আলাপ:সত্যেন্দ্রনাথ বসু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

When there is a link to calcutta do you need to explain where calcutta is? — Dr.saptarshi (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আসলে কারণটা এরকম, ইংরেজি উইকিপিডিয়ার উদাহরণ দেখুন, ওখানে কিন্তু বিভিন্ন অঞ্চল,যেমন যশোর, ঢাকা, মুন্সিগঞ্জ ইত্যাদি উল্লেখের সময় বলা হয় "in Jessore, Bengal (now part of Bangladesh)". এই ক্ষেত্রেও একই রীতি অনুসরন করা হয়েছে। সত্যেন্দ্রনাথের জন্মের সময় তো পশ্চিমবঙ্গ রাজ্য ছিলোনা, কাজেই পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা বলাটা ভূল হবে। --রাগিব ০৮:১৪, ১১ জুন ২০০৬ (ইউটিসি)[উত্তর দিন]
বোস‌-আইনস্টাইন সংখ্যা তত্ত্ব নিয়ে নিবন্ধ লেখার কেউ কি নাই?? 203.188.254.154 ১৫:২৯, ২৬ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
এখন যেটা সিরডাপ মিলনায়তন, সেখানে বসু এক সময় থাকতেন। এর ছবি কী এই নিবন্ধে যোগ করা যায়? Munirhasan ১৫:৩৫, ২৭ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
সেখানে যদি পুরাতন ভবন থাকে যেখানে বসু থাকতেন তাহলে দেওয়া যাবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:৫২, ২৭ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]
মূলভবনটাই। চামেলী ভবন নামে পরিচিত। খালি রং‌টং করা হয়েছে। ‌Munirhasan ১৭:০৩, ২৮ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

সংখ্যাতত্ত্ব[সম্পাদনা]

আমি ব্যাপারটা লেখার চেষ্টা করছি। আপাতত বালা নিয়ে ভাবছি না। তবে Physics-এর কেউ যদি ধরতেন তাহলে ভালো হয়। আর হ্যা ছবির বামদিকের ফাকাঁ অংশটা কেই ঠিক করবেন। Munirhasan ১৭:০৩, ২৮ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

বোস‌-আইনস্টাইন সংখ্যাতত্ত্ব অনুচ্ছেদ টি পুনলিখনের অনুরোধ করছি। অনুচ্ছেদে বেশ কিছু কঠিন শব্দ যেমন প্রপঞ্চ ব্যবহার করা হয়েছে, শব্দগুলো আরো সহজ করার দিকে নজর দিতে হবে। অনুচ্ছেদে ভুলের যে বর্ণনা দেওয়া হয়েছে তা আরও বুঝিয়ে লেখা উচিত (আমি বুঝি নাই)। সম্ভবত বাক্যগঠনে সমস্যা আছে। আশা করবো এ ব্যাপারগুলোর দিকে নিবন্ধদাতা নজর রাখবেন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪৯, ৩০ জানুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]

ভুলের ব্যাপারটা রেশ জটিলই! অরিজিনাল ফিজিক্সওয়ালাদের জন্য কিছুদিন রাখবো। নাহলে আমার আবার লিখতে হবে আর কি! আর ইংরেজীতে একটা উদাহরণ দেওয়া আছে ওটাও এখসানে লিখলে ভাল।Munirhasan ১৫:২৭, ৪ ফেব্রুয়ারি ২০০৮ (ইউটিসি)[উত্তর দিন]