আলাপ:হাবিবুর রহমান আজমি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নাম পরিবর্তন[সম্পাদনা]

আরবি নাম থেকে বাংলা নামে পরিবর্তন করা হল। - ওয়াইস আলাপ ১৩:২১, ৫ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Owais Al Qarni:কিন্তু আগের নামটাই তো উপযুক্ত মনে হচ্ছিল। A. Shohag ০২:৪২, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@ShohagS: ওটা আরবি নাম। যেমনঃ আমরা বলি কাজী নজরুল ইসলাম। কিন্তু এটাকে আরবিতে বললে হবে কাদী নদর আল ইসলাম। এখন আমরা কোনটা ইউজ করি, বাংলা নাকি আরবি??? তাই ধর্মীয় অঙ্গনে এই নামটা ব্যবহৃত হয়। - ওয়াইস আলাপ ০৩:১৩, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni:ভাই একই পেজ দুইজন অনুবাদ করলে তো সমস্যা হবেই। যেমনটা হয়েছে আব্দুল আজিজ (পাকিস্তানি আলেম) এর সময়। ভাই, একটু আমকে রেপ্স্ন্স করেন তাইলে এরকম সমস্যা হবে নাহ। আমার টক পাতা দেখেন। A. Shohag ০৫:২০, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]