আলাপ:সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুন্দরবনের দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্যটি বাংলাদেশের একটি সংরক্ষিত বন, যা 36,970 হেক্টর ম্যানগ্রোভ বন এলাকার উপর বিস্তৃত। এটি পশ্চিমবঙ্গের সুন্দরবন ন্যাশনাল পার্কের পাশে অবস্থিত। সুন্দরবন তিন সুন্দরবনের বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে অন্যতম, সুন্দরবনের পূর্ব বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্র এবং সুন্দরবনের পশ্চিম বন্যপ্রাণী অভয়ারণ্য।

উদ্ভিদকুল[সম্পাদনা]

গেওয়া (Euphorbiaceae) গাছটি আশ্রয়স্থলটির প্রধানতম কাঠিন্য প্রজাতির। অন্য গাছের মধে্য প্রচুর পরিমাণে রয়েছে সুন্দরী (Heritiera fomes) গাছ। যেসব এলাকায় সুন্দরী গাছটি কার্যকরভাবে পুনর্জীবিত হয় না, সেগুলি বৃদ্ধির জন্য কৃত্রিমভাবে তৈরি হয়।

পরিবেশ[সম্পাদনা]

লবণাক্ততা মাত্রা ঋতু ভেদে ব্যাপকভাবে পরিবর্তিত হয়। এটি সম্ভবত মধ্যপন্থী লবণাক্ততার অপেক্ষাকৃত দীর্ঘ সময়কালের একটি অঞ্চলকে প্রতিনিধিত্ব করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

Sundarbans South Wildlife Sanctuary

প্রবেশমুখ, করমজল, সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য
করমজল, সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য
করমজল, সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য
করমজল, সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য
করমজল, সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য
করমজল, সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য
করমজল, সুন্দরবন দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্য