আলাপ:শঙ্কর-এহসান-লয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

WAKIM শঙ্কর-এহসান-লয় বানান নয় কেনো?

সূত্র:

~মহীন (আলাপ) ১৬:৫২, ১১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Moheen: হিন্দি বানানটি দেখুন "शंकर-एहसान-लॉय" ল-এর পর আ-কার রয়েছে, তাছাড়া নিবন্ধে উল্লেখিত উচ্চারণটি শুনুন। এইরকম বানানের আরেকটি পরিচিত উদারহণ হল Roy = রায়। সংবাদমাধ্যমগুলোতে প্রায়ই এইরকম ছোটখাট ভুল দেখতে পাওয়া যায়, এখন প্রচলিত ভুলটি রাখা হবে নাকি শুদ্ধটি রাখা হবে সেটা আলোচনা সাপেক্ষ। তবে ভুল বানানটি রাখা হলেও নিবন্ধের অভ্যন্তরে সঠিক বানানের একটি টীকা রাখা প্রয়োজন, নয়ত অন্য কোন সময় অন্য কোন সম্পাদক এসে তা "ঠিক করার নিমিত্তে" শিরোনাম স্থানান্তর করতে পারে। এতে কোন মীমাংসা হবে না, কেবল সম্পাদনা দ্বন্দ্বই বৃদ্ধি পাবে।--ওয়াকিম (আলাপ) ১৬:৪৫, ১২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]