আলাপ:হাতিয়াড়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপসারণের আপত্তি[সম্পাদনা]

{{db-nocontent}} প্রযোজ্য নয়। আনুসঙ্গিক ইংরাজি নিবন্ধটি দয়া করিয়া দেখুন। ধন্যবাদ, --Buzzzman (আলাপ) ০৭:১৯, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Buzzzman, যুদ্ধমন্ত্রী আপনার আলাপ পাতায় আপনাকে যে কারণটি বলেছেন, সেটিই {{db-nocontent}} ট্যাগ লাগানোর পেছনে কারণ ছিল। বাংলা উইকিতে এক দু লাইনের নিবন্ধগুলি তৈরীকে নিরুৎসাহিত করা হয়ে থাকে। এতে নিবন্ধের সংখ্যা বাড়লেও গুণমান বজায় থাকে না। আর একটি কথা, ট্যাগ থাকলে দমে যাবেন না, নিবন্ধকে আরো উন্নত করার জন্যই ওটির সৃষ্টি কারা হয়েছে। আশা করি, নিবন্ধগুলিকে আরো বড় ও উইকিসম্মত করবেন। আপনার বাংলা উইকি যাত্রা শুভ হোক। B. Mandal (আলাপ) ১২:৪৪, ৩ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

আলোচনা না করে ট্যাগ অপসারণে আপত্তি[সম্পাদনা]

Buzzzman, দয়া করে আলোচনা না করে ট্যাগ অপসারণ করবেন না। এই নিবন্ধে {{notability}} ট্যাগটি বাংলা ঊইকিপিডিয়ার একজন অভিজ্ঞ প্রশাসক Bellayet দিয়েছেন। তাঁর (আলাপ) পাতা বা এই নিবন্ধের আলাপ পাতায় আপনার বক্তব্য জানান। তারপর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলা উইকিতে আপনার যাত্রা শুভ হোক। B. Mandal (আলাপ) ১৭:২২, ৪ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

উল্লেখযোগ্যতা[সম্পাদনা]

যে তথ্যসূত্রগুলি দেওয়া হয়েছে সেগুলি আমার মনে হয় WP:GNG অতিক্রম করার জন্য যথেষ্ঠ।--Buzzzman (আলাপ) ০৬:১৯, ১১ সেপ্টেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]