আলাপ:লেখ ওয়ালেন্সা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Bellayet কর্তৃক ১৩ বছর পূর্বে "বানান" অনুচ্ছেদে

বানান[সম্পাদনা]

নামের উচ্চারণে ক্লিক করলে "ওয়ালেন্সা" শোনাচ্ছে, কিন্তু স্পষ্ট ন এর বদলে অনেকটা অনুনাসিক (চন্দ্রবিন্দু) ধ্বনি (আইপিএ অনুসারে নাঁকি গলায় "এঁসা" অংশটি উচ্চারিত হয়), কাজেই কী বানান লেখা উচিৎ বলে সবার মনে হয়? প্রচলিত বানান ওয়ালেসা দেখতে পাচ্ছি ডয়চে ওয়েলে ও পত্রিকাতে, কাজেই সেটাও নেয়া যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০০:১৮, ২০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন

ওরা স্থানীয় ভাবে "লেচ ওয়ালেসা" - ই বলে থাকে।--বেলায়েত (আলাপ | অবদান) ০১:৫৮, ২০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন
তাহলে এটাকেও লেচ ওয়ালেসা শিরোনামেই সরানো হোক। অফ টপিক - উইকিম্যানিয়াতে ইনি এসেছিলেন নাকি? এ সপ্তাহের সাইনপোস্টে তাঁর কথা উল্লেখ করা হয়েছে। --রাগিব (আলাপ | অবদান) ০৫:১২, ২০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন
উইকিম্যানিয়াতে তার আসার কথা ছিল কিন্তু, ব্যস্ততার কারনে আসতে পারেন নি। তবে তার পক্ষ থেকে গিদানস্কের প্রেসিডেন্ট/মেয়র বার্তা পরে শুনান। উইকিম্যানিয়ার পরে উইকিমিডিয়া পোলাস্কার পক্ষ থেকে বিভিন্ন ভাষায় তার তার জীবনী নিয়ে প্রকাশিত নিবন্ধগুলো নিয়ে তৈরি একটি বই উপহার দেওয়া হয় তাকে (ছবি)।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৪২, ২০ জুলাই ২০১০ (ইউটিসি)উত্তর দিন