আলাপ:সচিত্র সেনানায়েকে

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সচিত্র না সচিত্রা না সচিথ্রা?[সম্পাদনা]

বাংলায় সচিত্র নামটাই মনে হয় বহুল প্রচলিত। প্রচলিত বানান হিসেবে, আমার মতে এই নিবন্ধটাকে সচিত্র সেনানায়েকে-তে সরিয়ে নেওয়া উচিত। সচিথ্রা সেনানায়েকে মাত্র ৭টি হিট, তাও উইকির

সচিত্রা সেনানায়েকে, ৯৩৪টি হিট

সচিত্র সেনানায়েকে, ২৬৩০ টি হিট শোভন (আলাপ) ১০:২৩, ১২ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ শোভন, আপনাকে হিট অনুযায়ী নাম পরিবর্তনের পরামর্শের জন্যে। এমনিতেই শ্রীলঙ্কান নাম তো, বেশ বিদঘুঁটে! হিটের তালিকায় আরও আছে - সচিত্র সেনানায়ে[ক] (১০৪০), সচিত্রা সেনানায়ে[ক] (৪১৩)। নিয়মিত ব্যবহারকারী হিসেবে যদি শুরুতেই ব্যক্ত করতেন তো ভালো হতো! কেননা -
এর সাথে টেমপ্লেট জড়িত। জড়িত আছে আরও কয়েকটি নিবন্ধ (একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাট্রিকের তালিকা, ২০১২ এশিয়া কাপ, নাথান ম্যাককুলাম, ২০১৩ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর ...)। নিবন্ধ সৃষ্ট হলে আলোচনা-সমালোচনা থাকবেই। সে যাইহোক - সচিত্র সেনানায়েকে নামে স্থানান্তর করে বাকীগুলো পুণঃনির্দেশনা দিচ্ছি। আপনার অবদানের জন্য ধন্যবাদ। নিয়মিত ব্যবহারকারী হিসেবে আরও নিয়মিত থাকবেন এ প্রত্যাশা করছি। - Subrata Roy (আলাপ) ১১:১০, ১২ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]