপান্তরিত লিঙ্গের নারীদের (পুরুষ-হতে-নারীতে রূপান্তরিত লিঙ্গ) বুঝিয়ে থাকে।’ তথ্যসূত্র থাকলেও এ কথা আদৌ সত্য নয়। হিজড়া শীর্ষক নিবন্ধেও লেখা হয়েছে, ‘হিজড়া বলতে সাধারণত দক্ষিণ এশিয়ার রূপান্তরিত নারীদেরকে বোঝানো হয়।’ অন্তত: বাংলাদেশ এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে হিজড়া একটি মিশ্রলিঙ্গার্থক শব্দ এরা জন্মগতভাবে তৃতীয় লিঙ্গ। এরা কোনও ক্রমে রূপান্তরকামী নয় যদিও হিজড়া সম্প্রদায় প্রায়শঃ অনেক মানুষকে বলপূর্বক লিঙ্গাতরে বাধ্য করে। তথ্যসূত্র থাকলেই অসত্য বর্ণনা উইকিপিডিয়ায় গ্রহণ করা সমীচীন হবে না। সম্পাদককে যাচাই করে নিতে হবে। -- Faizul Latif Chowdhury (আলাপ) ০৫:৩৩, ২১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফয়জুল ভাই, নিবন্ধটির যে সংস্করণের কথা আপনি বলছেন, তা আমি ইংরেজি উইকির অনুবাদ অনুসারে করেছি। তাছাড়া এও উল্লেখ করেছি, "বাংলা ভাষায়, হিজড়া বলতে আন্তঃলিঙ্গ ব্যক্তিবর্গকেও বোঝানো হয়, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্রোমোজোমের ত্রুটির কারণে জন্মগত যৌন প্রতিবন্ধী ব্যক্তি, যাদের জন্মপরবর্তী লিঙ্গ নির্ধারণে জটিলতা দেখা দেয়। সাধারণত অধিকাংশ হিজড়াই স্বাভাবিক পুরুষের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে জন্মগ্রহণকারী, এদের মধ্যে আন্তঃলিঙ্গ বৈচিত্র্য নিয়ে জন্মানো সদস্য খুবই অল্পসংখ্যক।[৪]কিছু হিজড়া সম্প্রদায়ে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত করার পূর্বে তাদেরকে "নির্বাণ" নামক এক আচার পালন করতে হয়, যেখানে শিশ্ন, শুক্রথলি এবং শুক্রাশয়দ্বয় অপসারণ করা হয়।" ব্যক্তিগতভাবে আমি হিজড়াদের ব্যাপারে আরও স্পষ্টভাবে জানার জন্য আগ্রহী এবং এ বিষয়ে আমার প্রত্যক্ষ অনুসন্ধানের ইচ্ছা আছে যে হিজড়াদের কত ভাগ আন্তঃলিঙ্গ ও কতভাগ রূপান্তরিত লিঙ্গ। আপনার নিজস্ব কোন অনুসন্ধানী অভিজ্ঞতা যদি থেকে থাকে তাহলে তা বিস্তারিতভাবে বিবৃত করলে উপকৃত হবো। কারণ জানার ক্ষেত্রে শেষ কথা বলে কিছু নেই অর্থাৎ জানার কোন শেষ নেই। ধন্যবাদান্তে, শরীফ (আলাপ) ১৭:১৬, ২১ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন