আলাপ:সিদ্দিকুর রহমান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Wikitanvir কর্তৃক ১৩ বছর পূর্বে "মূল নাম ও মায়ের নাম" অনুচ্ছেদে

মূল নাম ও মায়ের নাম[সম্পাদনা]

প্রথম আলোসহ বেশকিছু পত্রিকায় সিদ্দিকুর রহমান লেখা থাকলেও তাঁর নাম বোধহয় মোহাম্মদ সিদ্দিকুর রহমান (তথ্যসূত্র)। সেক্ষেত্রে আমরা কোন শিরোনামে নিবন্ধটা রাখবো?
প্রথম আলোয় লেখা দেখলাম তাঁর বাবার স্ত্রীর নাম মনোয়ারা বেগম (ধরে নিলাম তাঁর মা-ই) (যা তথ্যসূত্রসহ নিবন্ধে উল্লেখ করেছি)। আমার দেশে লেখা দেখি মায়ের নাম ফিরোজা বেগম (তথ্যসূত্র)। যাই কই? —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৮:৫৭, ১১ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন

অপেক্ষা করুন, আরও একাধিক তথ্যসূত্র পেলে বা পত্রিকার চেয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া গেলে, সে অনুযায়ী তথ্য যোগ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৩৪, ১২ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন
বাবা দুই বিয়ে করতে পারেন। তখন একটা সৎ মা, আরেকটা বায়োলজিকাল মা। :)
পত্রিকার চেয়ে নির্ভরযোগ্য সূত্র পাওয়া না গেলে, একাধিক সূত্র যা সমর্থন করে সেটি দেওয়া যেতে পারে। — তানভিরআলাপ০৩:৪৫, ১২ নভেম্বর ২০১০ (ইউটিসি)উত্তর দিন