আলাপ:শিমুল আলু

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

'কাসাভা' হতে 'শিমুল আলু'তে পাতা স্থানান্তর[সম্পাদনা]

কাসাভা কৃষকদের কাছে 'শিমুল আলু' নামে বহুল পরিচিত। শহুরে ভদ্রসমাজে 'শিমুল আলু' পরিচিত না হতে পারে, বরং 'কাসাভা' পরিচিত হতে পারে, কিন্তু সেজন্য 'কাসাভা' ব্যবহার যৌক্তিক নয়। আর এই শহুরে ভদ্রসমাজের যারা 'কাসাভা' চেনেন বা নামটি জানেন তারা ওই বিশাল গ্রামীণ কৃষকসমাজ যারা 'শিমুল আলু' চাষ করেন ('কাসাভা' নয়) তাদের তুলনায় নগণ্য।

আমি শহুরে ভদ্রসমাজের বিরুদ্ধতা করছি না, বাস্তবিক আমিও শহুরে ভদ্রসমাজেই পড়বো মনে হয়। বরং আমি এই 'শিমুল আলু' নামের জন্য কৃষকদের পক্ষে ওকালতি করছি।


সরকারি এই ওয়েবসাইটে [১] বলছে— "গ্রামের মানুষ কাসাভার কন্দকে শিমুল আলু বলেই চিনে। গাছটির পাতা অনেকটা শিমুল গাছের মতো দেখতে বলেই হয়তো এরকম নামকরণ।"


প্রথম আলোর[২] রিপোর্ট— "সাধারণত আলংকারিক গাছ হিসেবেই বাগানে রোপণ করা হয়। আমাদের দেশে গাছটি শিমুল আলু নামে বেশি পরিচিত।"


সুতরাং, 'কাসাভা' কে 'শিমুল আলু' তে স্থানান্তর করলাম। 'কাসাভা' পাতাটি 'শিমুল আলু' তে রিডাইরেক্ট হবে।

আরাফাত হাসান (আলাপ) ০৫:৩০, ৯ জুন ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  1. [১], কৃষি.গভ.বিডি তে শিমুল আলু
  2. [২], প্রথম আলোতে শিমুল আলু নিয়ে রিপোর্ট