আলাপ:লুকানো ভালোবাসা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধটির নাম অনুবাদ না করে মূল নাম রাখাই উত্তম মনে হয়। ফেরদৌস১৪:২৩, ২৯ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Ferdous: নাম পরিবর্তনের সাথে একমত নই। সাধারণত টিভি ধারাবাহিক, চলচ্চিত্র, নাটক ইত্যাদির ক্ষেত্রে স্ব-স্ব ভাষার নাম ব্যবহার করা হয়। স্ব-স্ব ভাষায় নাম না থাকলে মূল নাম ব্যবহার করা হয়। এই টিভি ধারাবাহিকটির ক্ষেত্রে লুকানো ভালোবাসা ব্যবহার করতে হবে কেননা এটি এই নামে চ্যানেল আইতে প্রচারিত হয়।[১] তাঁর মানে আমরা এটির একটি বাংলা নাম পাচ্ছি তাই মূল নাম ব্যবহারের এখানে প্রযোজ্য নয়। কিছু উদাহরণ দেই: এই ধারাবাহিকটি এখনো ইংরেজি কোন চ্যানেলে প্রচারিত হয়নি, তাই ইং উইকিতে মূল নাম Aşk-ı Memnu রাখা হয়েছে, অন্য দিকে ধারাবাহিকটি স্পেনীয় ভাষার চ্যানেলে Amor prohibido (আমর প্রহিবিদো) নামে প্রচারিত হয়[২], ফলে স্পেনীয় উইকিতেও ওই নামে রাখা হয়। একই কারণে Hidden Figures চলচ্চিত্রটির নাম ইতালীয় উইকিতে Il diritto di contare (ইল দিরিত্ত দি কন্তারে) নামে রাখা হয়। --আফতাব (আলাপ) ১৫:২৫, ২৯ এপ্রিল ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

তথ্যসূত্র:

  1. ১০ই নভেম্বর থেকে চ্যানেল আইতে ‘লুকানো ভালোবাসা’
  2. "Liderando en sintonía Canal 13 emitió último capítulo de "Amor Prohibido""। biobiochile.cl। 5 de marzo de 2015।  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)