আলাপ:লিউকেমিয়া

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

স্থানান্তর[সম্পাদনা]

বাংলায় রোগটির নাম ইংরেজি উচ্চারণ রীতি অনুসরণ করে না, বরং এই রোগের নাম “লিউকেমিয়া” হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশ ও ভারতের সংবাদপত্রগুলোতে “লিউকেমিয়া” লেখা রয়েছে। এছাড়া বাংলাদেশের পাঠ্যপুস্তকে সর্বসম্মতভাবে বানানটি ব্যবহৃত হয়। তাই নিবন্ধটির নাম “লিউকেমিয়া” শিরোনামে স্থানান্তরের প্রস্তাব করছি। — আদিভাইআলাপ০৯:৩৬, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Meghmollar2017 ঐক্যমতের প্রশ্নে জিজ্ঞাসা: এই বানান ও লিউকিমিয়া কি একই জিনিস? মেহেদী আবেদীন ০৯:৪৪, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin সম্ভবত। তবে নিঃসন্দেহে ভুল। পুনর্নির্দেশ দিয়ে রাখা যায়। — আদিভাইআলাপ০৯:৪৬, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Meghmollar2017 ভুল হলেও এই বানান আমি অনেক জায়গায় দেখছি। আমার মত হল যে বানান বাংলায় বেশি প্রচলিত সেই বানান রাখা উচিত। লিউকিমিয়া অপ্রচলিত তাই তালিকা থেকে এটা বাদ দেওয়া যায়। বাকি রইলো লিউকোমিয়া ও লিউকেমিয়া। আমি অনেক আগে থেকেই এটাকে লিউকোমিয়া নামে দেখে এসেছি। বরঞ্চ লিউকেমিয়া শব্দটা প্রথম দেখলাম। তাই এই দুটি শব্দের মধ্যে কোনটি অধিক প্রচলিত সেটা বিবেচনায় এনেই সিদ্ধান্ত নিতে হবে। সেক্ষেত্রে অন্যান্য ব্যবহারকারীদের মন্তব্য প্রয়োজন। মেহেদী আবেদীন ০৯:৪৯, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin, প্রচলিত বানান রাখার অর্থ ভুল বানান রাখা নয়। আপনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের জীববিজ্ঞান বইগুলো দেখতে পারেন। ধন্যবাদ। — আদিভাইআলাপ০৯:৫১, ৬ নভেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]