আলাপ:শিক্ষকের মর্যাদা বিষয়ক ইউনেস্কো ও আইএলও সনদ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এ ধরণের ভুক্তি অবিশ্বকোষীয়। কারণ এর বিষয় বিশ্বকোষে রাখার মতন কোন বিষয় নয়।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪৭, ২৬ নভেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]

অবিশ্বকোষীয় কেন বুঝতে পারছি না। অবশ্য আমার চাইতে আপনি ভালো বুঝবেন। যাই হোক, অবিশ্বকোষীয় হলে বাকি অংশটুকু আর লিখছি না।--গৌতম ০৮:১৪, ২৬ নভেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]
সনদের সম্পূর্ণ বাংলা আপনার কাছে থাকলে এবং তা যদি কপিরাইট ফ্রি হয় তাহলে তা উইকিসংকলনে] যোগ করতে পারেন। আর উইকিপিডিয়ায় সনদ সম্পর্কে লিখতে পারেন যদি তা ঐতিহাসিক কোন সনদ হয়ে থাকে। এর ইতিহাস, এর সুফল, কুফল এই আর কি। কিন্তু সনদের মূল লেখা এখানে দেওয়া উচিত নয়। আবারও বলছি কপিরাইট ফ্রি হলে তা উইকিসংকলনে যোগ করতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৩:৩৩, ২৬ নভেম্বর ২০০৭ (ইউটিসি)[উত্তর দিন]