আলাপ:লাইলাতুল মেরাজ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিশাল হাদিসের উদ্ধৃতি অবিশ্বকোষীয়[সম্পাদনা]

বিশ্বকোষীয় নিবন্ধে এভাবে পুরো একটা বিশাল হাদিস উল্লেখ করার আমি কোনো যৌক্তিকতা দেখি না। হাদিসটির তথ্যসূত্র দেখিয়ে তার নির্যাস গুছিয়ে লেখার আহ্বান করছি। ইতোমধ্যে গুছিয়ে লেখার জন্য নিবন্ধে কিছু খালি অনুচ্ছেদ তৈরি করে দেয়া হয়েছে যেন ঘটনাপ্রবাহগুলো আলাদা করে উল্লেখ করা যায়। আমি আশা করবো নিবন্ধকে বিশ্বকোষীয় ঢঙে গোছানোতে সহায়তা পাবো। ধন্যবাদ। —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৫:০৭, ১৮ জুন ২০১২ (ইউটিসি)[উত্তর দিন]

বানান[সম্পাদনা]

বাংলায় (বাংলাদেশে) শবে মিরাজ এবং শবে মেরাজ উভয় বানান প্রচলিত। তবে আমার জানাশোনা পরিমন্ডলে মিরাজ শব্দটার ব্যবহার বেশী হয়। যেহেতু আরবি উচ্চারণে এ কার নাই, সেহেতু আরবীতে উচ্চারণ মিরাজ। আমি নিবন্ধের শিরোনাম শবে মিরাজ এবং লাইলাতুল মিরাজ করার প্রস্তাব করছি।